Fatema Tuj Juhara Sinthia

Fatema Tuj Juhara Sinthia Create the world from home through small steps....

মেয়েদের আত্নসম্মানবোধ অত্যন্ত প্রখর হওয়া উচিত।নারীর আত্নসম্মান ও আত্নমর্যাদাবোধ এতটা প্রখর হওয়া উচিত যাতে ঘরের চার দেয়াল...
02/08/2025

মেয়েদের আত্নসম্মানবোধ অত্যন্ত প্রখর হওয়া উচিত।নারীর আত্নসম্মান ও আত্নমর্যাদাবোধ এতটা প্রখর হওয়া উচিত যাতে ঘরের চার দেয়াল থেকে শুরু করে গাছপালা,প্রকৃতিও শীতল হাওয়া দিয়ে যায়!!
Fatema Tuj Juhara

কখনোই নিজেকে এতোটা সস্তা করে গড়ে তুলবা না বা ভাববা না যে বিয়ের সময় এটা ভাবতে হবে,"আমাকে কে বিয়ে করবে?"বরং নিজেকে এতটা উচ...
29/07/2025

কখনোই নিজেকে এতোটা সস্তা করে গড়ে তুলবা না বা ভাববা না যে বিয়ের সময় এটা ভাবতে হবে,"আমাকে কে বিয়ে করবে?"

বরং নিজেকে এতটা উচ্চতায় নিয়ে যাও যাতে যে কেউ বিয়ের প্রস্তাব পাঠানোর আগে ১০ বার ভাবে!!

ভয়কে কর জয়!!
নিজের মাথার ছাতা হয়ে ওঠো নিজেই।
Fatema Tuj Juhara

11/07/2025

মেয়ের জামাইকে হাজার পদের পোলাও,বিরিয়ানী,কাবাব,গরু,খাসি, মুরগী,.......ডালা সাজিয়ে দিলেও সে আপনার মেয়েকে সুখে রাখবে না।

ছেলের বউকে হাজার কন্ট্রোল করেও ছেলেকে সারাজীবন আপনার করে রাখতে পারবেন না।

কারণ,এটা প্রকৃতির সহজাত বৈশিষ্ট্য না।

01/07/2025

The knowledge box of 34 books(জ্ঞানবাক্স)।
নিয়েছি আমার মেয়ের জন্য।
Thanks 𝗛𝗲𝗹𝗹𝗼𝗲𝘀𝗵𝗼𝗽.𝗰𝗼𝗺
#ঊমামাহ_আফ্রা

যখনই আমার টুক্কু পাখি হাসি দেয়,ইহিই করে উঠে,হাসিটা আমার এতো ভালো লাগে(মা-শা-আল্লহ),একটা চুমু না দিলে যে চলেই না আমার।যখন...
01/07/2025

যখনই আমার টুক্কু পাখি হাসি দেয়,ইহিই করে উঠে,হাসিটা আমার এতো ভালো লাগে(মা-শা-আল্লহ),একটা চুমু না দিলে যে চলেই না আমার।যখনই আমার মায়াবী নজর উপর পড়ে,তখনই মনের অজান্তে এ দোয়া' টা ঠোঁটের কোণে চলে আসে আর ফিসফিস করে আমার টুক্কু পাখির জন্য মন ভরে দোয়া' করে দেই।মা-শা-আল্লহ।বারাকাল্লহ।
#ঊমামাহ_আফ্রা
১ জুলাই,২০২৫ইং
রাত ১১:১৫
আমার টুক্কু পাখির বয়স আজকে ৪ মাস ৪ দিন। কত্তো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আমার মা-টায়।আল্লহ আমার মেয়েকে নেক হায়াত দিন,দৃঢ় ঈমান দান করুন,অন্তরে তাকওয়া ঢেলে দিন,নীতিতে অটল রাখুন,সততার সৌন্দর্য দিন,আমিন,আমিন,আমিন।

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন। (আমিন)।

সূরা আল-ফুরকানঃ ২৫:৭৪

আমি জ্ঞান অর্জন করতে ভালোবাসি।প্রতিনিয়ত নতুন কিছু শিখার,জানার,চেনার প্রতি আগ্রহ আমার মনকে সতেজ করে।পড়াশোনা,গবেষণা,ধর্ম,ব...
09/05/2025

