মেঘর্ণব

মেঘর্ণব Poetry is Language at its most Distilled and most Powerful.

21/08/2025

প্রিয় পৃথিবী,

আমি খুব ক্লান্ত।
এই শরীর এখন ভার মনে হয়,
শ্বাস নেওয়াটাও যেন এক যুদ্ধ।
তবুও তোমার আকাশের নীলে তাকিয়ে
ভেতরে একটা অদ্ভুত শান্তি পাই।

তুমি কত বিশাল, কত সুন্দর—
নদীর স্রোত, বাতাসের গান, পাখির ডানা—
সবকিছু আমায় মনে করিয়ে দেয়
জীবন এখনো কতটা বাকি।

কিন্তু জানো পৃথিবী,
অসুস্থ হলে মানুষ সত্যিই বোঝে—
একা থাকার মানে কী,
অন্যের হাসি-আনন্দ থেকে
নিজেকে আলাদা করে রাখা কতটা কঠিন।

আমি চাই, তুমি আমাকে শক্তি দাও,
যাতে ব্যথার মধ্যেও আলো খুঁজে নিতে পারি।
আমি চাই, তুমি আমার কথা রাখো
পাখিদের গান, ফুলের গন্ধ,
সকালের শিশিরের ভেতর।

হয়তো একদিন আমি আর থাকব না,
কিন্তু তখনও চাই
আমার নিঃশব্দ প্রার্থনা মিশে থাকুক তোমার বুকে,
যাতে অন্য কোনো ক্লান্ত মানুষ
তোমার কোলে এসে
আবার বাঁচার আশা খুঁজে পায়।

দীর্ঘশ্বাস 🌿

অসুস্থতার সমার্থক শব্দ ই একাকিত্বতা 😄

゚ #মেঘর্ণব

06/08/2025

Hum to aapke ki hain janab,
Dil diya hai karke bina kisi hisaab.
Na chaahiye badle mein kuch,
Bas aap ka saath ho har dafa
Yehi mera khwaab..
Meri din ki suraj me aap ka saya
Raat ke chand mein bhi aapka noor hai,
Mere khayalon mein sirf aapka dastoor hai.
Mohabbat sirf haa mohabbat
lafz nahi ek gehri ehsaas hai,
Jo sirf aap se har dafa
aur har baar khaas hai.
Aur aapke ki akhonme doob jau
Us nehwr ka noor me faana ho jau
Yehi is mashuq ki apse
dil se
Darkhast hai

🩷

Darkhast 🪶

゚ #মেঘর্ণব

01/08/2025

সকাল গেলো দুপর বিদায় নিলো
বিকেল যাবে যাবে চলে
এখন খুব বেশি তোমাকে মনে পড়ছে
হাওয়ার মত নিঃশব্দে হৃদয়ে ঝড় উঠছে
আকাশের কোল ঘেঁষে মেঘেরা নিরন্তর
কেমন আছো তুমি
জানতে চাওয়া আমার ব্যকুল মন,,,

দীর্ঘশ্বাস
゚ #মেঘর্ণব

01/08/2025

অদেখা

শ্রাবণের মেঘে ঝড়ে পড়া বর্ষার মত,
আমার বুকেও ঝড়ে পড়ে কান্না।
আকাশ জানে, বাতাস বোঝে,
তবু… কখনো দেখাবো না।

যতবার থেমেছি কথার মাঝপথে,
সেটা ছিল না ভাষার অভাব—
ছিল এক জমে থাকা সমুদ্র,
যার ঢেউ ভেঙে পড়ে নিরবে,
অভিমানে… একলা।

তুমি যদি কখনো চোখে চোখ রাখো,
দেখবে না কিছু—
আমি শিখে নিয়েছি
কীভাবে ভাঙা মনও
নির্বিকার মুখে হাসতে জানে।

কষ্ট জমে, জল হয় না।
কান্না আসে, ধ্বনি হয় না।
আর তুমি ভাবো—
আমি বুঝি কিছুই অনুভব করি না?

না, আমি কাঁদি।
প্রতিদিন।
শুধু… কখনো দেখাবো না।

সি/ ই ✍️

゚ #মেঘর্ণব

31/07/2025

নীরবতার দেয়াল

রিমি ছোটবেলা থেকেই খুব চুপচাপ মেয়ে ছিল। তবে তার ভেতরটা ছিল একরাশ কথায় ভরা—অভিমান, কষ্ট, স্বপ্ন, ভালোবাসা আর ভয়। সে ভাবত, যাদের আমরা আপন বলে জানি, তাদের সঙ্গে কষ্টের কথা ভাগ করে নেওয়াটাই স্বাভাবিক।

কিন্তু বাস্তবতা তাকে বারবার ভুল প্রমাণ করেছে।

প্রথমবার সে তার বান্ধবীকে বলেছিল, “মা আমাকে বুঝতে চায় না।” সেই বান্ধবী কদিন পর হাসতে হাসতে বলেছিল, “তুমি তো বেশি সেনসিটিভ!”

