25/06/2024
✔️ছেলেরা শুধুই মেয়েদের শরীর ভালোবাসে???
উত্তরঃ পৃথিবীর বেশির ভাগ মেয়ের ধারনা.. ছেলেরা। শুধুমাত্র মেয়েদের শরীর ভালোবাসে। আচ্ছা কিছুক্ষণের জন্য মেনে নিলাম ছেলেরা মেয়েদের শরীর ভালোবাসে।
তাহলে মেয়েদের কাছে আমার প্রশ্ন:
✔️ মেয়েরা কি শরীরের স্বাদ উপভোগ করে না..?
উত্তরঃ অবশ্যই করে..! যদি নাই করতো তাহলে যে বয়ফ্রেন্ড রুম ডেট করতে পারে
না,তাকে কাপুরুষ বলে অন্য ছেলের কাছে চলে যেত না..!
তাই আপনাদের ধারনাটা ভুল..
✔ মেয়েরা সচারাচর বলে ছেলেরা মেয়েদের মন বোঝে না...
উত্তরঃ- আচ্ছা মন বুঝতে আপনারা কি বুঝাতে চান?
মেয়েদের মন, গিরগিটির মত রং পাল্টায়।মাঝে মাঝে তারা নিজেই বোঝে না কি চায় তাদের মন। তাই এটা সঠিকভাবে বোঝার ক্ষমতা কোনা ছেলের নাই। তারপরও একটা ছেলে একটি মেয়েকে অনেক সাপোর্ট করে। সব সময় বুঝতে চেষ্টা করে।
বিপদে পাশে দাড়ায়। মেয়েদের মুখ ফুটে
কিছু বলতে দেরি হয়, কিন্তু শত কষ্টের পরও ছেলেরা ওই জিনিসটা করতে চেষ্টা করে।
এসব কি মন বোঝার মধ্যে পড়ে না..?
✔️ছেলেরা একটা গার্লফ্রেন্ড থাকতে
অন্য মেয়েদের সাথে লুতুপুতু করে..?
উত্তরঃ- আপু আপনার বয়ফ্রেন্ড
আছে..?
এই প্রশ্নটা করলে অনেক আপুই...উত্তরে বলেন না আমি সিঙ্গেল। কিন্তু খবর নিয়ে দেখুন সেই আপুই তিনজন ছেলের সাথে লুতুপুতু কথা বলে। কিন্তু একটা ছেলে যা সত্য তাই বলে।কারন তাদের ভালোবাসার প্রতি বিশ্বাস আর ভরসা থাকে। আসে
পাশে চেয়ে দেখুন তদুপরি মেয়েরাই
ছেলেদের বেশি ঠকাচ্ছে..! ,
✔️একটা ছেলে সত্যি কি চায় শুনবেন
আপু..?
💥ঠিক আছে নিচে দেখুন:
(একান্তই আমার চিন্তা থেকে লেখা )
1..একটা ছেলে চায়, কোন মেয়ে তাকে সত্যিকার ভালবাসুক। যেই ভালবাসায় থাকবে না কোন স্বার্থ। থাকবে না কোন তৃতীয় পক্ষ..!
2..অজস্র চুমুর থেকেও একটা ছেলে বেশি
গুরুত্ব দেয়, মেয়েটা পাশে বসে তাকে খাওয়াক। আদর করে বলুক এইটা নিচ্ছ না যে। বা অভিমানের সুরে বলুক আমার রান্না ভালো হয় নি তাই না..
3..একটা মেয়ের সাথে রাত কাটানোর চাইতে ছেলেটা বেশি পছন্দ করে মেয়েটা বলুক চল না ছাদে গিয়ে তোমার কাধে মাথা রেখে সারারাত চন্দ্র দেখি..!
4..অতি সাহসি ছেলেরাও চায়,
তাদের বিপদে কোন একজন মেয়ে নরম
কন্ঠে বলুক "চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে" ,
_একজন মেয়ে যেমন চায় তার জীবনে এমন কেউ আসুক যে তার স্বপ্নের
রাজকুমার হবে, তেমনি একটা ছেলেও চায়।
তাই আপুরা ছেলেদের ভুল না বুঝে তাদের সঠিকভাবে বুঝতে শিখুন..!