
02/07/2025
ঋতুপর্ণা হেটে হেটে পর্যবেক্ষণ করে বিপক্ষ দলের দূর্বলতা কোথায়। যখন তার পায়ে বল থাকে, সে তখন সেটা কাজে লাগাতে চেষ্টা করে। সে দেখেছিল কিপার একটু পেছনে দাড়ানো। এই বুদ্ধিদ্বীপ্ত অনুমানই বাংলাদেশকে জয় এনে দিয়েছে।