09/05/2025                                                                            
                                    
                                                                            
                                            আমি জ্ঞান অর্জন করতে ভালোবাসি।প্রতিনিয়ত নতুন কিছু শিখার,জানার,চেনার প্রতি আগ্রহ আমার মনকে সতেজ করে।
পড়াশোনা,গবেষণা,ধর্ম,বিজ্ঞান,দর্শন....প্রভৃতি বিষয়ে আমার সফট কর্ণার রয়েছে।আমি ছোটবেলা থেকেই এরকম।কিন্তু আমি যে এরকম এটা আমি নিজেই জানি না। আমার যে পড়াশোনা ভাল্লাগে এটা আমার উপলব্ধিতে এসেছে(আল্লহর রহমতে) ২০১৯ সালের পর,যখন একটা গভীর সমস্যায় জর্জরিত হয়ে যাই এবং পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়.....। তখন কেমন যেনো একটা হাহাকার কাজ করতো।কিছু একটা নেই নেই,জীবন থেকে উধাও হয়ে গেছে মনে হতো।যাই হোক,সেই অনেক কাহিনী।সেগুলোতে এখন না যাই। 
আসলে আমাদের দেশের মানুষ পড়াশোনাটা কে জীবিকা নির্বাহের মাধ্যম মনে করে।এজন্য একটা সময় পরে তাদের কাছে "ডিগ্রী শেষ করা" বিষয়টা বোঝা মনে হয়।অবশেষে দেখা যায়,সার্টিফিকেটের তুলনায় যোগ্যতা ও দক্ষতার অনেকটা ঘাটতিই থেকে যায়,সেই আত্নবিশাসের অভাবও দেখা দেয়+পড়াশোনার যে বেসিক সেটা স্ট্রং না হওয়ার দরুন পড়াশোনার প্রতি অনাগ্রহ চলে আসে।
বই হচ্ছে বিদ্যা,জ্ঞান ও প্রজ্ঞার সমাহার।বইয়ের পাতাগুলোকে আমরা যেনো শুধু কাগজই মনে না করি, লিখাগুলোকে শুধু প্রিন্টেড কালিই না ভাবি....।বইয়ের প্রতিটি পৃষ্ঠা,লাইন,শব্দ যেনো আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করে,মস্তিষ্কের তালাবদ্ধ কোষগুলো খুলার চাবি হিসেবে কাজ করে,নিজের আত্নাকে সমৃদ্ধ করে, চিন্তার খোরাক যোগায়,চিন্তা-ভাবনাকে প্রসারিত করে,উন্নত করে,দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনে, গড়পড়তা চিন্তা-ভাবনা থেকে আলাদা করে......,তবেই পড়াশোনা সার্থক। এছাড়া ২ পয়সার লোক দেখানো স্যুট-কোট পড়নেওয়ালা চাকরির জন্য ১৫-২০ বছর নষ্ট করা শুধুমাত্র সময়ের অপচয় ছাড়া কিছুই না।
আমার অনেক ইচ্ছা ক্বুরআন মাজীদ শিখার, জানার, আয়ত্ত করার,আ'মল করার,সাধ্য অনুযায়ী প্রচার করার (আল্লহ কবুল করুন)। আমি শুধু ক্বুরআন শুদ্ধরূপে তিলাওয়াত করতে পারি।মোটামোটি ১ বার পুরো ক্বুরআন টা অর্থসহ পড়া হয়েছে,ভিতরে কি আছে সেটা অন্তত জানার জন্য।এছাড়া খন্ড খন্ড ভাবে তাফসীর পড়ে দেখেছিলাম।সবকিছু বিচ্ছিন্ন লেগেছে,সহজ সহজ আয়াতের ব্যাখ্যাগুলো ছাড়া তেমন কিছু বুঝতে পারিনি। তবে এতটুকু বুঝেছি ক্বুরআন বুঝতে হলে,জানতে হলে, শিখতে হলে আমাকে আরবী ভাষা ও ব্যাকরণ শিখতে হবে। সে যাত্রায় শুরু করেও মাঝপথে আটকে গিয়েছি জীবনের বিভিন্ন পরিস্থিতিতে (বিয়ে,অসুস্থতা,প্র্যাগনেন্সি জটিলতা,মা হওয়া,একাডেমিক পড়াশোনার চাপ ইত্যাদি)। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস,আল্লহ আমাকে আবার সুযোগ করে দিবেন, নিশ্চয়ই দিবেন,দিবেনই দিবেন ইংশাআল্লহ। আমি স্বপ্ন দেখি,ক্বুরআনের বিভিন্ন আয়াতের গভীরে ডুবে থাকার। ইংশাআল্লহ মেয়েকে সাথে নিয়ে একসাথে মা,মেয়ে শিখবো, ইংশাআল্লহ,ইংশাআল্লহ।আল্লহ যেনো আমাকে ও আমার মেয়েকে ক্কুরআন বোঝার ও শেখার আগে মৃত্যু না দেন, আমিন।
[বি.দ্র: ছবিটা আমি ক্যানভা দিয়ে বানিয়েছিলাম।আপতত আমার কোনো বুক স্টোর নেই।]