মুফতি জামিল আহমদ আল জামী

মুফতি জামিল আহমদ আল জামী 🌹🌹যেখানেই থাক তুমি সাথে রেখ দ্বীন,🌹🌹
🌲🌲🌲 তবেই🌲🌲🌲
🌹🌹 তোমার জীবন হবে যে রঙ্গীন🌹🌹

24/10/2025

وقاتلوهم حتى لا تكون فتنه তোমরা যুদ্ধ কর যতক্ষণ না পৃথিবী থেকে ফেতনা ফাসাদ সাকুল্যে নির্মূল হয়
সূরা আনফাল আয়াত ৩৯

24/10/2025

বাংলাদেশের প্রানকেন্দ্র ঢাকার প্রবেশদ্বার সাইনবোর্ড আইম্মা উলামা ঐক্য পরিষদের উদ্যোগে ইসকন নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইসলাম ধর্মের বিধান (দিন) এবং শরীয়াহর (ইসলামী আইন) বিষয়ে কোনো রকম ছাড় বা আপস গ্রহণযোগ্য নয়। এগুলো আল্লাহর পক্ষ থেকে ন...
17/10/2025

ইসলাম ধর্মের বিধান (দিন) এবং শরীয়াহর (ইসলামী আইন) বিষয়ে কোনো রকম ছাড় বা আপস গ্রহণযোগ্য নয়। এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তাই মানবিক স্বার্থ বা সুবিধার জন্য তাতে পরিবর্তন বা নমনীয়তা করা চলবে না।শরীয়তের ক্ষেত্রে কোন Compromise চলবেনা আমরা ব্যক্তিগত পছন্দে ছাড় দিতে পারি, কিন্তু ইসলামের বিধানে কম্প্রোমাইজ করা হারাম।আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন:
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ
— (সূরা আহযাব: ৩৬)
“একজন মুমিন পুরুষ বা মুমিন নারীর পক্ষে এটা উচিত নয় যে, যখন আল্লাহ ও তাঁর রাসূল কোনো ব্যাপারে ফয়সালা করে দেন, তখন তাদের সে বিষয়ে ভিন্নমত করার অধিকার থাকে।”

13/10/2025

যুগযুগ ধরে দ্বীনের মশালকে অবিকৃত অবস্থায় দীপ্যমান রেখেছে ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ ও দেওবন্দের রুহানী সন্তানরা।

11/10/2025

মুমিনের হাতিয়ার দুআ, ইস্তিগফার ও ইনাবাত ইলাল্লাহ।‘ইনাবত ইলাল্লাহ’ অর্থ আল্লাহর দিকে রুজু হওয়া।

দুনিয়াতে সবকিছু মিথ্যা,শুধুমাত্র আল্লাহর ভালবাসা ছাড়াএজন্য সব হালতে এই হাদিস অনুসরণ করা ।مَنْ أَحَبَّ لِلَّهِ، وَأَبْغَض...
04/10/2025

দুনিয়াতে সবকিছু মিথ্যা,
শুধুমাত্র আল্লাহর ভালবাসা ছাড়া
এজন্য সব হালতে এই হাদিস অনুসরণ করা ।مَنْ أَحَبَّ لِلَّهِ، وَأَبْغَضَ لِلَّهِ، وَأَعْطَى لِلَّهِ، وَمَنَعَ لِلَّهِ، فَقَدِ اسْتَكْمَلَ الإِيمَانَ
"যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্য কিছু থেকে বিরত থাকে — সে অবশ্যই ঈমানকে পূর্ণতা দিয়েছে।"

