আসিফ রিয়াদ

আসিফ রিয়াদ Welcome to the official page for Xebec Club Change ur Style with Joining ..................Xebec Club .

30/03/2025

রমাদানের শেষ প্রান্তে এসে কি বুঝলেন?
আপনার প্রধান শত্রু ?
নফস না শয়তান?

15/03/2025

মুর্খের মন্তব্য ও গালিকে এনজয় করতে শিখো জীবনে বড় হতে পারবা। মুর্খরা নগদে বিশ্বাস করে গালি দেয় আর জ্ঞানীরা দূরদর্শী কথা বলে গালি খায়। কথা ও কর্মে শেষ পর্যন্ত জ্ঞানীরাই সফল।

04/03/2025

যে মা বাবা তার সন্তানকে প্রায়োরিটি দেয় সেইসব সন্তানেরা সাধারণত অন্যান্য জায়গায়তেও প্রায়োরিটি পায় অপরদিকে যেসব মা বাবা সন্তানকে অপদস্ত ও লাঞ্চিত করে সেইসব সন্তান মানুষের কাছেও লাঞ্চিত হয়।উত্তম মা বাবা পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার।মা বাবার মধ্যে উভয়কেই উত্তম হতে হয় নয়ত যেকোনো একজনের জুলুম ই যথেষ্ট জীবন সংকীর্ণ হওয়ার জন্যে।

সত্যিই মা বাবা হওয়া যতটা সহজ সন্তানের অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করা ততটাই কঠিন।সন্তানের মনে আদর্শবান মা বাবা হতে হলে নিঃসন্দেহে অনেক বেশি এফোর্ট দিতে হয়(ব্যতিক্রম কোনো কিছুকে উদাহরণ হিসেবে ধরা হয় না)। পিতামাতার জার্নি এমন এক জার্নি যা মৃত্যু অব্ধি চলমান থাকবে অথচ দেখা যায় কিছু মানুষ সন্তান জন্ম দেয়াকেই শুধু দায়িত্ব ভাবে এবং সন্তান জন্ম দেয়ার পর কিছু মা বাবা মনে করে তারা যা ইচ্ছে করার ক্ষমতা রাখে! তারা জুলুম তো করেই সেটা আবার অহংকারের সাথে বলেও বেড়ায় তার পেট থেকে বের হয়েছে তাই যা ইচ্ছে করবে ! পিতামাতা দায়িত্বশীল আল্লাহ তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন।আখিরাত আসলে এত সোজা বিষয় না যেমনটা আমরা মনে করি আর কি!

মা বাবা যাই করে তাই সঠিক এবং মা বাবার কোনো দোষ নেই এইসব কথা হাজারো জুলুমের রাস্তা খুলে দেয়।মা বাবা জুলুম করলে তাদের উপর জুলুম করা যায় না এটা আল্লাহর দেয়া সীমারেখা।মা বাবা জুলুম করেনা কিংবা জালিম হয় না এই কথা সত্য নয়

মেক্সিমাম মা বাবার মাথায় শয়তানি ঢুকায় আশেপাশের মানুষজন ও আত্মীয়স্বজন।মা বাবার সাথে সন্তানের সম্পর্ক এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে মানুষ যখন অন্যের কথায় প্রভাবিত হয়ে অপরজনকে কথা শোনায় সেইসব পরিবারেই শান্তি নামক বস্তুটা হারিয়ে যায়।মানুষ যখন নিজের অবস্থা নিয়ে সুখী হয় না এবং সব সময় অন্যের সাথে তুলনা করে বেড়ায় তারাই নিজের আপন মানুষকে নিয়ে সুখী হতে পারেনা। জীবনে সুখী হতে হলে অন্যের সাথে তুলনা করাকে ফুলস্টপ করে দিতে হয়।তাক্বদীরের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আল্লাহর উপর তাওয়াক্কুল মানুষকে যেকোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে অপরদিকে নিজের ভাগ্য নিয়ে অসন্তুষ্টি এবং তাওয়াক্কুলের অভাবের কারণে মানুষ তার অবস্থা নিয়ে হা হুতাশ করে।

©

23/02/2025

Be careful what you tell people. A very good friend today could be an enemy tomorrow.

22/02/2025

অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়েও গিলে ফেললেন, আল্লাহর কাছে এটা অনেক দামি ইবাদত।
- সুবাহানআল্লাহ ❤️

23/01/2025

কিছু মানুষ দেখবেন যারা Continuously অন্যকে trigger করে কথা বলে Disrespect করে।
খোচা দিয়ে কথা বলা, আক্রমণাত্মক কথা বলা, এমন ভঙ্গিতে বলে যেন তারা নির্দোষ, তারা আসলে Normally বলেছে-
কিন্তু আপনি এদের কথায় Triggered হবেন এবং react করে ফেলবেন, এই reaction টা তারা চাই !
কারণ আপনি বাজে ভাবে react করবেন এটা নিয়ে তারা আবার issue বানাবে।

এ ধরনের মানুষগুলো হচ্ছে Manipulator।
এই Manipulator stop করার সবচেয়ে বড় উপায় react না করা।

প্রতিক্রিয়া না করা ভদ্রতার লক্ষণ এবং নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা ও নিজ আত্মসম্মান ধরে রাখা মূর্খ Manipulator থেকে নিজেকে আলাদা রাখা।

17/07/2024

আপনি যে কোন দলই করেন না কেনো, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ।কিন্তু আপনার শিক্ষা ও যোগ্যতা বা সচেতন নাগরিক হয়ে ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার সৎ সাহস থাকতে হবে ✊

09/07/2024

ছুঁয়ে দেখার সাধ্য নাই, অনুভবেই রাখি তাঁরে, দূরত্ব যতই হোক, আমি ভীষণ ভালোবাসি তাঁরে!'

◾যোগ্যতার ৪টি উপাদান:১। জ্ঞান  ২। দক্ষতা  ৩। মূল্যবোধ ও ৪। দৃষ্টিভঙ্গি১. জ্ঞান  :  গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞা...
09/07/2024

◾যোগ্যতার ৪টি উপাদান:
১। জ্ঞান ২। দক্ষতা ৩। মূল্যবোধ ও ৪। দৃষ্টিভঙ্গি
১. জ্ঞান : গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞান।
২. দক্ষতা : গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা।
৩. দৃষ্টিভঙ্গি : সিগন্যালে গাড়ি নেই, সার্জেন্টে নেই , আপনি নিয়ম মানবেন কিনা, সেটা আপনার দৃষ্টিভঙ্গি।
৪. মূল্যবোধ : সব সময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হওয়া হলো মূল্যবোধ।
🍀যোগ্যতা : নিয়ম কানুন মেনে ভালো ভাবে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছাতে যেতে পারা হচ্ছে তার যোগ্যতা।

09/07/2024

Good Said ...👍
Perfect Said 👍

Address

Dhaka/Narayanganj Highway
Narayanganj
1421

Telephone

+8801911317431

Website

Alerts

Be the first to know and let us send you an email when আসিফ রিয়াদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আসিফ রিয়াদ:

Share