Sadia's lifestyle

  • Home
  • Sadia's lifestyle

Sadia's lifestyle Food review & Product promote

26/10/2024

_____🌸কার পছন্দ হলো, কার হলো না…🖤🦋
𝑰𝒕'𝒔 𝒅𝒐𝒏'𝒕 𝑴𝒂𝒕𝒕𝒆𝒓
𝑩𝒆𝒄𝒂𝒖𝒔𝒆
❝ সৃষ্টিকর্তা ❞ তার পছন্দ মতই বানিয়েছে...!❤️
.

23/10/2024

🥀🥀🥀🩹:তুমি যার জন্য ক্যাপশন খুঁজো.....!
সে কি তোমায় খুঁজে......?💔

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকত...
17/10/2024

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি....

সংগৃহীত

17/10/2024

সময়কে মনে রাখুন,
কোন সময়ে কোন মানুষ কীরকম আচরণ করেছে, এটা খুব দরকারী।🖤

রাষ্ট্রের নাম: ইউনাইটেড স্টেট অব নারায়ণগঞ্জ মুদ্রার নাম: টেকা জাতীয় ভাষা : নারানগইঞ্জা আঞ্চলিক ভাষা (হেসেলা)রাজধানি : চা...
09/10/2024

রাষ্ট্রের নাম: ইউনাইটেড স্টেট অব নারায়ণগঞ্জ

মুদ্রার নাম: টেকা
জাতীয় ভাষা : নারানগইঞ্জা আঞ্চলিক ভাষা (হেসেলা)
রাজধানি : চাষাড়া
জাতীয় পোশাক: শাড়ি আর পাঞ্জাবী।
জাতীয় খাবার: খানপুরের স্ট্রিট ফুড।
জাতীয় পেশা: ব্যবসা।
জাতীয় শখ: বাইকার।
জাতীয় মাছ : ইচা মাছ ( চিংড়ি)
জাতীয় পাখি : কাউয়া।
জাতীয় ফুল: কাশফুল, শাপলা ফুল
জাতীয় পার্ক: রাসেল পার্ক।
জাতীয় কলেজ: তুলারাম কলেজ ।
জাতীয় ডায়লগ : খেলা হবে।
জাতীয় মিথ্যা কথা: আমি কিছু কই নাই। উইয়ে কইসে।
🤣🤣

🥺👉👈 ১ কোটি বছর ধরে
19/09/2024

🥺👉👈 ১ কোটি বছর ধরে

⛔সবটুকু পড়ার জন্য অনুরোধ করছি⛔ "একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।তখন সে গহনা, শাড়ি...
09/09/2024

⛔সবটুকু পড়ার জন্য অনুরোধ করছি⛔

"একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।
তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলাগা খুঁজে পায়।

-"স্ত্রী হলো মাটির মত আর ভালোবাসা হলো জল,
আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মত আকৃতি দিতে পারবেন।

-"আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ্য টাকা দামের জিনিস চাইবেনা, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে ৩০ টাকা দামের ফুচকা খান।

-"আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবেনা, আমাকে দামী গাড়ী কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান।

-"পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবেনা আমার কষ্ট হচ্ছে,
যদি আপনি আপনার স্ত্রীর কে ভালোবেসে কপালে একটা চুমু খান, তাঁর কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো।

-"ভালোবাসা তো শুধু দামী জিনিসের মধ্যেই লুকিয়ে থাকেনা,

-"মাঝে মধ্যে ভালবাসা ১৫ টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ৩০ টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে,

-" কেয়ার থাকলে সংসার যুদ্ধ ক্ষেত্র না হয়ে, হবে স্বর্গ.....

তাই নিজের স্ত্রীকে উত্তম ভালবাসাটা দিন. !🖤

সংগৃহীত

31/08/2024

আমি ১ লাখ টাকা জমাইছি। এই টাকা কি এমন কোনো কাজে লাগায় রাখা যাবে যে মাসে মাসে টাকা আসবে। কিছু আইডিয়া দাও আপুরা

27/08/2024

একটু পাউডার আর লিপস্টিক দেয়া মানে মেকআপ করা না ভাই! মেকআপ করতে ফাউন্ডেশন, কনসেলার , প্রাইমার, ব্লাশ, হাইলাইটার , আই প্রাইমার, আইশেড, আই লাইনার, মাস্কারা, কাজল, লিপ লাইনার, লিপস্টিক, আরো কি কি যে লাগে আমিও জানিনা!

আর এগুলা আমার নাই, আমি গরিব!'🙂

হাসিনার শাড়ি।।। 🥻🥻হাসিনার সুইমিংপুলের রাজা হাঁস।।।। 🦢🦢হাসিনার সুইমিংপুলে জনগণের শান্তির গোসল।।।🛀🏊‍♀️🏊‍♂️
05/08/2024

হাসিনার শাড়ি।।। 🥻🥻
হাসিনার সুইমিংপুলের রাজা হাঁস।।।। 🦢🦢
হাসিনার সুইমিংপুলে জনগণের শান্তির গোসল।।।🛀🏊‍♀️🏊‍♂️

05/08/2024

আজকে আমরা স্বাধীন হবোই,স্মৃতি হিসেবে এই পোস্ট টা টাইমলাইনে রেখে দিলাম।

৫-৮-২০২৪

আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছিইইইইইইই😍😍😍
05/08/2024

আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছিইইইইইইই😍😍😍

Address


Telephone

+8801942640036

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share