26/09/2025

জীবনের প্রকৃত ও স্থায়ী পরিবর্তন অনেক সময়ই আসে তাওবার (তওবা/তাওবা) মাধ্যমে। ইসলামী পরিভাষায় তাওবা মানে হলো আল্লাহর দরবারে নিজের গোনাহ স্বীকার করে, আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে, ভবিষ্যতে সেই গোনাহ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করা।
তাওবা মানুষকে:
আত্মিকভাবে পরিশুদ্ধ করে
আল্লাহর রহমত ও ক্ষমা অর্জনের পথ খুলে দেয়
অন্তরে শান্তি ও প্রশান্তি আনে
আচার-আচরণে ইতিবাচক পরিবর্তন আনে
জীবনের উদ্দেশ্য ও গন্তব্যকে সঠিকভাবে চিনতে সহায়তা করে
কুরআনে বলা হয়েছে:
"হে ঈমানদারগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যেন তোমরা সফল হতে পারো।"
— (সূরা নূর, ২৪:৩১)
আবার, হাদীসে রাসূল (সা.) বলেন:
“তাওবাকারী সেই ব্যক্তির মতো, যে কোনো গোনাহই করেনি।”
— (ইবনু মাজাহ)
জীবনের পরিবর্তনের জন্য তাওবার ৩টি মূল শর্ত:
গোনাহ স্বীকার করে অনুতপ্ত হওয়া
তাৎক্ষণিকভাবে সেই গোনাহ পরিত্যাগ করা
ভবিষ্যতে আর কখনো তা না করার দৃঢ় সংকল্প নেওয়া
(আর যদি গোনাহ কোনো মানুষের হক সংক্রান্ত হয়, তাহলে তার হক আদায় করাও চতুর্থ শর্ত হয়ে যায়।)

17/09/2025

আলহামদুলিল্লাহ আজকে আইম্মা উলামা ঐক্য পরিষদ সাইনবোর্ডের মাসিক মিটিং আমার জুমার মসজিদে সুন্দরভাবে শেষ হয়েছে অসংখ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম আজকে এখানে উপস্থিত ছিলেন
রবের দরবারে অসংখ্য শুকরিয়া যে এত বড় মোবারক মজলিস সুন্দরভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ
কিছু দ্বীনি ভাই অনেক শ্রম দিয়েছেন
ওলামায়ে কেরামের খেদমত করেছেন
জাযাকুমুল্লাহ 🤲
দীর্ঘ এক সপ্তাহ ধরে ঠান্ডা জনিত অসুস্থতায় ভুগতেছিলাম
আল্লাহর কাছে দোয়া করতে ছিলাম আল্লাহ তুমি সুন্দর ভাবে প্রোগ্রাম শেষ করার তৌফিক দান করিও
আল্লাহতালা সেই তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আজকে  আইম্মা উলামা ঐক্য পরিষদ সাইনবোর্ডের মাসিক মিটিং আমার জুমার মসজিদে সুন্দরভাবে শেষ হয়েছে অসংখ্য বিজ্...
17/09/2025

আলহামদুলিল্লাহ আজকে আইম্মা উলামা ঐক্য পরিষদ সাইনবোর্ডের মাসিক মিটিং আমার জুমার মসজিদে সুন্দরভাবে শেষ হয়েছে অসংখ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম আজকে এখানে উপস্থিত ছিলেন
রবের দরবারে অসংখ্য শুকরিয়া যে এত বড় মোবারক মজলিস সুন্দরভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ
কিছু দ্বীনি ভাই অনেক শ্রম দিয়েছেন
ওলামায়ে কেরামের খেদমত করেছেন
জাযাকুমুল্লাহ 🤲
দীর্ঘ এক সপ্তাহ ধরে ঠান্ডা জনিত অসুস্থতায় ভুগতেছিলাম
আল্লাহর কাছে দোয়া করতে ছিলাম আল্লাহ তুমি সুন্দর ভাবে প্রোগ্রাম শেষ করার তৌফিক দান করিও
আল্লাহতালা সেই তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ

আমাদের মানবকল্যাণ ফাউন্ডেশনের মাসিক মিটিং খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ফাউন্ডেশন এর অর্থ আলহামদুলিল্লাহ খুবই আমানতদারি...
13/09/2025

