Kamal Academy

Kamal Academy ❝KAMAL ACADEMY❞ — is an online learning platform. you can learn many educational, morality & motivational stories through this page. Thank You❤️

Kindly follow me & Subscribe to my YouTube Channels for more updates.

24/09/2025

SIMPLICITY & PURITY

☘️ Husband + Wife = Spouses.

☘️ Mother + Father = Parents.

☘️ Brother + Sister = Siblings.

☘️ Daughter + Son = Children.

☘️ Nephew + Niece = Niblings.

☘️ Aunt + Uncle = Piblings.

রাজনীতি পড়তে গেলে বা নিউজ শুনতে গেলে এই শব্দগুলো বারবার আসে, আপনি কয়টা জানতেন? 🧐"🍁 Cabinet Minister (ক্যাবিনেট মিনিস্টার...
24/09/2025

রাজনীতি পড়তে গেলে বা নিউজ শুনতে গেলে এই শব্দগুলো বারবার আসে, আপনি কয়টা জানতেন? 🧐"

🍁 Cabinet Minister (ক্যাবিনেট মিনিস্টার) – মন্ত্রিসভার সদস্য
🍁 State Minister (স্টেট মিনিস্টার) – প্রতিমন্ত্রী
🍁 Deputy Minister (ডেপুটি মিনিস্টার) – উপমন্ত্রী
🍁 Speaker (স্পিকার) – স্পিকার
🍁 Chief Whip (চিফ হুইপ) – প্রধান হুইপ
🍁 Session (সেশন) – অধিবেশন
🍁 Ordinance (অর্ডিন্যান্স) – অধ্যাদেশ
🍁 Bill (বিল) – বিল / প্রস্তাবিত আইন
🍁 Act (অ্যাক্ট) – আইন
🍁 Amendment (অ্যামেন্ডমেন্ট) – সংশোধনী
🍁 Article (আর্টিকল) – অনুচ্ছেদ
🍁 Section (সেকশন) – ধারা
🍁 Clause (ক্লজ) – উপধারা
🍁 Rule (রুল) – বিধি
🍁 Regulation (রেগুলেশন) – প্রবিধান
🍁 Law (ল' / ল) – আইন
🍁 Order (অর্ডার) – আদেশ
🍁 Decree (ডিক্রি) – ফরমান
🍁 Charter (চার্টার) – সনদ
🍁 Constitutionality (কনস্টিটিউশনালিটি) – সংবিধানসম্মততা
🍁 Impeachment (ইমপিচমেন্ট) – অভিশংসন
🍁 Immunity (ইমিউনিটি) – দায়মুক্তি
🍁 Privilege (প্রিভিলেজ) – বিশেষ অধিকার
🍁 Vote of Confidence (ভোট অফ কনফিডেন্স) – আস্থাভোট
🍁 Vote of No Confidence (ভোট অফ নো কনফিডেন্স) – অনাস্থাভোট
🍁 Interim Government (ইন্টারিম গভর্নমেন্ট) – অন্তর্বর্তীকালীন সরকার
🍁 Caretaker Government (কেয়ারটেকার গভর্নমেন্ট) – তত্ত্বাবধায়ক সরকার
🍁 Election Commission (ইলেকশন কমিশন) – নির্বাচন কমিশন
🍁 Chief Election Commissioner (চিফ ইলেকশন কমিশনার) – প্রধান নির্বাচন কমিশনার
🍁 Constitution Amendment (কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট) – সংবিধান সংশোধন
🍁 Judiciary Separation (জুডিশিয়ারি সেপারেশন) – বিচার বিভাগের স্বাধীনতা
🍁 Rule of Law (রুল অফ ল) – আইনের শাসন
🍁 Public Administration (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন) – সরকারি প্রশাসন
🍁 Local Government (লোকাল গভর্নমেন্ট) – স্থানীয় সরকার
🍁 Municipality (মিউনিসিপ্যালিটি) – পৌরসভা
🍁 City Corporation (সিটি কর্পোরেশন) – সিটি কর্পোরেশন
🍁 Union Council (ইউনিয়ন কাউন্সিল) – ইউনিয়ন পরিষদ
🍁 Chairman (চেয়ারম্যান) – চেয়ারম্যান
🍁 Mayor (মেয়র) – মেয়র
🍁 Councillor (কাউন্সিলর) – কাউন্সিলর
🍁 Election Manifesto (ইলেকশন ম্যানিফেস্টো) – নির্বাচনী ইশতেহার
🍁 Public Opinion (পাবলিক ওপিনিয়ন) – জনমত
🍁 Political Party (পলিটিক্যাল পার্টি) – রাজনৈতিক দল
🍁 Ruling Party (রুলিং পার্টি) – ক্ষমতাসীন দল
🍁 Opposition Party (অপোজিশন পার্টি) – বিরোধী দল
🍁 Alliance (অ্যালায়েন্স) – জোট
🍁 Movement Leader (মুভমেন্ট লিডার) – আন্দোলনের নেতা
🍁 Political Stability (পলিটিক্যাল স্ট্যাবিলিটি) – রাজনৈতিক স্থিতিশীলতা
🍁 Political Crisis (পলিটিক্যাল ক্রাইসিস) – রাজনৈতিক সঙ্কট এই লেখাগুলো ফেসবুকে পোষ্ট করে ভাইরাল করতে চাই কিভাবে করবো

