Haque Endurance

Haque Endurance নিজের চরিত্রকে সংশোধন করা, সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা নিজেদের চরিত্রকে দোষমুক্ত করি।

29/11/2024

ার সংখ্যালঘু ভাই-বোনদের বলছি ইসকনের ফাঁদে পা বাড়াবেন না: থোয়াই চিং মং (উপজাতি)Unc...

25/11/2024
25/11/2024
23/02/2024

ঢাক পাব দিন আছে কত যে বাকি মদিনার প্রেম বুকে জমে রাখি।

21/02/2024

গাছ লাগালেই যে ফল খেতে পারবেন এমনটা আশা করাটাও বোকামি।

আমরা পৃথিবীতে মাত্র অল্প কয়েকদিনের বাসিন্দা। তার ভিতরে আমাদের চাওয়া পাওয়ার কোন শেষ নেই। আমি এখন ভালো আছি, সুস্থ আছি। ...
21/02/2024

আমরা পৃথিবীতে মাত্র অল্প কয়েকদিনের বাসিন্দা। তার ভিতরে আমাদের চাওয়া পাওয়ার কোন শেষ নেই। আমি এখন ভালো আছি, সুস্থ আছি। কিন্তু পাঁচ মিনিট পর বা এক মিনিট পর আমার জীবনে কি ঘটবে তা আমি বলতে পারি না।

শেরশাহ সুরি, দিল্লির বাদশা ছিলেন। তিনি দিল্লি বিজয় করেন শেষ বয়সে। দিল্লি বিজয় করে তিনি একটি মূল্যবান উক্তি করছেন। তিনি বলেছিলেন যে, আমার মাথার উপর ক্ষমতার সূর্য সে সময় উদয় হয়েছে, যখন আমার নিজের জীবন সূর্য প্রায় অস্তমিত। তিনি ষাট বছর বয়সে দিল্লি জয় করেন মাত্র ছয় বছর ক্ষমতার স্বাদ পেয়েছিলেন।
একেই বলে জীবন। আমি অনেক লোককে দেখেছি। যারা সারা জীবন কঠোর পরিশ্রম করে। নিজেকে ঠকিয়ে, নিজের রবের নাফরমানি করে, শুধু দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়। অনেক টাকা কামাই করতে হবে। পাকা বাড়ি বানাতে হবে। ছেলেমেয়েদের সুন্দর একটা ভবিষ্যত গড়ে যেতে হবে। সমস্ত লক্ষ্য হাসিল করার পর আখেরাতের জন্য কিছু করব। আল্লাহর সমস্ত হুকুম মানব। আল্লাহর গুলাম বনে যাব।

অবশেষে দেখেছি তারা তাদের লক্ষ্য প্রায় ছুই ছুই বা কারো লক্ষ্য কেবল অর্জনের পথে বা কেউ এমন পাকা বাড়ি বানিয়েছে। মন স্থির করেছে, আর মাত্র কিছুদিন। তারপরে আল্লাহর গুলাম বনে যাব। কিন্তু হায় আফসোস! সে নিজেও জানে না, তার জীবন সূর্য প্রায় অস্তমিত। হঠাৎ করে একদিন মসজিদের মাইক থেকে এলান ভেসে আসিয়াছিল। সে আর দুনিয়াতে বেঁচে নেই। এ পৃথিবীর সবকিছুই তার পর হয়ে গেছে। তার সম্পদ, তার স্ত্রী, তার সন্তানাদি, তার আত্মীয়-স্বজন সবকিছুই তার পর হয়ে গেছে। তার নিজের বলতে কিছুই নেই।

হাই আফসোস! এতকিছু দেখার পরও আমাদের বিবেক সাড়া দেয় না। জানিনা কখন মরণ এসে আমায় নিয়ে যাবে। অজানার পথে।

18/02/2024

যে ভালো কর্ম করবে, তাকে ভালোই বলা হবে। সে হিন্দু হোক আর মুসলিম হোক। আবার যে মন্দ কর্ম করবে, তাকে মন্দই বলা হবে। সে যে ধর্মেরই বা দলেরই হোক। দোষ খুঁজতে হলে আগে নিজেরটা খুঁজো। তোমার কল্যাণ হবে। অন্যের দোষ খুঁজতে যেও না। আগে ধ্বংস থেকে নিজেকে বাঁচাও। তাহলেই বেঁচে যাবে সমাজ। বেঁচে যাবে দেশ এবং জাতি।

15/02/2024

সন্তানদেরকে কখনো হিংসা, ঝগড়া এগুলি শিখাবেন না। ভাল কিছু শিখান। ভাল ব্যবহার শিখান।

03/02/2024

সময় থাকতে নিজের আচার ব্যবহার ভালো করুন। না হলে পরে, শত আফসোস করেও লাভ নেই।

30/01/2024

তোমার বাবার চাচাত ভাইয়ের জেঠাত ভাই আপনার কি লাগে?

Address

Rupganj
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Haque Endurance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haque Endurance:

Share