আমি জ্ঞান অর্জন করতে ভালোবাসি।প্রতিনিয়ত নতুন কিছু শিখার,জানার,চেনার প্রতি আগ্রহ আমার মনকে সতেজ করে।
পড়াশোনা,গবেষণা,ধর্ম,বিজ্ঞান,দর্শন....প্রভৃতি বিষয়ে আমার সফট কর্ণার রয়েছে।আমি ছোটবেলা থেকেই এরকম।কিন্তু আমি যে এরকম এটা আমি নিজেই জানি না। আমার যে পড়াশোনা ভাল্লাগে এটা আমার উপলব্ধিতে এসেছে(আল্লহর রহমতে) ২০১৯ সালের পর,যখন একটা গভীর সমস্যায় জর্জরিত হয়ে যাই এবং পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়.....। তখন কেমন যেনো একটা হাহাকার কাজ করতো।কিছু একটা নেই নেই,জীবন থেকে উধাও হয়ে গেছে মনে হতো।যাই হোক,সেই অনেক কাহিনী।সেগুলোতে এখন না যাই।

আসলে আমাদের দেশের মানুষ পড়াশোনাটা কে জীবিকা নির্বাহের মাধ্যম মনে করে।এজন্য একটা সময় পরে তাদের কাছে "ডিগ্রী শেষ করা" বিষয়টা বোঝা মনে হয়।অবশেষে দেখা যায়,সার্টিফিকেটের তুলনায় যোগ্যতা ও দক্ষতার অনেকটা ঘাটতিই থেকে যায়,সেই আত্নবিশাসের অভাবও দেখা দেয়+পড়াশোনার যে বেসিক সেটা স্ট্রং না হওয়ার দরুন পড়াশোনার প্রতি অনাগ্রহ চলে আসে।

বই হচ্ছে বিদ্যা,জ্ঞান ও প্রজ্ঞার সমাহার।বইয়ের পাতাগুলোকে আমরা যেনো শুধু কাগজই মনে না করি, লিখাগুলোকে শুধু প্রিন্টেড কালিই না ভাবি....।বইয়ের প্রতিটি পৃষ্ঠা,লাইন,শব্দ যেনো আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করে,মস্তিষ্কের তালাবদ্ধ কোষগুলো খুলার চাবি হিসেবে কাজ করে,নিজের আত্নাকে সমৃদ্ধ করে, চিন্তার খোরাক যোগায়,চিন্তা-ভাবনাকে প্রসারিত করে,উন্নত করে,দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনে, গড়পড়তা চিন্তা-ভাবনা থেকে আলাদা করে......,তবেই পড়াশোনা সার্থক। এছাড়া ২ পয়সার লোক দেখানো স্যুট-কোট পড়নেওয়ালা চাকরির জন্য ১৫-২০ বছর নষ্ট করা শুধুমাত্র সময়ের অপচয় ছাড়া কিছুই না।

আমার অনেক ইচ্ছা ক্বুরআন মাজীদ শিখার, জানার, আয়ত্ত করার,আ'মল করার,সাধ্য অনুযায়ী প্রচার করার (আল্লহ কবুল করুন)। আমি শুধু ক্বুরআন শুদ্ধরূপে তিলাওয়াত করতে পারি।মোটামোটি ১ বার পুরো ক্বুরআন টা অর্থসহ পড়া হয়েছে,ভিতরে কি আছে সেটা অন্তত জানার জন্য।এছাড়া খন্ড খন্ড ভাবে তাফসীর পড়ে দেখেছিলাম।সবকিছু বিচ্ছিন্ন লেগেছে,সহজ সহজ আয়াতের ব্যাখ্যাগুলো ছাড়া তেমন কিছু বুঝতে পারিনি। তবে এতটুকু বুঝেছি ক্বুরআন বুঝতে হলে,জানতে হলে, শিখতে হলে আমাকে আরবী ভাষা ও ব্যাকরণ শিখতে হবে। সে যাত্রায় শুরু করেও মাঝপথে আটকে গিয়েছি জীবনের বিভিন্ন পরিস্থিতিতে (বিয়ে,অসুস্থতা,প্র্যাগনেন্সি জটিলতা,মা হওয়া,একাডেমিক পড়াশোনার চাপ ইত্যাদি)। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস,আল্লহ আমাকে আবার সুযোগ করে দিবেন, নিশ্চয়ই দিবেন,দিবেনই দিবেন ইংশাআল্লহ। আমি স্বপ্ন দেখি,ক্বুরআনের বিভিন্ন আয়াতের গভীরে ডুবে থাকার। ইংশাআল্লহ মেয়েকে সাথে নিয়ে একসাথে মা,মেয়ে শিখবো, ইংশাআল্লহ,ইংশাআল্লহ।আল্লহ যেনো আমাকে ও আমার মেয়েকে ক্কুরআন বোঝার ও শেখার আগে মৃত্যু না দেন, আমিন।

[বি.দ্র: ছবিটা আমি ক্যানভা দিয়ে বানিয়েছিলাম।আপতত আমার কোনো বুক স্টোর নেই।]

