অর্ধাঙ্গিনী

অর্ধাঙ্গিনী "মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়৷ কারনে বদলায়, অকারনে বদলায়। ভালোবাসা চিরকাল এক থাকে না💔
(15)

Please like my new page ............ It's deserve many parts of life ...........

17/04/2025

অসংখ্য কষ্ট, যন্ত্রনা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায় । এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোন পুরুষবাচক শব্দ নেই ।

হুমায়ূন আহমেদ 🖤

যেই পুলিশ গুলি করেছে এবং যার নির্দেশনায় আল্লাহ যেন তাদের সন্তানদেরও এমন ভাবে মৃত্যু দেয় ।সেই দিন বুঝবে ,সেই অসহায় বাব...
18/07/2024

যেই পুলিশ গুলি করেছে এবং যার নির্দেশনায়
আল্লাহ যেন তাদের সন্তানদেরও এমন ভাবে মৃত্যু দেয় ।সেই দিন বুঝবে ,সেই অসহায় বাবা-মায়ের যন্ত্রণা ।
আমাদের এই আফসোস ,কষ্টে বুক ফেটে যাওয়া ,চোখের জল নিশ্চয়ই বিফলে যাবেনা। আমাদের রব এখনো আছেন। আল্লাহ ফেরাউনের শাস্তি যেমন দুনিয়াতে দেখিয়েছো ,এদেরও শাস্তি তুমি আমাদের এই দুনিয়ায় দেখাইও ।😭🤲

09/07/2024
09/07/2024

স্ত্রীর ভাগ প্রথা চালু করুন, দেখবেন বেশিরভাগ স্বামীই সোজা হয়ে গেছে।

স্বামীর ভাগ... 💔
ভাবতে পারেন? হঠাৎ কোন একদিন আপনার স্বামী, আপনাকে ফোন করে বললো, "আমি বিয়ে করেছি"! আপনাকে, তার নতুন বিয়ের রেজিস্ট্রির ছবি পাঠালো!

না, কোনো ক্যামেরা নেই। কোনো প্রাংক চলছে না।

যে কথাটা ভাবতেই, একটা মেয়ের বুক ছ্যাত করে ওঠে। কিছু পুরুষ কি অনায়াসে এই কাজটা করে বসে!

আর, আরো অবাক লাগে বেশিরভাগ মেয়ের ঘর ভাঙে আরেকটি মেয়ের জন্যই।

বেশিরভাগ পরকীয়ায় লিপ্ত পুরুষ ই তার সাথে তার স্ত্রী এর মনোমালিন্যের গল্প দিয়ে, মাছদের ছিপে তোলে। আর কিছু ব্যক্তিত্বহীন মহিলা, কি সুন্দর, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, একটা অলরেডি সেটেল্ড ছেলের লোভে, দুই বাচ্চার বাবার গলায় ঝুলে পড়তে দুবার ভাবে না।

কোনোদিনও উল্টো দিকের মানুষটির কথা ভেবেছেন?

তার অবস্থা কি হয়। খুব যন্ত্রনাদায়ক মৃ`ত্যু`তে`ও বোধ হয় এর থেকে কম কষ্ট হয়। সমাজও চোখে আঙুল দিয়ে বলে, দোষ তো তোমার। তুমিই স্বামীকে ধরে রাখতে পারোনি।

একটা পয়ত্রিশ-চল্লিশের মহিলা, বাচ্চা সামলায়, তার স্কুল, টিফিন, রোগ ভোগ সবটা সামলায়, যাতে তার স্বামীর প্রফেশনাল জার্নিটা একটু সহজ হয়। গরমে তেতে পুড়ে রান্না করে, কাপড় কাচে, বাসন মাজে, যাতে কাজ থেকে ফিরেই স্বামী মুখের সামনে খাবার পান, পরিষ্কার জামা পান। কেউ কেউ সংসার সামলে চাকরিও করেন, যাতে মাসের শেষে স্বামীর উপর চাপ কিছুটা কমে।

মেয়েরা আজীবন নিজের আগে তার স্বামী, সন্তান, পরিবারকে রেখে এসেছে, তাই তো এই পরিণতি।

