Azan Aurf Siam

Azan Aurf Siam -hello.

-Wlc to my page.

-I'm Azan Aurf Siam .

-I'm professional Digital marketer .

-If I help with you?

আমি জানি, কোথা থেকে উঠেছি — তাই জানি, কোথায় যেতে চাইমানুষের মুখে আমার শুরু ছিল ব্যর্থতা,কিন্তু আমার চোখে ছিল সম্ভাবনা।তা...
30/06/2025

আমি জানি, কোথা থেকে উঠেছি — তাই জানি, কোথায় যেতে চাই
মানুষের মুখে আমার শুরু ছিল ব্যর্থতা,
কিন্তু আমার চোখে ছিল সম্ভাবনা।
তাই কে কী বলল, তাতে কিছু যায় আসে না।
আমি জানি, আমি কোথায় পৌঁছাতে চাই।

স্বপ্ন তো সেটা, যার পূর্ণতার নেশা তোমাকে ঘুমাতে দেয় না।একদিন আমিও আমার সেই স্বপ্নগুলোকে পূর্ণতা দিতে পারবো, ইনশা-আল্লাহ।
29/06/2025

স্বপ্ন তো সেটা, যার পূর্ণতার নেশা তোমাকে ঘুমাতে দেয় না।
একদিন আমিও আমার সেই স্বপ্নগুলোকে পূর্ণতা দিতে পারবো, ইনশা-আল্লাহ।

🌟 সময়টা কঠিন, কিন্তু শিখে এগিয়ে যাওয়ার এটাই সেরা সময়! 🌱বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শুধু সার্টিফিকেট নয়, স্কিল-ই সবচেয়ে...
09/06/2025

🌟 সময়টা কঠিন, কিন্তু শিখে এগিয়ে যাওয়ার এটাই সেরা সময়! 🌱

বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শুধু সার্টিফিকেট নয়, স্কিল-ই সবচেয়ে বড় শক্তি 💪
ক্যারিয়ার হোক চাকরির বা ফ্রিল্যান্সিংয়ের—প্রতিযোগিতা বেড়েই চলেছে। তাই এখনই সময় নিজেকে তৈরি করার, নতুন কিছু শেখার।

🎯 কী ধরনের স্কিল ডেভেলপ করবেন?

✅ ডিজিটাল মার্কেটিং 📊

✅ গ্রাফিক ডিজাইন 🎨

✅ কনটেন্ট রাইটিং ✍️

✅ ভিডিও এডিটিং 🎬

✅ কিংবা সফট স্কিলস যেমন: কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট ⏰

👉 শুরুটা হতে পারে ইউটিউব বা ফ্রি কোর্স দিয়েই!
🧠 প্রতিদিন ১ ঘণ্টা শেখা আপনাকে ১ বছরের ব্যবধানে অনেক এগিয়ে রাখবে!

💬 তুমি আজ যেটা শিখবে, সেটা তোমার ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে।
চলো, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলি 💫
🚀

📘 শিক্ষার সঙ্গে ডিজিটাল মার্কেটিং – আগামীর পথ!🎓 শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব দক্ষতাও গড়ুন!💼 ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্য...
01/06/2025

📘 শিক্ষার সঙ্গে ডিজিটাল মার্কেটিং – আগামীর পথ!

🎓 শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব দক্ষতাও গড়ুন!
💼 ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে গড়ে তুলুন ক্যারিয়ার ও ফ্রিল্যান্সিং এর নতুন সম্ভাবনা।

🌐 চাকরি হোক বা ব্যবসা – ডিজিটাল মার্কেটিং সবার জন্য প্রয়োজনীয়!
📈 আজই শুরু করুন ডিজিটাল স্কিল শেখা – সময়ের চাহিদা মেটান নিজের গুণে!

🔗 শিখুন, গড়ুন, সফল হোন!

