মাঠের মহাকাব্য

মাঠের মহাকাব্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাঠের মহাকাব্য, Gaming Video Creator, Narayanganj.

"মাঠের মহাকাব্য" - খেলার মজার গল্প থেকে ভাইরাল টপিক, রোস্ট থেকে শুরু করে যা কিছু দেশজুড়ে আলোচনায়—সবকিছুই এক জায়গায়! মজার আর ব্যতিক্রমী কনটেন্টের জন্য থাকুন আমাদের সঙ্গে।

ঋতুপর্ণা হেটে হেটে পর্যবেক্ষণ করে বিপক্ষ দলের দূর্বলতা কোথায়। যখন তার পায়ে বল থাকে, সে তখন সেটা কাজে লাগাতে চেষ্টা করে। ...
02/07/2025

ঋতুপর্ণা হেটে হেটে পর্যবেক্ষণ করে বিপক্ষ দলের দূর্বলতা কোথায়। যখন তার পায়ে বল থাকে, সে তখন সেটা কাজে লাগাতে চেষ্টা করে। সে দেখেছিল কিপার একটু পেছনে দাড়ানো। এই বুদ্ধিদ্বীপ্ত অনুমানই বাংলাদেশকে জয় এনে দিয়েছে।

লা-মাসিয়া প্রোডাক্ট হইলে হাইপের জ্বালায় দুনিয়ায় থাকা যাইতো না। বাট আমাদের হাইপ দরকার নাই। Garcia means - 0% hype, 100% p...
02/07/2025

লা-মাসিয়া প্রোডাক্ট হইলে হাইপের জ্বালায় দুনিয়ায় থাকা যাইতো না। বাট আমাদের হাইপ দরকার নাই।
Garcia means - 0% hype, 100% performance 🙏
এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপের সেরা প্লেয়ার। ♥️

আপনি কি জানেন ??গত ম্যাচে 🔴 ১টি লাল কার্ড  🟡 ৮টি হলুদ কার্ড এর ম্যাচ সার্জিও রামোস ছিলো কার্ড বিহীন !!বস এখন ওলি আউলিয়ার...
22/06/2025

আপনি কি জানেন ??
গত ম্যাচে 🔴 ১টি লাল কার্ড 🟡 ৮টি হলুদ কার্ড এর ম্যাচ সার্জিও রামোস ছিলো কার্ড বিহীন !!

বস এখন ওলি আউলিয়ার লেভেলে চলে গেছেন 👑

এটাই তাঁদের পারিবারিক শিক্ষা 🥴আর্জেন্টিনা জিতলে ব্রাজিল জিতবে না 🙂 আর ব্রাজিল জিতলে আর্জেন্টিনা জিতবে না 🙂
11/06/2025

এটাই তাঁদের পারিবারিক শিক্ষা 🥴
আর্জেন্টিনা জিতলে ব্রাজিল জিতবে না 🙂
আর ব্রাজিল জিতলে আর্জেন্টিনা জিতবে না 🙂

কার্লোর হাত ধরে সরাসরি বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করল ব্রাজিল৷কিছুদিন আগে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে সংশয় জেগেছ...
11/06/2025

কার্লোর হাত ধরে সরাসরি বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করল ব্রাজিল৷

কিছুদিন আগে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে সংশয় জেগেছিল৷ অতিরিক্ত কোয়ালিফায়ার রাউন্ড খেলার আশংকা ছিল। আপাতত সেটি মুছে গেছে।

আজকের ম্যাচের আগে সমীকরণ ছিল উরুগুয়ে চিলিকে হারালে আর ব্রাজিল জিতলে সরাসরি বিশ্বকাপ খেলবে সেলেসাওরা৷ উরুগুয়ে জেতার পর শুধু ব্রাজিলের জয়ের অপেক্ষা ছিল। শেষ বাশি বাজতেই নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপের জায়গা।

