Islamic Quotes

Islamic Quotes *

দ্বীনের পথেই হোক আমাদের পথচলা

*

14/01/2024

তুমি কি জানো জাহান্নামের আগুন কী?
তা কাউকে জীবিতও রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। চামড়া ঝলসে দিবে!
[সূরা আল মুদ্দাসসির:২৭-২৯]

13/01/2024

আমার রব,

হয়তো আমার বাক্যগুলো এলোমেলো। হয়তো নিজের চাওয়াটুকু বোঝাবার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ। হতে পারে আমার চিন্তাগুলোও বিচ্ছিন্ন।

কিন্তু মালিক, আপনি তো অন্তরের ভাষাও বুঝেন। মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয়, হৃদয় যা সাজিয়ে নিতে হিমশিম খায়— এসবের কোনোকিছুই আপনার অজানা নেই।

আমি শব্দের অভাবে, বাক্য-বিন্যাসের অপটুতায়, চিন্তার অসামঞ্জস্যতায় যা বলতে পারছি না তা আপনি ইতোমধ্যেই জানেন। সুতরাং— আমার ব্যর্থতাকে আপনার দয়া দ্বারা পরিবেষ্টন করে, আমার অন্তরের চাওয়াটুকু পূরণ করে দিন।

Islamic Quotes

11/01/2024

দ্বীনের উপর অবিচল থাকার দু‘আ

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِيْ عَلٰى دِيْنِكَ

ইয়া মুকাল্লিবাল ক্বুলু-বি ছাব্বিত ক্বলবী আ’লা দ্বী-নিকা

হে অন্তরের পরিবর্তনকারী! আমার অন্তরকে তুমি তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখ।

মুসনাদে আহমাদ ২১৪০, তিরমিযী - ৩৫২২

حَدَّثَنَا أَبُو مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنْ أَبِي كَعْبٍ، صَاحِبِ الْحَرِيرِ حَدَّثَنِي شَهْرُ بْنُ حَوْشَبٍ، قَالَ قُلْتُ لأُمِّ سَلَمَةَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ مَا كَانَ أَكْثَرُ دُعَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كَانَ عِنْدَكِ قَالَتْ كَانَ أَكْثَرُ دُعَائِهِ ‏"‏ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ ‏"‏ ‏.‏ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لأَكْثَرِ دُعَائِكَ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ قَالَ ‏"‏ يَا أُمَّ سَلَمَةَ إِنَّهُ لَيْسَ آدَمِيٌّ إِلاَّ وَقَلْبُهُ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ فَمَنْ شَاءَ أَقَامَ وَمَنْ شَاءَ أَزَاغَ ‏"‏ ‏.‏ فَتَلاَ مُعَاذٌ ‏:‏ ‏(‏ ربَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا ‏)‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَالنَّوَّاسِ بْنِ سَمْعَانَ وَأَنَسٍ وَجَابِرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَنُعَيْمِ بْنِ هَمَّارٍ ‏.‏ قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏

শাহর ইবনু হাওশাব (রাহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, উম্মু সালামাহ (রাযিঃ)-কে আমি বললাম, হে উম্মুল মু’মিনীন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে অবস্থানকালে অধিকাংশ সময় কোন দু’আটি পাঠ করতেন? তিনি বললেন, তিনি অধিকাংশ সময় এ দু’আ পাঠ করতেনঃ

“হে মনের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর স্থির রাখ"।

উম্মু সালামাহ (রাযিঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি অধিকাংশ সময় “হে মনের পরিবর্তনকারী! আমার মনকে তোমার দ্বীনের উপর স্থির রাখ” দু’আটি কেন পাঠ করেন? তিনি বললেনঃ হে উম্মু সালামাহ! এরূপ কোন মানুষ নেই যার মন আল্লাহ তা’আলার দুই আঙ্গুলের মধ্যবর্তীতে অবস্থিত নয়। যাকে ইচ্ছা তিনি (দ্বীনের উপর) স্থির রাখেন এবং যাকে ইচ্ছা (দ্বীন হতে) বিপথগামী করে দেন।

তারপর অধঃস্তন বর্ণনাকারী মুআয (রহঃ) কুরআনের এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ) “হে আমাদের রব! আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার পর তুমি আমাদের অন্তরসমূহকে বাঁকা করে দিও না”। (তিরমিযী - ৩৫২২)

 #হেআমার রব 🌼হয়তো আপনি আমার উপর খুব অসন্তুষ্ঠ 😥 আমার কর্ম দ্বারা হয়তো আপনাকে খুশি করতে পারিনি ❎ কত ভুল করেছি, অন্যায় করে...
10/01/2024

#হেআমার রব 🌼
হয়তো আপনি আমার উপর খুব অসন্তুষ্ঠ 😥 আমার কর্ম দ্বারা হয়তো আপনাকে খুশি করতে পারিনি ❎ কত ভুল করেছি, অন্যায় করেছি, এত ভুল থাকার সত্তেও আপনি আমাকে কোথাও লান্চিত, অপমান করেননি। হে মাবুদ আপনি ছাড়া আমার কেউ নেই, আপনার আশ্রয় ছাড়া আমি অসহায় 😥 অতএব #আপনি আমাকে ক্ষমা করুন 😭
IslaIslamic Quotes

10/01/2024

সুবহানাল্লাহি ওয়াবিহামদিহ্! 🖤

আর তিনিই তোমাদের জন্য কান, চোখসমূহ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন; তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ কর। ( সূরা আল-মুমিনুন, আয়াত: ৭৮)

10/01/2024

"রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" বলেছে,
৷৷৷ স্বৈরাচারী শাসকের সম্মুখে ন্যায় সঙ্গত
কথা বলা হল উত্তম জিহাদ।।
৷৷৷ (সুনানে আবি দাউদ, হা:নং ৪৩৪৪)

09/01/2024

কিয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে,তারা হলেন ঐসব ব‍্যক্তি যারা সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ

{মিশকাতুল :-২৩০৮}

09/01/2024

রিজিক এক মাত্র আল্লাহর তরফ থেকে আসে🙂নিঃসন্দেহে, আপনার রিজক এবং ভবিষ্যত মহান আল্লাহর হাতে। তিনি সেরা পরিকল্পনাকারী।🥰

09/01/2024

❝ জালিমরা কখনোই সফলকাম হবে না ❞
সুরা আনআম : ২১,১৩৫ ইউসুফ:২৩

08/01/2024

হে আল্লাহ!
আপনি যদি দুনিয়ায় আমাকে এ জন্য বিখ্যাত করে থাকেন যে আখিরাতে আমাকে লাঞ্ছিত করবেন,
তাহলে এ খ্যাতি আমার থেকে ছিনিয়ে নিন!
- বিশর হাফী (রাহিমাহুল্লাহ)
[বাইহাক্বীর ‘আয-যুহদুল কাবীর’: ১৪৭]
.Islamic Quotes

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Quotes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share