Kamal Academy

Kamal Academy ❝KAMAL ACADEMY❞ — is an online learning platform. you can learn many educational, morality & motivational stories through this page. Thank You❤️

Kindly follow me & Subscribe to my YouTube Channels for more updates.

আবূ সাঈদ খুদরী রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَ...
17/07/2025

আবূ সাঈদ খুদরী রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلاَّ الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الأَذَى وَرَدُّ السَّلاَمِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْىٌ ، عَنِ الْمُنْكَرِ.

তোমরা রাস্তার উপর বসা ছেড়ে দাও। লোকজন বলল, এ ছাড়া আমাদের কোন উপায় নেই। কেননা, এটাই আমাদের উঠা-বসার জায়গা এবং এখানেই আমরা কথাবার্তা বলে থাকি। তিনি বললেন, যদি তোমাদের সেখানে বসতেই হয়, তবে রাস্তার হক আদায় করবে। তারা বলল, রাস্তার হক কী? তিনি বললেন, দৃষ্টি অবনমিত রাখা, (কাউকে) কষ্ট দেয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎকাজের আদেশ দেওয়া এবং অসৎকাজে নিষেধ করা।

সহীহ বুখারী, হাদীস ২৪৬৫ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ২৩০৩(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

17/07/2025

আয়িশা রাদিআল্লাহু তাআ'লা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

الرَّحِمُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ تَقُولُ مَنْ وَصَلَنِى وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَنِى قَطَعَهُ اللَّهُ

রিহম অর্থাৎ আত্মীয়তার সম্বন্ধ আল্লাহর ‘আরশের সাথে ঝুলন্ত রয়েছে। সে বলে, যে ব্যক্তি আমার সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন। আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন।

সহীহ মুসলিম, হাদীস ২৫৫৫ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬২৮৮(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

সারাংশ:
অর্থাৎ যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রক্ষা করেন, তাকে ভালবাসেন। আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তায়ালাও তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। তাকে তিনি অপছন্দ করেন।

17/07/2025

🎙️
আপনি কি ইংরেজি শেখার জন্য ভালো অ্যাপ খুঁজছেন?
তাহলে এই ৩টি অ্যাপ আপনার জন্য সেরা!

১. Duolingo – গেমের মতো মজা করে শেখার জন্য
২. BBC Learning English – ব্রিটিশ উচ্চারণ ও গ্রামারের জন্য
৩. Cake App – রিয়েল ভিডিও দিয়ে Speaking শেখার জন্য
এই অ্যাপগুলো একেবারে ফ্রি!
এখন থেকেই ইংরেজি শেখা শুরু করুন – Kamal Academy-র সাথে!
🎓 Follo us on Kamal Academy
#ইংরেজি_শেখা

14/07/2025
09/07/2025

📌📚10 Vocabulary || Part 1 ||

01/06/2025

📌"এই ছোট ভুলগুলো প্রায় সবাই করে — আপনিও কি করেন?"

❌ I am agree.

✅ I agree.

❌ She don’t know.

✅ She doesn’t know.









01/06/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

মরক্কোর রাবাতে অবস্থিত ৭২ বছর বয়সী বই বিক্রেতা মোহাম্মদ আজিজ প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা বই পড়তে ব্যয় করেন। ফরাসি, আরবি এ...
20/02/2025

মরক্কোর রাবাতে অবস্থিত ৭২ বছর বয়সী বই বিক্রেতা মোহাম্মদ আজিজ প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা বই পড়তে ব্যয় করেন।

ফরাসি, আরবি এবং ইংরেজিতে ৫,০০০ টিরও বেশি বই পড়েছেন তিনি।

তিনি একই স্থানে ৪৩ বছরেরও বেশি সময় ধরে এ পেশায় আছেন।
রাবাতে সবচেয়ে পুরানো বই বিক্রেতা হিসাবে তিনি পরিচিত।

যখন তাকে তার বইগুলিকে বাইরে রেখে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হয়, এই বলে যে, বইগুলো চুরি হতে পারে।

তিনি উত্তরে বলেছিলেন: যারা পড়তে পারে না, তারা বই চুরি করে না আর যারা বই পড়ে তারা চোর নয়।

19/02/2025

এসএসসি পরীক্ষা ২০২৫ শুরু ১০ এপ্রিল, রুটিন প্রকাশ। কমেন্ট চেক

08/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Learn English
27/08/2024

Learn English

Learn English with Kamal Academy
27/08/2024

Learn English with Kamal Academy

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamal Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamal Academy:

Share