🖌️ ডিজাইন আইডিয়া:

ব্যাকগ্রাউন্ডে আধা স্বচ্ছ একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছবি।

একপাশে একজন ছাত্র বই পড়ছে, আর অন্যপাশে ল্যাপটপে ডিজিটাল মার্কেটিং করছে।

✅ আনা, গন্ডা, কড়া, তিল বা  খতিয়ানের হিস্যা সম্পর্কে জানুন খুব সহজে :: আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল এর ব্যবহার:-বাংলাদ...
27/05/2025

✅ আনা, গন্ডা, কড়া, তিল বা খতিয়ানের হিস্যা সম্পর্কে জানুন খুব সহজে :: আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল এর ব্যবহার:-
বাংলাদেশ আমলের পূর্বের সময়ে প্রস্তুতকৃত খতিয়ানসমূহ যথা- সি,এস ও এস, এ খতিয়ানে একাধিক ভূমি মালিকের নাম থাকলে খতিয়ানে মোট জমিতে কোন মালিকের কতটুকু হিস্যা বা অংশ আছে তা আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল চিহ্ন দ্বারা প্রকাশ করা হতো।

বাংলাদেশ সময়ে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল এর পরিবর্তে খতিয়ানের মোট জমিতে কার কত অংশ জমি আছে তা বুঝাতে সংখ্যা ব্যবহার করা হয়েছে, যেমন- ১.০০, ১.০০০, ১.০০০০ ইত্যাদি। সি,এস খতিয়ানে “অত্র স্বত্বের বিবরণ ও দখলকার” ঘরে ব্যক্তির নাম এবং নামের ডানদিকে “অংশ” ঘরে ব্যক্তির মালিকানাধীন মোট জমির পরিমাণ আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল চিহ্ন দ্বারা লেখা থাকে। তাই খতিয়ানে কোন ব্যক্তি কতটুকু সম্পত্তির মালিক তা বের করতে এই চিহ্নসমূহ জানা প্রয়োজন।

✅ খতিয়ানের মোট জমিকে ১৬ আনা ধরা হয়। আনার চিহ্ন নিম্নরূপ-
⁄ = ১ আনা
৵ = ২ আনা
৶ = ৩ আনা
৷ = ৪ আনা
৷⁄ = ৫ আনা
৷৵ = ৬ আনা
৷৶ = ৭ আনা
৷৷ = ৮ আনা
৷৷⁄ = ৯ আনা
৷৷৵ = ১০ আনা
৷৷৶ = ১১ আনা
৸ = ১২ আনা
৸ ⁄ = ১৩ আনা
৸৵ = ১৪ আনা
৸৶ = ১৫ আনা
১্= ১৬ আনা।

✅ গণ্ডাকে ১, ২, ৩, ৪…. এভাবে প্রকাশ করা হয়।
১ = ১ গণ্ডা
২ = ২ গণ্ডা
৩ = ৩ গণ্ডা
৪ = ৪ গণ্ডা
৫ = ৫ গণ্ডা
৬ = ৬ গণ্ডা
৭ = ৭ গণ্ডা
৮ = ৮ গণ্ডা
৯ = ৯ গণ্ডা
১০ = ১০ গণ্ডা
১১ = ১১ গণ্ডা
১২ = ১২ গণ্ডা
১৩ = ১৩ গণ্ডা
১৪ = ১৪ গণ্ডা
১৫ = ১৫ গণ্ডা
১৬ = ১৬ গণ্ডা
১৭ = ১৭ গণ্ডা
১৮ = ১৮ গণ্ডা
১৯ = ১৯ গণ্ডা
*২০ গন্ডায় ১ আনা।

✅ কড়ার চিহ্ন নিম্নরূপ:
৷ = ১ কড়া
৷৷ = ২ কড়া
৸ = ৩ কড়া
*৪ কড়ায় ১ গন্ডা।
--ক্রান্তির চিহ্ন নিম্নরূপ:
৴ = ১ ক্রান্তি
৴৴ = ২ ক্রান্তি
*৩ ক্রান্তিতে ১ কড়া।

