Md Al Amin Prodhan

Md Al Amin Prodhan Ìf yOu ReSpEct Me
Î WiLl ReSpEct yOu
ÏF yOU DiSreSpEct mE
Í wILl FuCk yOU No Need To Show Me Attitude.

27/09/2025

#হতে পারে আল্লাহ তায়ালা আপনার
জন্য এক বিশাল সমুদ্র লিখে রেখেছেন,
আর আপনি এক ফোটার জন্য
কাঁদছেন!

#আপনার #আর #এক

 #সময় নিয়ে পড়ুন,জীবন চলার পথে কাজে লাগবে।টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।বর্তমান পরিস্থিতি ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা ম...
27/09/2025

#সময় নিয়ে পড়ুন,
জীবন চলার পথে কাজে লাগবে।
টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।

বর্তমান পরিস্থিতি ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা মাত্র।
অনেকেরই ভালো লাগতে নাও পারে,

মুখ বন্ধ 🫢 রাখাই বুদ্ধিমানের কাজ

নতুন বাড়ি কিনছেন?
মুখ বন্ধ রাখুন🫢
নতুন গাড়ি নিচ্ছেন?
মুখ বন্ধ রাখুন🫢
ব্যবসা শুরু করছেন?
মুখ বন্ধ রাখুন🫢
নতুন কোর্স করছেন?
মুখ বন্ধ রাখুন🫢
নতুন কিছু করার চিন্তা করছেন?
মুখ বন্ধ রাখুন🫢
অথবা ছুটিতে যাচ্ছেন?
মুখ বন্ধ রাখুন🫢

মনে হয়, এই সুখবরগুলো প্রিয়জন কিংবা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিলে আনন্দ বাড়বে দ্বিগুণ।
কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে—অতিরিক্ত তাড়াহুড়ো করে মুখ খোলা অনেক সময় হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল।

স্বপ্ন আসলে বীজের মতো।
বীজকে মাটিতে ফেলার পর সেটাকে বেড়ে উঠতে দেয়া লাগে নীরবে—যত্নে, সুরক্ষায়।
অথচ যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে যাই, তখন সেই বীজ শেকড় গজানোর আগেই শুকিয়ে যায়।

✅ কেন মুখ বন্ধ রাখা জরুরি?

✔️হিংসা ও ঈর্ষা: সবাই সত্যিই আপনার মঙ্গল চায় না। অনেকে চায় আপনি ভালো থাকুন,
তবে তাদের চেয়ে কখনোই ভালো না।

✔️পরিবারেও প্রতিযোগিতা: মনে হয় পরিবার সবচেয়ে নিরাপদ, কিন্তু ভেতরেও সূক্ষ্ম হিংসা বা তুলনা থাকতে পারে।

✔️বদনজর বাস্তবতা: ধর্মীয় বিশ্বাস, অভিজ্ঞতা—সবই বলে নেতিবাচক দৃষ্টি বা এনার্জি সত্যিই প্রভাব ফেলতে পারে।

🛐 নীরবতার শক্তি

চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়।
নীরবতা আসলে প্রস্তুতি।
কৃষক যেমন প্রতিদিন বাজারে গিয়ে ঘোষণা করে না,
বরং বীজকে বড় হতে দেয়,
তেমনি জ্ঞানী মানুষও স্বপ্নকে গোপনে লালন করে।

💠আপনার ভাগ্যে যা আছে, সৃষ্টিকর্তাই লিখেছেন।
তা কেউ মুছে দিতে পারবে না।
তবে অযথা বেশি মুখ খোলার কারণে নিজের পথেই বাধা তৈরি করে ফেলতে পারেন।

Ⓜ️ মনে রাখবেন

স্বপ্নকে আগেভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা।

সাফল্যের সময় নিজেই প্রমাণ হয়ে দাঁড়াবে—তখন আর কাউকে বোঝানোর দরকার হবে না।

আনন্দ নীরবে উপভোগ করুন, সময় হলে পৃথিবী নিজেই জানবে আপনি কী অর্জন করেছেন।

---

👉 সংক্ষেপে: মুখ বন্ধ রাখা কোনো দুর্বলতা নয়, বরং সাফল্যের সবচেয়ে বড় কৌশল।





#বাস্তবতা

゚viralシfypシ゚viralシalシ

19/07/2025

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Md Al Amin Prodhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Al Amin Prodhan:

Share