চাকচিক্যহীন মুখ, ঝুলে পড়া চামড়া, তখন আর স্বামীগুলোর খুব বেশি আকর্ষণীয় লাগে না। তখন, সুন্দরী সুঠাম দেহের, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো মামনিদের বেশি এট্রাক্টিভ লাগে।

কেউ জোর করে ডিভোর্স দেওয়ায়, আবার কেউ সমাজের চোখে বিবাহিত সেজে পিছনে পিছনে পরকীয়া চালায়। আবার কিছু মহান ব্যক্তি দুটো বউ নিয়ে একসাথে ঘর করে।

যারা প্রথম, তারা সব জেনে বুঝে চুপ করে থেকে যায় সংসারের আর সন্তানের দোহাই দেখিয়ে। আসলে সে জানে, তার যাবার কোনো জায়গা নেই।

বাবার বাড়িতে সে পরিত্যক্ত, আর স্বামীর বাড়িতে আগাছা।

"মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করে নে মা"- উপদেশ মাথায় নিয়ে কেউ কেউ স্বামীর পরকীয়া দেখেও চোখে কাপড় বেঁধে নেয়। আবার কেউ ট্রেন থেকে ঝাঁ`প দেয়।

দুজনেই যে মৃ`ত, দুজনেই যে প্র`তা`রি`ত।

আজকের দিনে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ জরুরী হয়ে পরেছে। সম্পর্কের সমীকরণ ঠিক কখন, কোথায় গিয়ে দাঁড় করাবে তা কারোর জানা নেই।

নিজের একটা অস্তিত্ব তৈরী করুন। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও আপনার কাজ আপনাকে কোনো দিন ছেড়ে যাবে না।

একটা পরিচয়, যে পরিচয়টা আপনাকে শক্তি দেবে। লড়াই করার অনেকখানি সাহস দেবে।

পরকীয়ার কোনো ক্ষমা হয় না, ক্ষমা নেই।
আর পরকীয়া ধরা পড়লে এই ধরণের পুরুষ, মহিলা, দুটোর ই - "ঘটি বেঁকিয়ে দিন"।

কি স্বাচ্ছন্দ্যের সাথে একটা ন্যাশনাল টেলিভিশন দেখিয়ে যাচ্ছে, একসাথে দুটো বউ রাখাটা বেশ বীরত্বের একটা কাজ!

একবার এক বউ এর গালে চুমু খাওয়া আর তার সামনে অন্য একটি বউ এর গালে চুমু খাওয়াটা ভীষণ জাস্টিফাইয়েড একটা ব্যাপার!

না, এটা লজ্জার। এটা অসম্মানের
সংগৃহীত
Collected
#দুই_স্ত্রী_এক_স্বামী

18/04/2024

একজন পুরুষের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী।
আর
একজন পুরুষের শ্রেষ্ঠ গজব হচ্ছে হারাম গার্লফ্রেন্ড

🖤
14/04/2024

🖤

01/04/2024

কেউ যদি #কদরের_রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...

১। রাত দশটার আগে আগেই তারাবীহ ঈষা শেষ করে নিন।
মোবাইল দেখা থেকে বিরত থাকুন।

২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুণ।

৩। কোরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কোরআন পরুন।

৪। ৩০মিনিট ধ্যান খেয়াল এনে সালাতু তাজবিহের নামাজ পরুন।

৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন। যেমনঃ-
(১) সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। (১০০ বার করে)

(২) লা ইলাহা ইল্লাল্লাহ (২০০ বার)

(৩) আস্তাগফিরুল্লাহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)

(৪)বেশী বেশী দুরুদ পড়া।

(৫) সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

(৬)"লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

(৭) দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)

(৮)"সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

(৯) "লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

(১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

(১১) সায়্যিদুল ইস্তেগফার পাঠ করা।

(১২)আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’( যত বেশি পারেন)

৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পরুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন।পারলে সিজদায় দোয়া করা।

৭। তাহাজ্জুদের পর তিন রাকাআত বিতরের নামাজ পরুন।

৮। সেহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন..একটু চোখের পানি ফেলে বলুন, "মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...😭 খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...
৯। সেহরি খান।