✅ -তিলের আলাদা কোন চিহ্ন নাই। তিলকে ১, ২, ৩, ৪…. এভাবে প্রকাশ করা হয়।
১ = ১ তিল
২ = ২ তিল
৩ = ৩ তিল
৪ = ৪ তিল
৫ = ৫ তিল
৬ = ৬ তিল
৭ = ৭ তিল
৮ = ৮ তিল
৯ = ৯ তিল
১০ = ১০ তিল
১১ = ১১ তিল
১২ = ১২ তিল
১৩ = ১৩ তিল
১৪ = ১৪ তিল
১৫ = ১৫ তিল
১৬ = ১৬ তিল
১৭ = ১৭ তিল
১৮ = ১৮ তিল
১৯ = ১৯ তিল
*২০ তিলে ১ ক্রান্তি।

✅ আনা-গন্ডা-কড়া-ক্রান্তি ও তিলের পারস্পরিক তুলনা-
⁄ (১ আনা) = ২০ গণ্ডা
১ গণ্ডা = ৪ কড়া
৷ (১ কড়া) = ৩ ক্রান্তি
৴ (১ ক্রান্তি) = ২০ তিল।

---খতিয়ানে যতটুকু জমি থাক না কেন, ১ (ষোল আনা) বলতে খতিয়ানের সম্পূর্ণ জমিকে বুঝায়।

১ (ষোল আনা) = ৩২০ গন্ডা (যেহেতু ২০ গন্ডায় ⁄এক আনা)
১ (ষোল আনা) = ১২৮০ কড়া (যেহেতু ৪ কড়ায় এক গন্ডা)
১ (ষোল আনা) = ৩৮৪০ ক্রান্তি (তিন ক্রান্তিতে ।এক কড়া)
১ (ষোল আনা) = ৭৬৮০০ তিল (২০ তিলে ৴এক ক্রান্তি)।

✅কোন কোন এলাকায় জমি পরিমাপের ক্ষেত্রে আনা-গন্ডা-কড়া-ক্রান্তি-তিল ব্যবহার করা হয়।
⁄ (এক আনা) = ১৭,২৮০ বর্গফুট
১ গণ্ডা = ৮৬৪ বর্গফুট
১ কড়া = ২১৬ বর্গফুট
৴ (১ ক্রান্তি) = ৭২ বর্গফুট
৷ (১ তিল) = ৩.৬ বর্গফুট

এক ব‍্যক্তি তার ছেলেকে ডেকে বললেন, যাও, আমাদের পুরাতন গাড়িটা বিক্রি করে এসো!ছেলে ফিরে এসে বলল, বাবা, গাড়ির দাম বলছে ৩০ হ...
27/05/2025

এক ব‍্যক্তি তার ছেলেকে ডেকে বললেন, যাও, আমাদের পুরাতন গাড়িটা বিক্রি করে এসো!
ছেলে ফিরে এসে বলল, বাবা, গাড়ির দাম বলছে ৩০ হাজার টাকা!
বাবা বললেন, অন‍্য দোকানির কাছে যাও।
ছেলে ফিরে এসে বলল, বাবা উনি তো আরো কম বলছেন, ২০ হাজার।
বাবা বললেন, অন্য কোনো দোকান দেখো না!

ছেলে এবার গেল একটা এন্টিকের দোকানে। দোকানি গাড়ি দেখে হতবাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গাড়ি! তিনি গাড়ির দাম দিতে চাইলেন ৩০ লাখ টাকা!

বাবা সব শুনে বললেন, শোনো বাবা, জীবনে তোমাকে সবাই সমান দাম দেবে না! নিজের দাম বাড়াতে হলে তোমাকে সঠিক জায়গা খুঁজে বের করতে হবে। হয়তো এমন কাউকে পাবে যে তোমার আসল মূল্য বুঝবে! যে বুঝবে সেই তোমার প্রকৃত বন্ধু। আর বাকিরা হলো দরকারের সঙ্গী! দরকারের সঙ্গীসহ সবাইকেই সঙ্গ দিও, বিশ্বাস করো কেবল তাকে যে তোমার মূল্য বোঝে।

19/05/2025

🔹 ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং মানে হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানে স্থায়ীভাবে চাকরি না করে, স্বাধীনভাবে ঘরে বসে অনলাইনে কাজ করা। যেমন: গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, কনটেন্ট রাইটিং ইত্যাদি।

🔹কেন ফ্রিল্যান্সিং করবেন?
✅ স্বাধীনভাবে কাজ করার সুযোগ
✅ ঘরে বসেই বৈদেশিক আয়
✅ সময়ের উপর নিজের নিয়ন্ত্রণ
✅ বিশ্বব্যাপী ক্লায়েন্টের সাথে কাজের অভিজ্ঞতা

🔹কিভাবে শুরু করবেন?

