21/02/2024
আমরা পৃথিবীতে মাত্র অল্প কয়েকদিনের বাসিন্দা। তার ভিতরে আমাদের চাওয়া পাওয়ার কোন শেষ নেই। আমি এখন ভালো আছি, সুস্থ আছি। কিন্তু পাঁচ মিনিট পর বা এক মিনিট পর আমার জীবনে কি ঘটবে তা আমি বলতে পারি না।
শেরশাহ সুরি, দিল্লির বাদশা ছিলেন। তিনি দিল্লি বিজয় করেন শেষ বয়সে। দিল্লি বিজয় করে তিনি একটি মূল্যবান উক্তি করছেন। তিনি বলেছিলেন যে, আমার মাথার উপর ক্ষমতার সূর্য সে সময় উদয় হয়েছে, যখন আমার নিজের জীবন সূর্য প্রায় অস্তমিত। তিনি ষাট বছর বয়সে দিল্লি জয় করেন মাত্র ছয় বছর ক্ষমতার স্বাদ পেয়েছিলেন।
একেই বলে জীবন। আমি অনেক লোককে দেখেছি। যারা সারা জীবন কঠোর পরিশ্রম করে। নিজেকে ঠকিয়ে, নিজের রবের নাফরমানি করে, শুধু দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়। অনেক টাকা কামাই করতে হবে। পাকা বাড়ি বানাতে হবে। ছেলেমেয়েদের সুন্দর একটা ভবিষ্যত গড়ে যেতে হবে। সমস্ত লক্ষ্য হাসিল করার পর আখেরাতের জন্য কিছু করব। আল্লাহর সমস্ত হুকুম মানব। আল্লাহর গুলাম বনে যাব।
অবশেষে দেখেছি তারা তাদের লক্ষ্য প্রায় ছুই ছুই বা কারো লক্ষ্য কেবল অর্জনের পথে বা কেউ এমন পাকা বাড়ি বানিয়েছে। মন স্থির করেছে, আর মাত্র কিছুদিন। তারপরে আল্লাহর গুলাম বনে যাব। কিন্তু হায় আফসোস! সে নিজেও জানে না, তার জীবন সূর্য প্রায় অস্তমিত। হঠাৎ করে একদিন মসজিদের মাইক থেকে এলান ভেসে আসিয়াছিল। সে আর দুনিয়াতে বেঁচে নেই। এ পৃথিবীর সবকিছুই তার পর হয়ে গেছে। তার সম্পদ, তার স্ত্রী, তার সন্তানাদি, তার আত্মীয়-স্বজন সবকিছুই তার পর হয়ে গেছে। তার নিজের বলতে কিছুই নেই।
হাই আফসোস! এতকিছু দেখার পরও আমাদের বিবেক সাড়া দেয় না। জানিনা কখন মরণ এসে আমায় নিয়ে যাবে। অজানার পথে।