১০। ফরজ নামাজ পরে ঘুমিয়ে পরুন।

উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪]

রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন দিন শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, বিশেষ করে বিজোড় রাতে এই আমল গুলো করুন।

28/03/2024

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিলাসিতায় সুখী হয়না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জ্যাজ করতে।
আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প, আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের,সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেননা। একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়,বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে।
স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে।

স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক্ব রয়েছে।সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন নাহয় যেটা সাংসারিক জীবটায় বিষাদ করে দেয়।জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘাঁ কোনো মলমেই শুকাবে না।

স্ত্রী অনুভুতি গুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে।বিশ্বাস করুন জগতের সব নারীই ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়।

আপনি একটু ভাবুন,স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন।হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেননা। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটায় হয়ে চলে। যেখানে আপনিই পারেননা ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন?

মেয়ে বলে? মেয়ে বলে কি মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারিও। আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না রাষ্ট্রীয় আইন আর না ইসলামিক শরিয়াহ্।শরিয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে। না করলে বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন। কেননা আল্লাহ্ র কাছে ঐ ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আমার কথা না হাদিসের কথা।

একজন স্বামীকে খুব বেশিই সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এতো বেশি তিক্ত হয়!!!
এটাও ঠিক সবার নসীবে সব জোটেনা।থাকনা অপূর্ণ, চলুক এভাবেই!!
এইতো কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ
দুনিয়ায় কস্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেবো পরকালে।

19/03/2024

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে! "

যেমন:
০১. আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাংলাদেশী আইডলে চান্স পেয়েছে। "ইনশাআল্লাহ" এবার রিসিপশনের জব হয়ে যাবে।

০২. ফেসবুক, ইস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাব ওয়ালা/হিজাব বিহীন ছবি দিয়ে সাথে কুরআনের আয়াতও পোস্ট করে...আল্লাহ আমার জন্য যথেষ্ট/ তিনি তাকওয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন।

০৩. মাশাআল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুন নাচতে পারে।

০৪. হ্যা "আলহামদুলিল্লাহ" স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।

০৫. এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি, আর বইলেন না আপনি যা সুন্দর "মাশাআল্লাহ।"

০৬. ইনশাআল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে, তাহলে আমি নামায শুরু করবো।

০৭. মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দারুন হয়েছিলো। যা ড্যান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যাঁ "দোআ" করবেন দ্বিতীয় ছেলেটার বিয়েও যেনো এমনভাবে পালন করতে পারি।

০৮. ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেল কে উদ্দেশ্য করে, আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল।

০৯. মাশাআল্লাহ তোমাকে তো এমনেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেনো।

১১. মাশাআল্লাহ আমার মেয়ে এতটাই সুন্দরী যে, সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।

১২. আমাদের রিলেশনের ৬ বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ। দোআ করবেন যেনো আমরা বফ/গফ এভাবেই সবসময় পাশে থাকি।

১৩. এক আঙ্কেল এসে বললো, শুনছো অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিষ্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে। গাড়ি এসে তাকে নিয়ে যায়।

দা-জ্জালের একপাশে থাকবে জান্নাত আরেকপাশে থাকবে জাহান্নাম। আমরা দা-জ্জালের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করতেছি। এখনি আমাদের এই অবস্থা, না জানি দা-জ্জালের আগমনে কি হবে আমাদের।

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, আ-মীন🤲

13/03/2024

খেয়াল রাখবেন ✨✨
এ রমজানে কেউ যেনো আপনার নামে সৃষ্টিকর্তার কাছে নালিশ না করে । ইফতার done , সেহরী done এ কথা পোস্টের চাইতেও বেশি জরুরী হলো আপনার কারণে কারো চোখের পানি যাতে না ঝরে । দরকার হয় দূরত্ব রাখুন তাও কারো অভিশাপ নিবেন না।🍂😔

Address

Narayanganj

Telephone

+8801608056916

Website

Alerts

Be the first to know and let us send you an email when অর্ধাঙ্গিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অর্ধাঙ্গিনী:

Share