স্পর্শ - Sporsho

স্পর্শ - Sporsho আমরা স্বপ্ন বিলাসী!এবং সত্য স্বপ্নে স?

স্পর্শ একটি অনলাইন ভিত্তিক ছোট্ট পরিসরের অনুভূতি প্রকাশক এবং বই বিক্রি বিষয়ক পেজ।

পেজটি শুরু হয় ফতুল্লার এক চায়ের দোকানে নিয়মিত বসা লাজুক স্বভাবের তিনটি উদ্দীপ্ত যুবকের হাত ধরে।প্রতিদিনের চায়ের কাপে চুমুকে চুমুকে তাদের ঝরে পড়তো অবসাদ।চায়ের দোকান মেতে উঠতো তাদের জীবনের গল্পে।ফেসবুকের মতো একটি সামাজিক মাধ্যমে যুক্ত থাকার পরও তাদের আবেগ গুলো এই চায়ের দোকানেই ঝরে পড়তো।কেননা তাদের কেউ চাইতো না,সরাসরি

অন্যরা তাদের এই আবেগঘন স্মৃতি সম্পর্কে অবগত হয়ে যাক।নিজেদের সম্পূর্ণটা জানান দিত একে অপরকে এই চায়ের দোকানেই বসে।পুরোনো কিছু স্মৃতিপট প্রতিদিন নতুন রূপে নানা স্বপ্ন আশায় জাগ্রত হতো মনে মনে।তা নিয়ে চায়ের স্বাদে ডুবে যেতে চাইত তারা।

এরই ধারাবাহিকতায় হটাৎ করেই এদের মনে হয় পরিচিতি গোপন রেখে,পৃথিবীকে উন্মুক্ত ভাবে জানাবে তাদের অনুভূতি গুলো।ঝরা আবেগ গুলো যেন স্মৃতিতে আটকে থাকে তার ফলপ্রসূভাবে ২০১৯ এর জানুয়ারি ২৯ থেকে স্পর্শ-Sporsho এর যাত্রা শুরু হয়।

পেজটির নাম ঠিক করেন মোঃ ওমর ফারুক তালহা।তারপর রেদোয়ান আহমেদের দেওয়া একটি থিম,

"আমরা স্বপ্ন বিলাসী ! এবং সত্য স্বপ্নে স্নান মগ্ন একদল তরুণ। "

এবং আফসার আহমেদকে সাথে নিয়ে পুরোদমে শুরু হয়ে যায় স্পর্শ এর পথচলা।

স্পর্শ এর আইকন থিম,"চিন্তাকে সম্পূর্ণ করি।"

প্রথমে বিভিন্ন আর্টিস্টের ফটো কিছুটা এডিটিং করে স্পর্শ এর আইকন তৈরি হলেও ঐই বছরের মে মাসের ২২ তারিখে স্পর্শ এর এডমিন রেদোয়ান আহমেদ পাব্লিস্ট করেন নিজের ক্রিয়েট করা স্পর্শ এর সার্বজনীন একক আইকন।

প্রথমে পেজটি খোলা হয় জাগতিক ভালোবাসায় মাখা আবেগ গুলো স্মৃতিপটে ধারণ করে রাখতে।তবে ধীরে ধীরে তা রূপ নেয় ভিন্ন পরিসরে।ফেসবুক ছাড়িয়ে ইন্সটাগ্রাম এবং ওয়েবপেজ ভিত্তিক একাউন্ট সচল করা হয়।প্রায় ছয় মাস এভাবে পেজ চালানোর পর এডমিনরা ধীরে ধীরে সাহিত্য রূপে পেজটিকে সাজাতে শুরু করে। এই পথ ধরেই পেজটি রূপ নেয় উপন্যাস বিক্রয়কারী সংগঠন হিসেবে।এবং স্পর্শ বর্তমানে একটি পূর্ণাঙ্গ অনলাইন ভিত্তিক বই বিক্রির প্লাটফর্ম।

বর্তমানে স্পর্শ বই হোম ডেলিভারি দিয়ে থাকে।স্পর্শ এর বই বিক্রির ধরণটি একটু ব্যতিক্রমী। স্পর্শ যেমন পাব্লিকের অর্ডার দেওয়া নতুন বই ডেলিভারি করে থাকে,তেমনি তারা পাব্লিকের পড়া হয়ে যাওয়া বই গুলোও বিক্রি করে থাকে।
এক্ষেত্রে যে কেউই তাদের নতুন পুরাতন বই গুলো বিক্রির জন্য স্পর্শ এর ইনবক্সে তথ্যসহ জানিয়ে তা অন্য কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য স্পর্শ কে ব্যবহার করতে পারে।

আমরা আশা করি আপনাদের ভালোবাসা পেলে স্পর্শ সকল লেখক পাঠক হৃদয় ছুঁয়ে যাবে।পৌঁছে যাবে বাংলার প্রতিটি ঘরে।

Address

Fatulla
Narayanganj
1420

Alerts

Be the first to know and let us send you an email when স্পর্শ - Sporsho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্পর্শ - Sporsho:

Share

আমাদের গল্পটা

আমরা স্বার্থান্বেষী! আপনার স্বার্থকে চুরি করে আপনাকে বদলে দিতে চাই এক অন্য মানুষে।যেই মানুষের কোন দোষ নেই,কোন ত্রুটি নেই,নেই কোন বাধ্য-বাধকতা।পাঠাতে চাই সেই জগতে যেখানে সবাই এক আত্মা।আপনাকে ক্ষতি করার কেউ নেই।এখানে মন ও মননের বিকাশ ঘটানো হয়।আপনি থাকলে হয়তো আপনিও হবেন বিশেষ মননের এক মানুষ।

স্পর্শ সৃষ্টির প্রয়োজনীতাঃ স্পর্শ একটি অনলাইন ভিত্তিক ছোট্ট পরিসরের অনুভূতি প্রকাশক এবং বই বিক্রি বিষয়ক পেজ। পেজটি শুরু হয় ফতুল্লার এক চায়ের দোকানে নিয়মিত বসা লাজুক স্বভাবের তিনটি উদ্দীপ্ত যুবকের হাত ধরে।প্রতিদিনের চায়ের কাপে চুমুকে চুমুকে তাদের ঝরে পড়তো অবসাদ।চায়ের দোকান মেতে উঠতো তাদের জীবনের গল্পে।ফেসবুকের মতো একটি সামাজিক মাধ্যমে যুক্ত থাকার পরও তাদের আবেগ গুলো এই চায়ের দোকানেই ঝরে পড়তো।কেননা তাদের কেউ চাইতো না,সরাসরি অন্যরা তাদের এই আবেগঘন স্মৃতি সম্পর্কে অবগত হয়ে যাক।নিজেদের সম্পূর্ণটা জানান দিত একে অপরকে এই চায়ের দোকানেই বসে।পুরোনো কিছু স্মৃতিপট প্রতিদিন নতুন রূপে নানা স্বপ্ন আশায় জাগ্রত হতো মনে মনে।তা নিয়ে চায়ের স্বাদে ডুবে যেতে চাইত তারা। এরই ধারাবাহিকতায় হটাৎ করেই এদের মনে হয় পরিচিতি গোপন রেখে,পৃথিবীকে উন্মুক্ত ভাবে জানাবে তাদের অনুভূতি গুলো।ঝরা আবেগ গুলো যেন স্মৃতিতে আটকে থাকে তার ফলপ্রসূভাবে ২০১৯ এর জানুয়ারি ২৯ থেকে স্পর্শ-Sporsho এর যাত্রা শুরু হয়। পেজটির নাম ঠিক করেন মোঃ ওমর ফারুক তালহা (সাবেক সদস্য)।তারপর রেদোয়ান আহমেদের দেওয়া একটি থিম,"আমরা স্বপ্ন বিলাসী ! এবং সত্য স্বপ্নে স্নান মগ্ন একদল তরুণ। " এবং আফসার আহমেদকে সাথে নিয়ে পুরোদমে শুরু হয়ে যায় স্পর্শ এর পথচলা। স্পর্শ এর আইকন থিম,"চিন্তাকে সম্পূর্ণ করি।" প্রথমে বিভিন্ন আর্টিস্টের ফটো কিছুটা এডিটিং করে স্পর্শ এর আইকন তৈরি হলেও ঐই বছরের মে মাসের ২২ তারিখে স্পর্শ এর এডমিন রেদোয়ান আহমেদ পাব্লিস্ট করেন নিজের ক্রিয়েট করা স্পর্শ এর সার্বজনীন একক আইকন। প্রথমে পেজটি খোলা হয় জাগতিক ভালোবাসায় মাখা আবেগ গুলো স্মৃতিপটে ধারণ করে রাখতে।তবে ধীরে ধীরে তা রূপ নেয় ভিন্ন পরিসরে।ফেসবুক ছাড়িয়ে ইন্সটাগ্রাম এবং ওয়েবপেজ ভিত্তিক একাউন্ট সচল করা হয়।প্রায় ছয় মাস এভাবে পেজ চালানোর পর এডমিনরা ধীরে ধীরে সাহিত্য রূপে পেজটিকে সাজাতে শুরু করে। এই পথ ধরেই পেজটি রূপ নেয় উপন্যাস বিক্রয়কারী সংগঠন হিসেবে।এবং স্পর্শ বর্তমানে একটি পূর্ণাঙ্গ অনলাইন ভিত্তিক বই বিক্রির প্লাটফর্ম। বর্তমানে স্পর্শ বই হোম ডেলিভারি দিয়ে থাকে।স্পর্শ এর বই বিক্রির ধরণটি একটু ব্যতিক্রমী। স্পর্শ যেমন পাব্লিকের অর্ডার দেওয়া নতুন বই ডেলিভারি করে থাকে,তেমনি তারা পাব্লিকের পড়া হয়ে যাওয়া বই গুলোও বিক্রি করে থাকে। এক্ষেত্রে যে কেউই তাদের নতুন পুরাতন বই গুলো বিক্রির জন্য স্পর্শ এর ইনবক্সে তথ্যসহ জানিয়ে তা অন্য কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য স্পর্শ কে ব্যবহার করতে পারে। আমরা আশা করি আপনাদের ভালোবাসা পেলে স্পর্শ সকল লেখক পাঠক হৃদয় ছুঁয়ে যাবে।পৌঁছে যাবে বাংলার প্রতিটি ঘরে।

ছবিঃ ডান থেকে সেলফিরত মোঃ ওমর ফারুক তালহা (সাবেক সদস্য),কালো টি-শার্ট আফসার আহমেদ এবং সর্বো বামে রেদোয়ান আহমেদ।