দ্বিতীয়বার সে তার প্রেমিককে বলেছিল, “কখনো কখনো মনে হয় আমি একা।” প্রেমিক বলেছিল, “তুমি সব সময় অভিযোগ করো!”

তৃতীয়বার এক আত্মীয়ের কাছে সে ভরসা করে বলেছিল, “আমি খুব ক্লান্ত, মাঝে মাঝে বাঁচতেও ইচ্ছে করে না।” আত্মীয় বলেছিল, “এই বয়সে এত ডিপ্রেশন কই পাইছো?”

সেদিনের পর রিমি একটা অদৃশ্য দেওয়াল তুলে দিলো নিজের চারপাশে। কেউ আর তার চোখে কান্না দেখলো না, মুখে কষ্ট শুনলো না। সে হাসতো—একটা নিখুঁত মুখোশ পরে।

বাইরে থেকে রিমিকে কেউ দেখলে বলত, "কি প্রাণবন্ত মেয়ে!"
কিন্তু ভেতরে? প্রতিদিন একটুকরো করে সে নিজেকে মুছে ফেলছিলো।

একদিন, নিজের ডায়েরির পাতায় সে লিখে রাখলো—

> "আমি আর কখনো কাউকে বলবো না আমার দুঃখের কথা,
করবো না কারো কাছে আর দুঃখের ভাব-প্রকাশ।
দুঃখ আমার, তেমনই থাকুক—নীরবতায় জমে থাকা বরফের মতো।"

সেই রাতে সে প্রথমবার ডায়েরির পাশে একটা মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়েছিলো। আর সেই আলোয় তার চোখে একটা শান্তির ছায়া দেখা গিয়েছিলো—একটি স্বাধীন আত্মার ছায়া, যাকে কষ্টে নাড়িয়ে দিলেও আর ভাঙা যায় না।

সি / ই ✍️

゚ #মেঘর্ণব

Hiding from the EarthI fold myself into the dusk,Where no sunlight dares to seek—A shadow drifting through the hush,Of s...
31/07/2025

Hiding from the Earth

I fold myself into the dusk,
Where no sunlight dares to seek—
A shadow drifting through the hush,
Of silence vast and meek.

I wear the cloak of whispered rain,
And wrap in winds that moan,
Escaping all the noise and names,
To be a thought unknown.

The trees don't ask me who I am,
The stars don’t wish me well,
I vanish where the roots go deep,
And secrets choose to dwell.

No concrete cage, no mirror's lie,
No crowd to smile and serve—
I walk beneath the world unseen,
On paths the brave would swerve.

Let others chase the throne of fire,
The crowns, the fleeting mirth—
But I shall find my peace in dark,
While hiding from the earth.
゚ #মেঘর্ণব

30/07/2025

নিঃসঙ্গতার রাজপত্র
- একটি বিষাদ গ্রস্থ আত্মার ভাষ্য

শূন্যতা আমায় গিলে খায়...
— প্রতিটি নিঃশ্বাসে!
জীবন যেন... দগ্ধ এক যন্ত্রণার উপহাসে।

পৃথিবীর রাজপ্রাসাদ...
— করে তিরস্কার,
আমার অস্তিত্বে নেই কোনো... অধিকার।

দেয়ালের দেশে এসেছে নিমন্ত্রণ,
নীরবতা শুধু দেয়...
অদ্ভুত... একা একা... স্পন্দন।

হে উদাত্ত পৃথিবী... হে অনন্ত কাল...
কেন দিলে তুমি
এমন... নিষ্ঠুর জাল?

বিষাদের কাঁটায় রক্তাক্ত বুকে...
চুপিচুপি বাজে এক... নীরব সুখে।
যন্ত্রণা... তোমার ছিল একমাত্র দান,
অবজ্ঞা-অবহেলা —
তুমিই... সেই প্রাণ।

পুরস্কার পেয়েছি নিঃসঙ্গতা...
আর ঘুমহীন রাত,
হাসিমুখে সাজিয়েছো তুমি...
নিঃশেষের পাত।

তবু বলি — আমি থামি না...
যতই করো ঘাত,
আমি এক বিস্মৃত হৃদয়...
বেঁচে থাকা... আমার প্রতিবাদ।

সি / ই

দীর্ঘশ্বাস 🌿

゚ #মেঘর্ণব

26/06/2025

অতন্দ্রিলা,
ঘুমোওনি জানি
তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে
বলি, শোনো,
সৌরতারা-ছাওয়া এই বিছানায়—
সূক্ষ্মজাল রাত্রির মশারি—
কত দীর্ঘ দু'জনার গেলো সারাদিন,
আলাদা নিশ্বাসে—
এতক্ষণে ছায়া-ছায়া পাশে ছুঁই
কী আশ্চর্য দু'জনে দু'জনা—
অতন্দ্রিলা,
হঠাৎ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্না
দেখি তুমি নেই!

*রাত্রি —

দীর্ঘশ্বাস

#মেঘর্ণব

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেঘর্ণব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share