
24/09/2025
Meta Andromeda কি এই নতুন আপডেট ??
Meta Andromeda কি এই নতুন আপডেট ??
গত কয়েক মাস ধরে অনেক মার্কেটারই নোটিস করছিলেন ট্র্যাডিশনাল অডিয়েন্স টার্গেটিং আর আগের মতো কাজ করছে না। CPM বাড়ছে, রিচ কমছে। আগের মতো ভালো রেজাল্ট আসছে না। আসলে সমস্যাটা কী হচ্ছে?
Meta চুপচাপ রোল আউট করেছে Andromeda AI system। এটা তাদের বিজ্ঞাপন অ্যালগোরিদমের একটা মৌলিক পরিবর্তন।
সবচেয়ে বড় শক হল এই সিস্টেম narrow targeting পছন্দ করে না!
এতদিন আমরা ভাবতাম:
২৫-৩৫ বয়স + ঢাকা + প্রোডাক্ট অনুযায়ী টার্গেটিং = পারফেক্ট টার্গেটিং । কিন্তু Andromeda বলছে ভিন্ন কথা।
এখন যেটা হচ্ছে:
✗ একটা ad copy → সবার জন্য
✓ একটা প্রোডাক্ট → ৫-৭টা ভিন্ন messaging
ধরেন আপনি স্কিনকেয়ার প্রোডাক্ট সেল করেন। আগে একটাই ad করতেন যেমন গ্লোয়িং স্কিন চান? আমাদের ক্রিম ট্রাই করুন।
এখন Andromeda চায়:
* ছাত্রীদের জন্য: এক্সাম স্ট্রেসে স্কিন খারাপ? ২ সপ্তাহে পার্থক্য দেখুন ।
- চাকরিজীবীদের জন্য: অফিসের AC-তে স্কিন ড্রাই? রাতেই ফিরে পাবেন উজ্জ্বলতা ।
- নতুন মায়েদের জন্য: বাচ্চার হওয়ার পর স্কিনে দাগ? নিরাপদ ইনগ্রেডিয়েন্ট দিয়ে কেয়ার নিন ।
কেন এই পরিবর্তন?
Meta-র ডেটা বলছে, broad audience কিন্তু diverse content দিলে AI অনেক ভালো শেখে। ফলে সঠিক মানুষের কাছে সঠিক message পৌঁছায়।
যারা এই গেইম বুঝে গেছেন, তারা ইতোমধ্যে ভালো রেজাল্ট পাচ্ছেন। আর যারা পুরনো নিয়মে আটকে আছেন, তাদের cost শুধু বাড়ছেই।
সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এই সিস্টেম আসলে ছোট বিজনেসের জন্যও সুযোগ তৈরি করেছে। বড় বাজেট না থাকলেও যদি creative content বানাতে পারেন, তাহলে বড়দের সাথে পারবেন। তবে হ্যাঁ, workload বেড়েছে। একটা ad campaign এর জন্য এখন ৫-৬টা creative variation লাগে। কিন্তু যারা এই extra effort দিতে পারছেন, তাদের ROI অনেক ভালো আসছে।
আমার পার্সোনাল অবজার্ভেশন: যেসব ক্লায়েন্ট storytelling approach নিয়েছেন এবং একেক সেগমেন্টের জন্য একেক angle ট্রাই করেছেন, তাদের result অনেক ভালো।
Content is the new targeting এই কথাটা এখন literal truth হয়ে গেছে।
আপনারা কি এই পরিবর্তন নোটিস করেছেন?