Short Movie Page

  • Home
  • Short Movie Page

Short Movie Page Welcome

06/06/2025

আমি যে কুরবানির গরুর ছবি স্টোরি দিলাম না।আমার কি কুরবানি হবে?🤣🙄🙄

নারায়ণগঞ্জ বন্দর খেয়াঘাটে নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যূ।এখনও তার কোন পরিচয় পাওয়া যায়নি।ম...
25/05/2025

নারায়ণগঞ্জ বন্দর খেয়াঘাটে নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যূ।
এখনও তার কোন পরিচয় পাওয়া যায়নি।
মৃতের লাশ দেখে কেউ চিনে থাকলে নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো পোস্ট টা সবাই শেয়ার করে দিবেন😥😥

20/05/2025

গীবতের পরিণাম ও ভয়াবহতা

গীবত বা পরনিন্দা একটি সর্বনাশা মহাপাপ। এই পাপের মাধ্যমে হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার নষ্ট হয়। কারণ পরনিন্দার মাধ্যমে অন্যের সম্মান হানি করা হয় এবং তার মর্যাদার ওপর চরমভাবে আঘাত করা হয়, যা আল্লাহ প্রত্যেক মুসলিমের উপর হারাম করেছেন। দুনিয়া ও আখেরাতে গীবতকারীর পরিণাম অত্যন্ত ভয়াবহ হয়। নিমেণ গীবতের পরিণাম ও ভয়াবহতা সংক্ষেপে তুলে ধরা হ’ল।
১. গীবত একটি ভয়াবহ কাবীরা গুনাহ
২. গীবত মৃত মানুষের গোশত খাওয়ার চেয়েও নিকৃষ্ট পাপ
৩. যিনা-ব্যভিচার ও সূদ-ঘুষের চেয়েও নিকৃষ্ট পাপ গীবত
৪. গীবতকারী কবরে শাস্তিপ্রাপ্ত হবে
৫. গীবত বান্দার দ্বীনদারীকে ধ্বংস করে
৬. গীবতের মাধ্যমে নেক আমল ক্ষতিগ্রস্ত হয়
৭. দুনিয়া ও আখেরাতে নিজের ত্রুটি প্রকাশ পায়
৮. ক্বিয়ামতের দিন অন্যের পাপের বোঝা নিজের কাঁধে চাপে
৯. পরকালের কঠিন শাস্তি ভোগ
১০. জান্নাতে প্রবেশাধিকার থেকে বঞ্চিত

20/05/2025

পুরুষ মানুষ দুঃখ এটা না, তার একটা ভালো গার্লফ্রেন্ড নাই, তার একটা ভালো বউ নাই। পুরুষ মানুষের দুঃখ তার পকেটে টাকা না থাকার।

20/05/2025

মানুষ বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, আর আমি বলি টাকা দিয়ে তো আহার মেটানো যায়। দুঃখ মিটানো যায়।

20/05/2025

টাকা কখনো সুখ কিনতে পারে না, কিন্তু টাকার অভাবে হাজারটা সুখের দরজা বন্ধ হয়ে যায়।

20/05/2025

যাদের ব্যাপারে আল্লাহ্ তা‘আলা ও তাঁর রাসূল সরাসরি জাহান্নামের উল্লেখ করেছেন, বেপর্দা নারী তাদের অন্যতম। যা মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম মাধ্যম। মানুষের ঈমান ধ্বংসেরও কারণ বটে।

19/05/2025

নিয়মিত ভালোবাসা প্রকাশ : সঙ্গীর প্রতি যত্নশীল হন। ভালোবাসলে তা সঙ্গীকে প্রকাশ করতে দ্বিধা করবেন না। ...
ব্যস্ততায় সন্দেহ : সঙ্গী কাজে ব্যস্ত থাকলে বা ফোনে ব্যস্ত পেলে তাকে সন্দেহজনক প্রশ্ন করবেন না। ...
সঙ্গীর মা-বাবাকে সম্মান করুন : নিজেদের মধ্যে যতই কথা কাটাকাটি হোক, কখনোই সঙ্গীর মা-

