23/06/2025
১| বিশ্বাস আর নিশ্বাস... হারিয়ে গেলে ফিরে আসে না।
২| লুঙ্গি আর কপাল... যে কোনো সময়ে খুলতে পারে।
৩| সম্মান আর ভালোবাসা... অর্জন করে নিতে হয়।
৪| মেঘ আর কুকুর... দুটোই আপন মনে ডাকে।
৫| বাচ্চা আর দুশ্চিন্তা... দুটোই সময়ের সঙ্গে বাড়ে।
৬| জিরাফ আর অসুখের রাত... দুটোই বেশ লম্বা হয়।
৭| হাঁস আর প্রতিবেশী... দুটোই অকারণে প্যাঁক দেয়।
৮| আয়না আর ডিম... ভাঙলে আর জোড়া লাগে না।
৯| সুন্দর মন আর সুন্দরবন... দুটোই বিলুপ্তির পথে।
১০| মানুষ আর সমুদ্র... দুজনের জীবনেই জোয়ার ভাঁটা আছে।
১১| অফিসের বস আর কর্মচারী... দু'জনই দুজনের উপরে নির্ভরশীল।
১২| জ্যোতিষী আর রাজনৈতিক নেতা... একজন ঠকায় হাত দেখে আর একজন বোকা বানায় আঙ্গুল নাড়িয়ে।
শুনতে_হাস্যকর_মনে_হলেও_বাস্তবে_এটাই_সঠিক।