Rj Akash Khan

Rj Akash Khan _ই-উদ্যোক্তা_
ᴅɪɢɪᴛᴀʟ ᴍᴀʀᴋᴇᴛɪɴɢ ᴇxᴘᴇʀᴛ
Presenter
Journalist

দুজনেরই গুলশানে বাড়ি । সামনে আছে গাড়ি।
03/05/2025

দুজনেরই গুলশানে বাড়ি । সামনে আছে গাড়ি।

02/05/2025

ইন্ডিয়া কি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র? আমার মনে হয় না। আপনার মতামত কি? বাংলাদেশের কাঁটাতারের ওপারে যেখানে গ্যাস উত্তোলন করা হচ্ছে সেখানে বাংলাদেশের সীমানায় কোনো এক কারনে কুপ খনন করেও গ্যাস উত্তোলন করা হয়নি। হয়তো বন্ধু রাষ্ট্রের খুশির জন্য বলা হয়েছে গ্যাসের মজুদ নাই। তবে ৫ আগস্টের পর বদলেছে দেশ বদলে গেছে সিদ্ধান্ত। তাই আরেকবার জরিপ করে দেখা যায়না এই কুপে গ্যাস আছে কিনা? সবার আগে প্রিয় বাংলাদেশ।।
#গ্যাস

01/05/2025

কুল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ বা শুধু কুল্লাপাথর বা কোল্লাপাথর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের একটি সমাধিস্থল। একটি ছোট টিলার উপরে এই সমাধিস্থল অবস্থিত। কসবা বাংলাদেশের একটি সীমান্তবর্তী উপজেলা যা মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের আওতায় ছিল এবং এর পাশের ভারতের আগরতলা, যেখানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। প্রশিক্ষণ ক্যাম্প থাকার কারণে এ অঞ্চলটি পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম লক্ষে পরিণত হয়েছিল ফলে অন্যান্য অঞ্চলের চেয়ে এ এলাকায় বেশি যুদ্ধ সংগঠিত হয় এবং বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা শাহাদাতবরণ করেন। এখানে দুজন বীরবিক্রম, একজন বীরউত্তম, দুজন বীরপ্রতীক সহ শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধি রয়েছে। এখানকার প্রতিটি কবরের উপরেই লেখা রয়েছে মুক্তিযোদ্ধার নাম এবং ঠিকানা। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা আবদুল করিম এবং তার আত্নীয়রা মিলে তার পৈতৃক ভিটায় মুক্তিযোদ্ধাদের লাশ সংগ্রহ করে দাফন করেন।১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা প্রশাসক ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সহযোগীতায় এ স্থানটি সংরক্ষণ করা হয়। এছাড়াও রেস্ট হাউস, তোরণ এবং পুকুরের পাঁকা ঘাট নির্মাণ করা হয়।
#কোল্লাপাথর

30/04/2025

আছি বিশ্বের সবচেয়ে বৃহত্তম ও জনবহুল গ্রামে। এ গ্রামে ১৫ টি ইউনিয়ন রয়েছে, নাম বানিয়াচং। বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।

হতাশ হবেননা, হয়তো আজ আপনি ব্যর্থ, কিন্তু কাল ঠিকই আপনার  সাফল্য আসবে ইনশাআল্লাহ। তাই কখনোই হতাশ হবেননা।
30/04/2025

হতাশ হবেননা, হয়তো আজ আপনি ব্যর্থ, কিন্তু কাল ঠিকই আপনার সাফল্য আসবে ইনশাআল্লাহ। তাই কখনোই হতাশ হবেননা।

27/04/2025

পাকিস্তানী পোশাক বাংলাদেশে? ভারত আউট পাকিস্তান ইন

আপনি যাই করেননা কেন, তা যদি মন থেকে ভালোবেসে খুশিমনে করতে পারেন, তবে সাফল্য আসবেই ইনশাআল্লাহ।।
27/04/2025

আপনি যাই করেননা কেন, তা যদি মন থেকে ভালোবেসে খুশিমনে করতে পারেন, তবে সাফল্য আসবেই ইনশাআল্লাহ।।

17/06/2024

অনুষ্ঠানটি দেখে হাসতে হাসতে স্ট্রোক করলে কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী নয়।

10/07/2023

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের সামনে দোকান দিলাম।। আশেপাশে কেউ থাকলে চলে আসেন।।

28/06/2023

পুরো অনুষ্ঠান এই ঈদে দেখতে পাবেন আমাদের পেইজে।।

26/06/2023

কখন বুঝবেন আপনি আম জনতা ?

14/06/2023

বাবারাতো ভালোবাসি
কন না মুখে
বাবারোতো কষ্টকে
লুকান বুকে। আসছে নতুন কিছু।

Address

Narayanganj
Narayanganj
1410

Alerts

Be the first to know and let us send you an email when Rj Akash Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rj Akash Khan:

Share