1. নিজের আগ্রহ ও দক্ষতা চিহ্নিত করুন
2. ইউটিউব, কোর্স, ওয়ার্কশপের মাধ্যমে শিখুন
3. প্র্যাকটিস করে স্কিল ডেভেলপ করুন
4. Fiverr, Upwork, Freelancer-এ প্রোফাইল খুলে কাজ শুরু করুন

🔻 ফ্রিল্যান্সিং শেখার সময় আমরা যেসব বড় ভুলগুলো করি:
❌ শুধু আয় দেখেই শুরু করি, দক্ষতা গড়ার দিকে মনোযোগ দিই না।
❌ একসাথে অনেক কিছু শিখতে গিয়ে কিছুই ভালো করে শিখি না।
❌ ধৈর্য না ধরে সহজে সফলতার আশা করি।
❌ ফ্রি রিসোর্সকে অবহেলা করি, অথচ সেখানেই শুরু করার সেরা উপকরণ থাকে।
❌ নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়ে না তোলা
❌ ইংরেজিতে যোগাযোগ দক্ষতা উপেক্ষা করা

📌 মনে রাখবেন:
👉 স্কিল না থাকলে কাজ আসবে না, আর ধৈর্য না থাকলে আপনি টিকেও থাকতে পারবেন না।
👉 সফল ফ্রিল্যান্সার হতে চাইলে আগে নিজের দক্ষতা গড়ুন, ধৈর্য ধরুন, সময় দিন — সফলতা একদিন আপনাকেই খুঁজে নেবে!

#

SSC পরীক্ষা শেষ? দক্ষতা বৃদ্ধি করা নিয়ে চিন্তিত ? দিনশেষে সবারই একটা স্বপ্ন থাকে, নিজের পায়ে দাঁড়ানোর, পরিবারের জন্য কি...
14/05/2025

SSC পরীক্ষা শেষ? দক্ষতা বৃদ্ধি করা নিয়ে চিন্তিত ?

দিনশেষে সবারই একটা স্বপ্ন থাকে, নিজের পায়ে দাঁড়ানোর, পরিবারের জন্য কিছু করার!

এখনই সেই সময়… এখন আপনি শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং এর যাত্রা, বাসায় বসেই শিখে, আয় করার সুযোগ।

লুমিনাস আইটির পক্ষ থেকে
SSC পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট
যা আপনার শুরুটা করবে আরও সহজ!

আমাদের লাইভ ক্লাস, ২৪/৭ সাপোর্ট, এক্সপার্ট মেন্টর এবং সাকসেসফুল স্টুডেন্টদের গল্প, সবকিছু আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে।

আপনি যদি সত্যিই নিজের জীবনে কিছু পরিবর্তন চান, তাহলে আজই শুরু করুন এবং নিশিত করুন ক্যারিয়ার!

ভর্তি চলছে, আসন সীমিত।
শুভ কামনা,
লুমিনাস আইটি ইনস্টিটিউট

Welcome to my gigHello!I am a digital artist and logo designer with many years of experience.My passions and love are dr...
13/05/2025

Welcome to my gig

Hello!

I am a digital artist and logo designer with many years of experience.

My passions and love are drawing, coloring, and creating awesome logo designs.

If you are looking for an extraordinary, eye-catching design for your brand logo, handbag mockup logo, box design, poster, or label, yes, you have come to the right place.

MY EXPERTISE:

Unique and modern
Minimalist design
Flat
Modern art
Brand
Feminine art
Real estate
3D
Professional design
Business
Luxury


WHY ME:

Talented and Dedicated Designer
Fully Custom-made, creative, original, UNIQUE, and awesome
24-48 hour super fast delivery
Professional customer support 24/7
High-Quality work
Money-Back Guarantee
Swift communication

I will provide high-quality work and support.

Feel free to discuss the project. I look forward to working with you.

