22/07/2025
একটি দুর্ঘটনা। নিস্তব্ধ পুরো জাতি। নির্বাক পুরো দেশ।আকাশে বাতাসে ভাসছে কেবল মা-বাবা, ভাই-বোন, স্বজনদের আহাজারি।
যেখানে পুরো আজ নিস্তব্ধ এই শোকে।সেখানে কিছু সংখ্যক কুলাঙ্গার ব্যবসায়ী,জাহেলি মিডিয়া, উন্মাদ কন্টেন্ট ক্রিয়েটর।এরা কেবল পড়ে আছে তাদের ব্যবসা,সুখ্যাতি,পেজের রিচ বাড়ানো এবং ধামা চাপা দেওয়ার কলুষিত আয়োজনে। আমাদের দেশ পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে শুধু ২৪ এর পাশে থাকা ৪ টা।শুধু এই ৪ টা ৫ এ বদলে ২৫ হয়েছে।
কিন্তু বাংলাদেশ বাংলাদেশই আছে,এই জাহেল জাতি জাহেলই আছে,এই রাষ্ট্র ব্যবস্থা আগের ন্যায়ই আছে,এই হলুদ মিডিয়া এখনো তাদের কলঙ্কিত রঙ বদলেনি।
*যেখানে প্রত্যক্ষদর্শীরা বলতেছে তারা একেকজন নিজেরাই ২০/৩০/৫০/ টি করে লাশ নিজ হাতে বের করেছে,সেখানে এই হলুদ মিডিয়া গুলো তা প্রকাশ করছে ২২ জন।
*রাত ১০ টার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পরেও ২ টার সময় সেখানে অ্যাম্বুলেন্স গিয়েছে।কেন? অ্যাম্বুলেন্সে করে কি বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ নিতে গিয়েছিল?
*এক বোতল পানির দাম ৭০/৮০ সেই পানির দাম রাখলেন ৬০০ টাকা।কবরে পানি পাবেন তো ভাই ?
*মামা একটু সামনে চলেন ১০ টাকা ধরে দিবো সমস্যা নাই। আপনাদের অন্য রকম ভাবতাম মামা!আপনারা এত অমানুষ হইলেন কেমনে মামা?আপনারা না গরিব মানুষ?মানুষের কষ্ট বোঝেন,এই তার নমুনা?
দূর্ঘটনা বলে-কয়ে আসে না ভাই আজকে যারা গাদ্দারি করছেন,কুলাঙ্গারী করছেন, ওয়াল্লাহি কাল আপনার পরিবারেও বিপদ আসবে।তখন ঠিক এগুলোই ফিরে পাবেন।সময় সবকিছু ফিরিয়ে দেয়।
ভাই মরেই তো গেছে এখন এত লুকোচুরি কেন অন্তত লাশগুলো ফিরাই দেন মা-বাবা ভাই-বোন শেষ দেখা দেখুক।এই ভাবে আর কতদিন মিথ্যার কালো চাদরে সত্য ঢাকবেন ?আপনারা কি মরবেন না? আল্লাহর সামনে দাঁড়াবেন না ?
আমরা মানুষ হবো কবে ?