আমাদের মানবকল্যাণ ফাউন্ডেশনের মাসিক মিটিং খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ফাউন্ডেশন এর অর্থ আলহামদুলিল্লাহ খুবই আমানতদারিতার সাথে গরিব অসহায়দের মাঝে দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে দিচ্ছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
এইতো কিছুদিন আগে দুই মসজিদে বিশুদ্ধ পানির ফিল্ডারের ব্যবস্থা করেছেন মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৭৫ হাজার টাকা খরচে।
মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃপক্ষ মানবিক অনেক কাজ হাতে নিয়েছেন আল্লাহতালা বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন

আজকে আমার জুমার বয়ানে যে বিষয়গুলো ছিল এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ Islam Dhorme বিশ্বাসী, তাই Muslimder মনে কোন বিষয়ে আঘ...
02/05/2025

আজকে আমার জুমার বয়ানে যে বিষয়গুলো ছিল এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ Islam Dhorme বিশ্বাসী, তাই Muslimder মনে কোন বিষয়ে আঘাত করা মানে এদেশের বেশিরভাগ জনগোষ্ঠী কে আঘাত করা।

সম্প্রতিকালে Islam সম্পর্কে অজ্ঞ কিছু 'নারী সংস্কার কমিশন' নামে ৩১৮ পৃষ্ঠাব্যাপি একটি প্রতিবেদন জমা দিয়েছে

তারপরও একজন Muslim হিসেবে সংক্ষেপে কয়েকটি সাংঘর্ষিক বিষয় পেশ করছি।

এক.
'সম্পত্তিতে সমান উত্তরাধিকার'
উক্ত প্রতিবেদনের একাদশতম অধ্যায়ের ১১.৩.১ এর 'ক' অনুচ্ছেদে বলা হয়েছে 'সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার' যা সরাসরি কুরআনের বিধানের সাথে সাংঘর্ষিক।

یُوۡصِیۡکُمُ اللّٰہُ فِیۡۤ اَوۡلَادِکُمۡ لِلذَّکَرِ مِثۡلُ حَظِّ الۡاُنۡثَیَیۡنِ
আল্লাহ তোমাদের সন্তান-সন্ততি সম্পর্কে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, পুরুষের অংশ দুই নারীর সমান।
আন নিসা - ১১

দুই.
'বহু বিবাহ রোধ' 'বহু বিবাহ প্রথা বিলুপ্ত'
পঞ্চম অধ্যায়ের ৩.২.৩ এর 'খ' অনুচ্ছেদ এবং তৃতীয় অধ্যায়ের ৩.২.৩.১.১ এর 'গ' অনুচ্ছেদে উক্ত দাবী গুলি করা হয়েছে।
এটি সুরা নিসার ৩নং আয়াতের সাথে সাংঘর্ষিক।

فَانۡکِحُوۡا مَا طَابَ لَکُمۡ مِّنَ النِّسَآءِ مَثۡنٰی وَثُلٰثَ وَرُبٰعَ
নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয় বিবাহ কর দুই-দুইজন, তিন-তিনজন অথবা চার-চারজনকে।
আন নিসা - ৩

নোট.
একটি বিষয় এখানে পরিষ্কার হওয়া দরকার যে শর্ত সাপেক্ষে ইসলাম পুরুষের জন্য একসঙ্গে একাধিক স্ত্রী রাখার বৈধতা দিয়েছে, এ বিষয়ে আলাদা লেখা প্রয়োজন।