09/02/2025

আল্লহর ইবাদত করতে পারা এবং না পারা উভয় বিষয়টাই আমাদের "নিয়্যাত" ও "কর্ম"-র উপর নির্ভর করে।সেই কর্ম অটোম্যাটিকালি আবার নিয়্যাত কে কেন্দ্র করে সংঘটিত হয়ে যায়।
৫ ওয়াক্ত সলাত সময়মতো আদায় করতে পারা সহজ নয়,
আল্লহর কবুলিয়্যাত ব্যতীত।প্রতিনিয়ত নিজের নফসের সাথে যুদ্ধ করা,পবিত্রতা মেইনটেইন করা,অশ্লীলতা থেকে বেঁচে থাকা,গোনাহ থেকে যথাসম্ভব দূরে থাকা,সালাতের সময়ে সজাগ-সতর্ক থাকা......এভাবেই চলে মু'মিনের সাথে নামাজ/সলাতের সম্পর্ক।।।।

যথাসময়ে সলাত আদায় করতে না পারা,সলাত ছুটে যাওয়া,কাযা হওয়া খুব কষ্টদায়ক। অন্তরে অশান্তি সৃষ্টি হওয়া থেকে শুরু করে সারাদিনের কোনো কাজে বারাকাহ না পাওয়া,সময়ের শৃঙ্খল থেকে বেরিয়ে যাওয়া......নানা অনিয়ম সেদিন দেখা দেয়।

আল্লহ আমাদের সকলকে ৫ ওয়াক্ত সলাত সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুন,আমিন।

#যথাসময়ে_সলাত_আদায়
Fatema Tuj Juhara

07/02/2025

যে সকল মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ-দুর্দশা লেগেই থাকে,এইটার অভাব,ওইটার অভাব, আজকে এইটা নেই,কালকে ওইটা নেই,ঘরে খাবার নেই, স্বামী পরকীয়া করে,নেশাগ্রস্থ,এক বাচ্চা ঠেলেঠুলে কথা শুনছে তো,অন্যগুলো কোনো পাত্তা দিচ্ছে না........তাদের জীবন নিয়ে যদি গবেষণা করা হয়,তাহলে দেখবেন এ সকল সমস্যার গোড়া হলো অজ্ঞতা,মূর্খতা,নৈতিকতার চরম অধঃপতন,অতিরিক্ত লোভ,অন্যের সুখ-সাচ্ছন্দ্য সহ্য করতে না পারা,অন্যের যোগ্যতা নিয়ে হিংসা করা,অহংকার, নিজেই আগ বাড়িয়ে অন্যের ব্যক্তিগত জীবনে নাক গলানো..... ইত্যাদি।

Happiness lies in contentment,,
25/12/2024

Happiness lies in contentment,,

With Mizanur Rahman Azhari – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉
25/12/2024

With Mizanur Rahman Azhari – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉

11/12/2024
05/11/2024

মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে #ধর্ম নিয়ে এতো বাড়াবাড়ি করে কেনো মানুষ?মানতে ইচ্ছে হলে মানবে,না মানলে নাই।কোনো জবরদস্তি নাই তো!

ধীরে ধীরে বাস্তবতা থেকে শিখলাম (অবশ্য আরো শেখা বাকি)।আসলে বিবেকহীন এবং নীতি-নৈতিকতাহীন মানুষদের কোনো ধর্ম নেই,মতবাদ নেই,নিজস্ব কোনো দর্শন নেই।তাদের এগুলো নিয়ে কোনো মাথাব্যাথা নেই।কারণ,তারা স্বীয় নফসের দাস,স্বীয় নফসের পূজারী। তারা তাদের মনমতো যখন যা মনে চায়,তাই করে।তাদের নফসের চাহিদা মেটানোই তাদের জীবনের মোটিভ হয়ে যায় যার ফলাফল ধ্বংস বা পতন।

এখন মনে হতে পারে,আমার কোনো কিছুর ইচ্ছা জাগলে সেটা পূরণ করা কি তাহলে দোষের?না,দোষের না।কিন্তু "আত্নসংযম" বা "আত্ননিয়ন্ত্রণ" বলে একটা কথা আছে।মানুষ মাত্রই সংযম।

নিজের খায়েশ পূরণে যদি #নিজেরকল্যাণ থাকে,তাহলে করুন।
নিজের খায়েশ পূরণে যদি #অন্যেরউপকার হয়,তাহলে করুন।

এছাড়া আত্নসংযম চর্চা করুন।দেখবেন,দুনিয়াটা খুব সুন্দর,আর ধর্মবিশ্বাস মহা পবিত্র।

Address

168 No L.C Road,Madangonj,Bander
Narayanganj
1414

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatema Tuj Juhara Sinthia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share