Thank you!

For only $25, Mdseam361 will design a beautiful logo for your brand or business. | Welcome to my gigHello!I am a digital artist and logo designer with many years of experience.My passions and love are drawing, coloring, and creating awesome | Fiverr

Welcome to my gigI am a digital artist and graphic designer with many years of experience.My passion and love are drawin...
11/05/2025

Welcome to my gig
I am a digital artist and graphic designer with many years of experience.
My passion and love are drawing, coloring, and creating awesome designs with my
illustrations for t-shirts!
If you are looking for an extraordinary, eye-catching design for your brand logo, poster,
label, t-shirt, hoodie, or tank top, then you have come to the right place.

What Service do I give?

● Fast Delivery and Exact Revision as you want
● Do the illustration as you wanted and make it my own style
● JPG, PNG, PSD, and AI Vector Files
● Detailed Work
● 1000px Resolution!
● Mockup (as requested)
● Polite Communication (English)
● Custom offer of work (you can chat with me first)
● Do multiple illustrations work

Why me?

1. Data security
2. On-time delivery with accuracy
3. 100 % Client satisfaction with a money-back guarantee.
4. Professional and Quality work

I will provide high-quality work and support.
Feel free to discuss the project. I look forward to working with you.
Thank you!


For only $20, Mdseam361 will create a unique streetwear tshirt, hoodie design for merch. | Welcome to my GIGI am a digital artist and graphic designer with many years of experience.My passion and love are drawing, coloring, and creating awesome | Fiverr

স্কিলই সফলতার চাবিকাঠি! 🔑✨আজকের প্রতিযোগিতামূলক যুগে শুধু ডিগ্রি বা সার্টিফিকেট থাকলেই হয় না — বাস্তব জীবন ও ক্যারিয়ারে ...
08/05/2025

স্কিলই সফলতার চাবিকাঠি! 🔑✨

আজকের প্রতিযোগিতামূলক যুগে শুধু ডিগ্রি বা সার্টিফিকেট থাকলেই হয় না — বাস্তব জীবন ও ক্যারিয়ারে টিকে থাকতে হলে প্রয়োজন সঠিক স্কিল।

স্কিল মানে শুধু কম্পিউটার চালানো বা ইংরেজি বলা না — স্কিল মানে হলো এমন ক্ষমতা ⚡ যেটা দিয়ে তুমি সমস্যা সমাধান করতে পারো, নতুন কিছু তৈরি করতে পারো, কিংবা নিজের ও অন্যের জীবনে পরিবর্তন আনতে পারো।

একটা স্কিল তোমাকে চাকরি এনে দিতে পারে 💼, আবার অনেকগুলো স্কিল তোমাকে উদ্যোক্তা বানিয়ে তুলতে পারে 🚀!

কেন স্কিল শিখব?
✅ নিজের যোগ্যতা বাড়ানোর জন্য
✅ আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য
✅ অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার জন্য
✅ সময়ের চাহিদা অনুযায়ী নিজেকে প্রস্তুত করার জন্য

ডিগ্রি থাকলে চাকরির দরজায় কড়া নাড়তে পারো,
কিন্তু স্কিল থাকলে দরজা খুলে ভেতরে ঢুকে পড়তে পারো! 🔓

তাই আজ থেকেই সময় নষ্ট না করে নিজের পছন্দ অনুযায়ী একটা স্কিল শেখা শুরু করো 🎯
কারণ এই স্কিলই একদিন তোমার পরিচয়ের সবচেয়ে বড় অংশ হয়ে উঠবে!

"স্কিল শিখো, নিজেকে বদলে দাও — ভবিষ্যৎ তোমার অপেক্ষায়!" 🌟

data entry services http://www.fiverr.com/s/991mWxAcheak out this page
29/04/2025

data entry services
http://www.fiverr.com/s/991mWxA

cheak out this page

For only $20, Mdseam361 will do fast, accurate data entry services. | Welcome to my gig,hello!I'm Siam Rashid. Are you looking for a reliable data operator? Search no more! I am here to assist you in various | Fiverr

Address

Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azan Aurf Siam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azan Aurf Siam:

Share