গোটা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী, নারীদের সংখ্যা পুরুষদের সংখ্যার চেয়ে বেশি। যদি প্রত্যেক পুরুষ শুধু একজন নারীকে বিয়ে করে, তাহলে তার অর্থ এই দাঁড়াবে যে কিছু নারীকে স্বামী ছাড়াই থাকতে হবে, যা তার ওপর এবং সমাজের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করবে। এটি তার জীবনকে সংকীর্ণ করার পাশাপাশি তাকে বিপথগামিতার দিকে পরিচালিত করতে পারে। এবং এর মাধ্যমে সমাজে অনাচারের পথ প্রশস্ত হতে পারে।
এ ছাড়া বহু কল্যাণ রয়েছে, প্রয়োজনে বিষয়টি নিয়ে গবেষণা করার অনুরোধ রইল।

তিন.
'শরীর আমার, সিদ্ধান্ত আমার'
এটি দশম অধ্যায়ে রয়েছে। এই অংশটিও কুরআনের সাথে সাংঘর্ষিক।

اَلَا لَہُ الۡخَلۡقُ وَالۡاَمۡرُ
স্মরণ রেখ, সৃষ্টি ও আদেশ দান তাঁরই কাজ।
আল আ'রাফ - ৫৪

চার.
নারীদের অসুস্থ হওয়া কুসংস্কার, কুপ্রথা, ইত্যাদি বলা। (দশম অধ্যায়ঃ ১০.২ অনুচ্ছেদ)
এটির দ্বারা উদ্দেশ্য হলো সুরা বাকারার ২২২ নং আয়াত কে চ্যালেঞ্জ করা।

وَیَسۡـَٔلُوۡنَکَ عَنِ الۡمَحِیۡضِ ؕ قُلۡ ہُوَ اَذًی ۙ فَاعۡتَزِلُوا النِّسَآءَ فِی الۡمَحِیۡضِ ۙ وَلَا تَقۡرَبُوۡہُنَّ حَتّٰی یَطۡہُرۡنَ ۚ فَاِذَا تَطَہَّرۡنَ فَاۡتُوۡہُنَّ مِنۡ حَیۡثُ اَمَرَکُمُ اللّٰہُ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ التَّوَّابِیۡنَ وَیُحِبُّ الۡمُتَطَہِّرِیۡنَ

লোকে আপনার কাছে হায়য সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দিন, তা অশুচি। সুতরাং হায়যের সময় স্ত্রীদের থেকে পৃথক থেক এবং যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়, ততক্ষণ তাদের কাছে যেয়ো না (অর্থাৎ সহবাস করো না)। হাঁ যখন তারা পবিত্র হয়ে যাবে, তখন তাদের কাছে সেই পন্থায় যাবে, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ সেই সকল লোককে ভালোবাসেন, যারা তাঁর দিকে বেশি বেশি রুজু করে এবং ভালোবাসেন তাদেরকে, যারা বেশি বেশি পাক-পবিত্র থাকে।
আল বাকারা - ২২২

পাচ.
"ট্রান্সজেন্ডার"
চতুর্থ অধ্যায়ের ৪.১ অনুচ্ছেদে 'জেন্ডার' বলে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের বিষয়ে বলা হয়েছে, যা কুরআন ও সুন্নাহের সাথে সাংঘর্ষিক, এগুলো ইবলিসের পলিসি,

وَلَاٰمُرَنَّہُمۡ فَلَیُغَیِّرُنَّ خَلۡقَ اللّٰہِ
তাদেরকে আদেশ করব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে।
আন নিসা - ১১৯

لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ‏
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ সব পুরুষকে লা’নত করেছেন যারা নারীর বেশ ধরে এবং ঐসব নারীকে যারা পুরুষের বেশ ধরে।
বুখারী- ৫৮৮৫

ছয়.
'বিবাহ, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার'(ষষ্ঠ অধ্যায়ঃ ৬.৩.১ এর 'ক' অনুচ্ছেদ)

اَلرِّجَالُ قَوّٰمُوۡنَ عَلَی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰہُ بَعۡضَہُمۡ عَلٰی بَعۡضٍ وَّبِمَاۤ اَنۡفَقُوۡا مِنۡ اَمۡوَالِہِمۡ
পুরুষ নারীদের অভিভাবক, যেহেতু আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু পুরুষগণ নিজেদের অর্থ-সম্পদ ব্যয় করে।
আন নিসা - ৩৪

