17/09/2025
Bangladesh is a country where "বং'শের ই'জ্জত" or "মানুষ কি বলবে" matters more than someone's happiness.
যেদিন আপনি এটা বুঝে যাবেন অথবা এক্সপেরিয়েন্স করবেন যে, দুনিয়া থেকে চলে যাবার পর সেই চলে যাওয়া মানুষটাকে জীবিত মানুষগুলা কতো জলদি ভুলে যায়, সেদিন থেকে এই যে মানুষকে ইমপ্রেস করার এতো প্রচেস্টা যা করে বেড়ান, এগুলা আর কোনটাই করবেন না বা করতে ইচ্ছা করবে না...
কারন আপনি মরে যাওয়া মাএ মানুষ আপনার নাম টাও মুখে নিবে না।
বলবে লাশ টাকে গোসল করাও, লাশ টাকে খাটিয়ায় তুলো, আর বেশিক্ষণ রাখা যাবে না। লাশ টাকে কবর দিতে হবে ব্যাস এতটুকুই..!
এমনকি বাড়ির ভেতরে লা***শ রেখে বাড়ির বাইরে হাসাহাসি করতে দেখেছি বহুবার,জানাজা শেষ করে বিরিয়ানী নিয়ে ঝগড়া করতে দেখেছি,
আর আমি,আপনি নিজের মনের শান্তি,ঘরের শান্তি,ঈমান এমনকি পুরো একটা জীবন, সব নস্ট করে দিচ্ছি এই চিন্তা করে “মানুষ কি বলবে?”😊
© Collected.