#শব্দভান্ডার

👉 “আপনার মতে কোন শব্দটা সবচেয়ে কাজে লাগে?”
👉 “কোন শব্দটা প্রথমবার জানলেন?”

কমেন্ট করে জানান। ভালো লাগলে বা উপকারী পোষ্ট মনে করলে শেয়ার করে রাখুন টাইমলাইনে ধন্যবাদ।

 Follow me for more update and share it if you interested in english learning
15/09/2025

Follow me for more update and share it if you interested in english learning

13/09/2025

দলীয় আধিপত্যকে হারিয়ে জাকসুর ভিপি নির্বাচিত হলেন জুলাইয়ের সমন্বয়ক স্বতন্ত্র প্রার্থী জিতু।

13/09/2025

শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন ছুটি থাকবে

13/09/2025

🔤 ইংরেজি শেখার সহজ পদ্ধতি (Easy Methods to Learn English)

১. 📚 প্রতিদিন ৫টি নতুন শব্দ শিখো
নতুন শব্দ লিখে রাখো খাতায় বা মোবাইলে।
প্রতিটা শব্দ দিয়ে ১টি করে বাক্য বানাও।
উদাহরণ:
Word: Important
Sentence: This is an important book.

২. 🗣️ প্রতিদিন ইংরেজিতে ৫টি বাক্য বলার অভ্যাস করো
প্রতিদিন যা করো, সেটা ইংরেজিতে বলার চেষ্টা করো।
যেমন:
I am brushing my teeth.
I am going to school.
I like tea.

৩. 🎧 ইংরেজি গান / ভিডিও / কার্টুন দেখো (English Input Method)
Beginner-friendly YouTube Channels:
Speak English With Mr. Duncan
BBC Learning English
English Addict
কার্টুন: Dora the Explorer, Peppa Pig (সহজ ভাষা ও উচ্চারণ)

৪. 📖 বাংলা-ইংরেজি অনুবাদে অভ্যাস গড়ে তোলো
নিজের দৈনন্দিন কথাগুলো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করো।
যেমন:
আজ আমি স্কুলে যাচ্ছি → Today I am going to school.

৫. 📱 অ্যাপ ব্যবহার করো (খুবই কার্যকর)
Duolingo (খেলতে খেলতে শেখা)
Hello English (বাংলা ভাষাভিত্তিক)
Cake App (ছোট ভিডিওর মাধ্যমে শেখা)

৬. 🧑‍🤝‍🧑 বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলার চর্চা করো
কথা বলার সময় ভুল হলেও লজ্জা পেও না।
দু’জন মিলে প্রতিদিন ৫ মিনিট ইংরেজিতে কথা বলো।

৭. 📝 ছোট ছোট রচনা বা ডায়েরি লেখো
যেমন:
My Family
My School
My Favourite Food
নিজের চিন্তা ইংরেজিতে লেখার চেষ্টা করো।

৮. 🔁 পুনরাবৃত্তি ও ধৈর্য রাখো
একদিনে পারফেক্ট হওয়া যাবে না।
প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও।

🔑 মনের কথা:
“ভুল করলে ভয় নেই, ভুল থেকেই শেখা হয়।”
“Practice makes a person perfect.”