নোট:-
কোন নারী পুরুষ কর্তৃক নির্যাতনের স্বীকার হলে সেখানে ও ইসলামের বিধান রয়েছে, সে বিষয়ে আলেমদের থেকে পরামর্শ নিলেই চলবে।

সাত.
'দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় বিধান করা'
(তৃতীয় অধ্যায়ঃ ৩.২.২.১.৪ এর 'খ' অনুচ্ছেদ)
এটিও একটি জোরপূর্বক প্রস্তাবনা, কুরআন এ বিষয়ে স্পট বার্তা দিয়েছে,

وَمَا جَعَلَ اَدۡعِیَآءَکُمۡ اَبۡنَآءَکُمۡ ؕ ذٰلِکُمۡ قَوۡلُکُمۡ بِاَفۡوَاہِکُمۡ ؕ وَاللّٰہُ یَقُوۡلُ الۡحَقَّ وَہُوَ یَہۡدِی السَّبِیۡلَ
আর তোমাদের মুখের ডাকা পুত্রদেরকে তোমাদের প্রকৃত পুত্র সাব্যস্ত করেননি। এটা তো তোমাদের মুখের কথামাত্র। আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনিই সঠিক পথ প্রদর্শন করেন।
আল আহ্‌যাব - ৪

আট.
'শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান' (দ্বাদশ অধ্যায়ঃ ১২.৩.১১ এর 'জ' অনুচ্ছেদ)
এটা ইলাহী গজব ডেকে আনার প্রস্তাবনা, এই জাতীয় সিদ্ধান্ত গ্ৰহন করলে কিছুদিন পর ধর্ষকরাও শ্রম অধিকার চেয়ে বসবে।

اَلزَّانِیَۃُ وَالزَّانِیۡ فَاجۡلِدُوۡا کُلَّ وَاحِدٍ مِّنۡہُمَا مِائَۃَ جَلۡدَۃٍ ۪ وَّلَا تَاۡخُذۡکُمۡ بِہِمَا رَاۡفَۃٌ فِیۡ دِیۡنِ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ۚ وَلۡیَشۡہَدۡ عَذَابَہُمَا طَآئِفَۃٌ مِّنَ الۡمُؤۡمِنِیۡنَ

ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে একশত চাবুক মারবে। তোমরা যদি আল্লাহ ও পরকালে ঈমান রাখ, তবে আল্লাহর দীনের ব্যাপারে তাদের প্রতি করুণাবোধ যেন তোমাদেরকে প্রভাবিত না করে। আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।
আন নূর - ২

নয়.
'কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিৎ নয়'
এটা ধর্মনিরপেক্ষতার নামে Islam কে হেয় করার চেষ্টা মাত্র।

اِنَّ الدِّیۡنَ عِنۡدَ اللّٰہِ الۡاِسۡلَامُ
নিশ্চয়ই আল্লাহর নিকট (গ্রহণযোগ্য) দীন কেবল ইসলামই।
আলে ইমরান - ১৯

وَمَنۡ یَّبۡتَغِ غَیۡرَ الۡاِسۡلَامِ دِیۡنًا فَلَنۡ یُّقۡبَلَ مِنۡہُ ۚ وَہُوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡنَ
যে ব্যক্তিই ইসলাম ছাড়া অন্য কোনও দীন অবলম্বন করতে চাবে, তার থেকে সে দীন কবুল করা হবে না এবং আখিরাতে সে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
আলে ইমরান - ৮৫

Address

Sainbord, Dhaka
Narayanganj
1400

Telephone

+8801925581770

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুফতি জামিল আহমদ আল জামী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুফতি জামিল আহমদ আল জামী:

Share