আগের বিশ্বকাপের সব আসরে খেলা একমাত্র দল ছিল ব্রাজিল৷ সেই রেকর্ড অক্ষত থাকল। এটা ব্রাজিলের জমিদারি।

✅ ব্রাজিলই একমাত্র দল যারা ১৯৩০ থেকে ২০২৬  প্রতিটি বিশ্বকাপে খেলছে!🔥 ভিনিসিয়ুস জুনিয়রের করা একমাত্র গোলে প্যারাগুয়েকে হা...
11/06/2025

✅ ব্রাজিলই একমাত্র দল যারা ১৯৩০ থেকে ২০২৬ প্রতিটি বিশ্বকাপে খেলছে!

🔥 ভিনিসিয়ুস জুনিয়রের করা একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ব্রাজিল!
এই জয় যেন জন্মদিনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির জন্য এক বিশেষ উপহার! 🎉

জেনারেশন যায়, জেনারেশন আসে, কিন্তু রোনালদো ঠায় দাঁড়িয়ে থাকেন- বটবৃক্ষের মত।
08/06/2025

জেনারেশন যায়, জেনারেশন আসে, কিন্তু রোনালদো ঠায় দাঁড়িয়ে থাকেন- বটবৃক্ষের মত।

আমি কিছু দেখি নাই 🥴
08/06/2025

আমি কিছু দেখি নাই 🥴

আনচেলত্তি বলেছেন, আজ সকালে তিনি নেইমারকে ফোন করেছিলেন এটা বোঝানোর জন্য যে, তাকে দলে না নেওয়ার কারণ হচ্ছে সে চোট থেকে ফি...
26/05/2025

আনচেলত্তি বলেছেন, আজ সকালে তিনি নেইমারকে ফোন করেছিলেন এটা বোঝানোর জন্য যে, তাকে দলে না নেওয়ার কারণ হচ্ছে সে চোট থেকে ফিরছে। তবে তিনি নেইমারকে ১০০% ফিট হলে দলে রাখার পরিকল্পনা করছেন।

কার্লো আরও বলেন, নেইমারও এই সিদ্ধান্তের সঙ্গে একমত।

🚨🇧🇷OFFICIAL: BRAZIL’S SQUAD FOR JUNE WORLD CUP QUALIFIERS.
26/05/2025

🚨🇧🇷OFFICIAL: BRAZIL’S SQUAD FOR JUNE WORLD CUP QUALIFIERS.

টনি ক্রুস বার্নাব্যুতে উপস্থিত ছিলো, এটা সম্ভবত কেউ জানতো না৷ প্রিয় বন্ধু আর ক্যারিয়ারের সেরা পার্টনারকে বিদায়/ফেয়ারওয়েল...
25/05/2025

টনি ক্রুস বার্নাব্যুতে উপস্থিত ছিলো, এটা সম্ভবত কেউ জানতো না৷ প্রিয় বন্ধু আর ক্যারিয়ারের সেরা পার্টনারকে বিদায়/ফেয়ারওয়েল জানানোর সুযোগটা মিস করতে চান নি জার্মান স্নাইপার৷

দুই দলের প্লেয়ারদের 'গার্ড অব অনার' শেষে সাইডলাইনে মদ্রিচের অপেক্ষায় ছিলেন, মাঠে এগিয়ে গিয়ে আবেগপ্রবণ এক আলিঙ্গন।

আইকনিক এক মুহূর্ত......

মদরিচ এক ধরণের নেশা — এমন নেশা, যেটা কখনোই কাটে না। সময় যায়, দিন বদলায়, মানুষ বদলায়... কিন্তু এই নেশাটা থেকে যায় ঠিক আগে...
24/05/2025

মদরিচ এক ধরণের নেশা — এমন নেশা, যেটা কখনোই কাটে না। সময় যায়, দিন বদলায়, মানুষ বদলায়... কিন্তু এই নেশাটা থেকে যায় ঠিক আগের মতোই।

☘️

Address

Narayanganj
1400

Telephone

1859569175

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাঠের মহাকাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share