13/09/2025

আপনি কি জানেন? 👉
বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে না, শুধু সঠিক দিকনির্দেশনার অভাবে!

📚 Kamal Academy সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে।
আমরা বিশ্বাস করি – শিক্ষা মানেই শুধু বই নয়, শিক্ষা মানেই জীবন গড়ার হাতিয়ার।

✅ আমাদের বিশেষত্ব:

🔥 টপিক ভিত্তিক শর্ট ভিডিও ও লাইভ ক্লাস
🔥 পরীক্ষায় কমন পড়ার জন্য স্মার্ট টিপস
🔥 মোটিভেশন + ক্যারিয়ার গাইডলাইন
🔥 অনলাইন + অফলাইন সাপোর্ট

💡 কেন Kamal Academy ফলো করবেন?

প্রতিদিন পাবেন স্টাডি হ্যাকস 📝

পাবেন মোটিভেশনাল কন্টেন্ট 💪

থাকছে ফ্রি টিপস ও নোটস 📖

আর সবচেয়ে বড় কথা 👉 আপনার সাফল্যই আমাদের সাফল্য! 🌟

👉 আজই Follow করুন Kamal Academy পেজে
👉 শেয়ার করুন বন্ধুদের সাথে, যেন সবাই লাভবান হয়

💬 কমেন্টে লিখুন – “আমি রেডি ফর সাকসেস” 🔥

আবূ সাঈদ খুদরী রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَ...
17/07/2025

আবূ সাঈদ খুদরী রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلاَّ الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الأَذَى وَرَدُّ السَّلاَمِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْىٌ ، عَنِ الْمُنْكَرِ.

তোমরা রাস্তার উপর বসা ছেড়ে দাও। লোকজন বলল, এ ছাড়া আমাদের কোন উপায় নেই। কেননা, এটাই আমাদের উঠা-বসার জায়গা এবং এখানেই আমরা কথাবার্তা বলে থাকি। তিনি বললেন, যদি তোমাদের সেখানে বসতেই হয়, তবে রাস্তার হক আদায় করবে। তারা বলল, রাস্তার হক কী? তিনি বললেন, দৃষ্টি অবনমিত রাখা, (কাউকে) কষ্ট দেয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎকাজের আদেশ দেওয়া এবং অসৎকাজে নিষেধ করা।

সহীহ বুখারী, হাদীস ২৪৬৫ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ২৩০৩(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

17/07/2025

আয়িশা রাদিআল্লাহু তাআ'লা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

الرَّحِمُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ تَقُولُ مَنْ وَصَلَنِى وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَنِى قَطَعَهُ اللَّهُ

রিহম অর্থাৎ আত্মীয়তার সম্বন্ধ আল্লাহর ‘আরশের সাথে ঝুলন্ত রয়েছে। সে বলে, যে ব্যক্তি আমার সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন। আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন।

সহীহ মুসলিম, হাদীস ২৫৫৫ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬২৮৮(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

সারাংশ:
অর্থাৎ যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রক্ষা করেন, তাকে ভালবাসেন। আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তায়ালাও তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। তাকে তিনি অপছন্দ করেন।

17/07/2025

🎙️
আপনি কি ইংরেজি শেখার জন্য ভালো অ্যাপ খুঁজছেন?
তাহলে এই ৩টি অ্যাপ আপনার জন্য সেরা!

১. Duolingo – গেমের মতো মজা করে শেখার জন্য
২. BBC Learning English – ব্রিটিশ উচ্চারণ ও গ্রামারের জন্য
৩. Cake App – রিয়েল ভিডিও দিয়ে Speaking শেখার জন্য
এই অ্যাপগুলো একেবারে ফ্রি!
এখন থেকেই ইংরেজি শেখা শুরু করুন – Kamal Academy-র সাথে!
🎓 Follo us on Kamal Academy
#ইংরেজি_শেখা

14/07/2025

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamal Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamal Academy:

Share