21/08/2025
                                            প্রিয় পৃথিবী,
আমি খুব ক্লান্ত।
এই শরীর এখন ভার মনে হয়,
শ্বাস নেওয়াটাও যেন এক যুদ্ধ।
তবুও তোমার আকাশের নীলে তাকিয়ে
ভেতরে একটা অদ্ভুত শান্তি পাই।
তুমি কত বিশাল, কত সুন্দর—
নদীর স্রোত, বাতাসের গান, পাখির ডানা—
সবকিছু আমায় মনে করিয়ে দেয়
জীবন এখনো কতটা বাকি।
কিন্তু জানো পৃথিবী,
অসুস্থ হলে মানুষ সত্যিই বোঝে—
একা থাকার মানে কী,
অন্যের হাসি-আনন্দ থেকে
নিজেকে আলাদা করে রাখা কতটা কঠিন।
আমি চাই, তুমি আমাকে শক্তি দাও,
যাতে ব্যথার মধ্যেও আলো খুঁজে নিতে পারি।
আমি চাই, তুমি আমার কথা রাখো
পাখিদের গান, ফুলের গন্ধ,
সকালের শিশিরের ভেতর।
হয়তো একদিন আমি আর থাকব না,
কিন্তু তখনও চাই
আমার নিঃশব্দ প্রার্থনা মিশে থাকুক তোমার বুকে,
যাতে অন্য কোনো ক্লান্ত মানুষ
তোমার কোলে এসে
আবার বাঁচার আশা খুঁজে পায়।
দীর্ঘশ্বাস 🌿
অসুস্থতার সমার্থক শব্দ ই একাকিত্বতা 😄
 ゚    #মেঘর্ণব                                        
 
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  