19/05/2025

কবিরা (বড়) গুনাহসমূহ

* শির্‌ক করা (আল্লাহ্‌ ছাড়া অন্য কারো উপাসনা করা)।
* আল্লাহ্ ও তার রাসূলের উপর মিথ্যারোপ করা।
* আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া।
* আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ ভাবা।
* পিতামাতার অবাধ্য হওয়া।
* ব্যভিচার করা।
*সমকামিতা।
*চুরি করা।

19/05/2025

জুয়া খেলা বা বাজির শাস্তি
খসড়া আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে প্রকাশ্য স্থান, ঘর, তাঁবু, কক্ষ, প্রাঙ্গণ, প্রাচীরবেষ্টিত স্থান বা যানবাহনে বা ইলেক্ট্রনিক বা ডিজিটাল মাধ্যমে বাজি বা জুয়ার উদ্দেশ্যে উপস্থিত দেখতে পাওয়া গেলে তিনি সর্বোচ্চ ২ বছরের কারাদ- বা সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমা

19/05/2025

কোরবানি দাতা যে সকল কাজ থেকে দূরে থাকবেন
হাদিসে এসেছে: উম্মে সালামাহ রা. থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (সা:) বলেছেন: “তোমাদের মাঝে যে কোরবানি করার ইচ্ছে করে সে যেন যিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। তার অন্য একটি বর্ণনায় আছে—‘সে যেন চুল ও চামড়া থেকে কোন কিছু স্পর্শ না করে। অন্য বর্ণনায় আছে ‘কোরবানির পশু জবেহ করার পূর্ব পর্যন্ত এ অবস্থায় থাকবে।“ [৩৫]

কোরবানি দাতা চুল ও নখ না কাটার নির্দেশে কি হিকমত রয়েছে এ বিষয়ে উলামায়ে কেরাম অনেক কথা বলেছেন। অনেকে বলেছেন : কোরবানি দাতা হজ করার জন্য যারা এহরাম অবস্থায় রয়েছেন তাদের আমলে যেন শরিক হতে পারেন, তাদের সাথে একাত্মতা বজায় রাখতে পারেন।

ইবনুল কায়্যিম (রহ.) বলেছেন: “কোরবানি দাতা চুল ও নখ বড় করে তা যেন পশু কোরবানি করার সাথে সাথে নিজের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি (ত্যাগ) করায় অভ্যস্ত হতে পারেন এজন্য এ নির্দেশ দেয়া হয়েছে।“[৩৬] যদি কেউ যিলহজ মাসের প্রথম দিকে কোরবানি করার ইচ্ছা না করে বরং কয়েকদিন অতিবাহিত হওয়ার পর কোরবানির নিয়ত করল সে কি করবে? সে নিয়ত করার পর থেকে কোরবানির পশু জবেহ পর্যন্ত চুল ও নখ কাটা থেকে বিরত থাকবে।

19/05/2025

ভালোবাসা কী তা ব্যাখ্যা করা কঠিন । ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে তীব্র আবেগগুলির মধ্যে একটি। এটি ঘৃণার বিপরীত , আরেকটি অবিশ্বাস্য তীব্র আবেগ। যখন আপনি কোনও নির্দিষ্ট ব্যক্তির জন্য কিছু করতে চান, তখন সাধারণত তার প্রতি আপনার ভালোবাসার অনুভূতি হয়।

অন্য কারো প্রতি তোমার অনেক ধরণের গভীর স্নেহ থাকতে পারে, এবং সেগুলোকে ভালোবাসা হিসেবে বর্ণনা করা যেতে পারে । তোমার বাবা-মায়ের প্রতি তোমার যে ভালোবাসা , তোমার ঘনিষ্ঠ বন্ধু বা প্রেমিক সঙ্গীর প্রতি তোমার যে ভালোবাসা , তা হতে পারে না । তোমার কুকুরের মতো কোনো প্রাণীর সাথেও তোমার একটা দৃঢ় মানসিক বন্ধন থাকতে পারে। সেটাও ভালোবাসা ।

Address


Telephone

+8801995960305

Website

Alerts

Be the first to know and let us send you an email when Short Movie Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Short Movie Page:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share