Lucky's creation

Lucky's creation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lucky's creation, Video Creator, Narayanganj.
(11)

সাধারনত, হার্ট বন্ধ হওয়া মানেই মারা যাওয়া। তামিমের ম্যাসিভ হার্ট এটাকের কারণে হার্ট বন্ধ হয়ে গেলো। এরপর সাভারের কেপিজে হ...
24/03/2025

সাধারনত, হার্ট বন্ধ হওয়া মানেই মারা যাওয়া। তামিমের ম্যাসিভ হার্ট এটাকের কারণে হার্ট বন্ধ হয়ে গেলো। এরপর সাভারের কেপিজে হাসপাতালে চললো এক মহাকাব্যিক প্রচেষ্টা....

বিশ্বমানের চিকিৎসা দিতে পারায় কেপিজের চিকিৎসকদের অভিনন্দন।

২২ মিনিট ধরে CPR ( চেস্ট কম্প্রেশন), কয়েকবার ডিসি শকের পর হার্ট পুনরায় চালু হলো। সাথে সাথে ক্যাথল্যাবে নিয়ে এনজিওগ্রাম + স্টেন্টিং করানো হলো। আল্লাহর রহমতে এই শ্বাসরুদ্ধকর ম্যাচে জীবনের জয় হলো।

আলহামদুলিল্লাহ।
゚viralfbreelsfypシ゚viral

🇸🇦 সৌদি আরবের একটি শহর থেকে একবার এক ☠️কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধ...
24/03/2025

🇸🇦 সৌদি আরবের একটি শহর থেকে একবার এক ☠️কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারন বাসার মতোই যেন এই বাসা। কিন্তু দরজা খোলার সাথে সাথেই বুঝা যাবে, এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই!

ভেতরে ঢুকতেই পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভয়ানক দুর্গন্ধে! পুরো বাসাটা যেন একটা আবর্জনা খানা! তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি — তাবিজ- কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত -- এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে! এই বাসায় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে??

পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেফতার করল এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করল। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু! কোন কিছুই বাদ নেই।

ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করল! একজন পার্টিকুলার মহিলার ওপর অসংখ্য অসংখ্য বার কালোজাদুর চেষ্টা করা হয়েছে! বিভিন্ন বোতলের ভেতর কাগজের ওপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকা-বুকি করা, এতবার এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে, বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে, "কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা?"

কালো জাদুকর মহিলা তখন বলে,
"আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোন চেষ্টা করা বাকি রাখিনি! অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা/আত্মীয়া তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। অথচ আমি যতবার আমার জিন দেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে, "আমরা তো ঐ বাড়িতে কিছুই দেখতে পারি না! ক্ষতি করার মত কোন মানুষকেই দেখতে পাই না!"

সুবহানআল্লাহ!!

যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে, সে আদৌ নিরাপদে আছে কিনা ? এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে! তাকে জিজ্ঞেস করল, "এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। আপনি কি কিছু টের পেয়েছিলেন?"

উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠান্ডা হয়ে যায়! তিনি বললেন, "জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে

উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠান্ডা হয়ে যায়! তিনি বললেন, "জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোন আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোন ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা! এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইট গুলো জ্বলছে এবং নিভছে — আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোন সমস্যা! এর বেশি তো আমি কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার! সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রক্ষা করেছেন!"

তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ‌"আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন, অথবা দুয়া করেন, যেটার বদৌলেতে আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন?"

ভদ্রমহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মত রিমাইন্ডার!
তিনি তখন শেয়ার করলেন যে, সে কখনও সকাল এবং সন্ধ্যার জিকির- আযকার গুলো বাদ দেন না — অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুন দুয়ার আমল গুলো! সকালে একবার এবং সন্ধ্যায় একবার — তার কখনোই এটা মিস্ যায় না আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি সূরা বাকারাহ পাঠ করেন, কুরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান। এবং আরো কিছু বিশুদ্ধ সুন্নতি দুয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন, এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। (সুরা ইয়াসিনের ৯নাম্বার আয়াত তিলোয়াত করলে শয়তান দেখে না।) যেগুলোর উপর তিনি নিয়মিত আমল করেন!

আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার!🥀

আমিন
21/03/2025

আমিন

20/03/2025

ই-স-রা-য়ে-ল এর ব্যাংক সার্ভার এবং ই-স-রা-য়ে-ল জনপ্রিয় অনলাইন শপিংমল এর সার্ভার ডা-উন করে দিয়েছে বাংলাদেশি সা-ইবার যো-দ্ধারা! 🤍

গাজার যত পোস্ট আছে সব শেয়ার করুন আর বিশ্বকে জানান 🥲🥲🥲
19/03/2025

গাজার যত পোস্ট আছে সব শেয়ার করুন আর বিশ্বকে জানান 🥲🥲🥲

Big shout out to my newest top fans! 💎 Nafiza Akter Daily Vlog, SP Shezan, Bulbul Bin RojobDrop a comment to welcome the...
19/03/2025

Big shout out to my newest top fans! 💎 Nafiza Akter Daily Vlog, SP Shezan, Bulbul Bin Rojob

Drop a comment to welcome them to our community, fans

19/03/2025

যার যোগ্যতা যত কম,তার খোঁচা মারার দক্ষতা ততই বেশি।

আমিন
18/03/2025

আমিন

আল্লাহ মাজলুমদের জন্য আপনার রহমতের দরজা খুলে দিন, আমিন!
18/03/2025

আল্লাহ মাজলুমদের জন্য আপনার রহমতের দরজা খুলে দিন, আমিন!

~~~~~~ আমার বই ~~~~~~বর্ণ-ভাষায় আমাদের শৈশব রাঙিয়েছিল এ বইটি। নব্বইয়ের দারুণ স্মৃতি। অলংকরণ করেছেন শ্রদ্ধেয় শিল্পী হাশেম...
28/10/2024

~~~~~~ আমার বই ~~~~~~
বর্ণ-ভাষায় আমাদের শৈশব রাঙিয়েছিল এ বইটি। নব্বইয়ের দারুণ স্মৃতি। অলংকরণ করেছেন শ্রদ্ধেয় শিল্পী হাশেম খান। বইটির প্রথম প্রকাশসাল ১৯৯১।

সাদা কালো আর লাল সবুজ রঙে রঙিন বইটি এখনকার বহুবর্ণীল বইগুলোর চেয়েও যেন অনন্য। সাথে ছিল চমৎকার সব ছড়ার সংকলন। হাতি, ঘোড়া, ফুল, পাতার লোকজ নকশায় শৈশব রাঙানো যে দৃশ্য আমাদের শিশুমনে প্রতিষ্ঠিত হয়েছে, তা হয়তো মোছা যাবেনা কখনো। দীর্ঘদিন খোঁজে বইটি সংগ্রহ করতে পারলাম। পাতা উল্টাতেই উঁকি দিচ্ছে দুরন্ত শৈশবের স্মৃতিময় পাঠশালা। সহপাঠীদের সাথে সমস্বরে আবার পড়তে ইচ্ছে হচ্ছে, 'কৃষক মাঠে কাজ করছে। চৈতালি ফসল তুলছে। দূরে নদী দেখা যায়......'

ছবি: শিশির কুমার নাথ
সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র গ্রুপ

#ইতিহাসেরখোঁজেগিরিধর #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র

11/10/2024

বারিশা হক এক টক শোতে বললেন

" জীবনে ভালোবাসার থেকে টাকা গুরুত্বপূর্ণ। যে সন্তান বেশি টাকা ইনকাম করে সে বেশি গুরুত্ব পায় কম ইনকাম করা সন্তানের থেকে। এমনি তার জন্য তরকারির ভালো ভালো পিস গুলো আলাদা বাটিতে তুলে রাখে সেই মা যে মা সব সন্তান কেই জন্ম দেয়।"

কথাটা তিতা হলেও মিথ্যা নায়,,,

এরকম ছবি গুলো জাদুঘরে সংরক্ষিত থাক। যেন শত বছর পরেও বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো দেখে অনুপ্রাণিত হতে পারে।
15/09/2024

এরকম ছবি গুলো জাদুঘরে সংরক্ষিত থাক। যেন শত বছর পরেও বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো দেখে অনুপ্রাণিত হতে পারে।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lucky's creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category