Daily Dose of Quran & Hadith

Daily Dose of Quran & Hadith প্রতিদিন কুরআন ও হাদিস পাঠ এবং এর আমল দ্বারা জীবনকে সুন্দর ভাবে সাজানোর একটি ক্ষুদ্র প্রয়াস ।

আজ ২০ই শাওয়াল ১৪৪৫ হিজরী।পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন,“যে সকল ব্যক্তি আল্লাহর দ্বীনের ব্যাপারে বিতর্ক সৃষ্টি করে, যে...
30/04/2024

আজ ২০ই শাওয়াল ১৪৪৫ হিজরী।
পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন,
“যে সকল ব্যক্তি আল্লাহর দ্বীনের ব্যাপারে বিতর্ক সৃষ্টি করে, যে দ্বীন (মানুষের মাঝে) গ্রহনীয়, তাদের বিতর্ক তাদের পালনকর্তার নিকট গ্রহনীয় নয়, তাদের প্রতি আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।”
সুরাঃ আশ শুরা; আয়াতঃ ১৬।

আজ ২০ ই শাওয়াল ১৪৪৫ হিজরী।রসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তির মৃত্যু এমন অবস্থায় হলো যে, সে আল্লাহ তা’আলা এবং কিয়ামত দ...
30/04/2024

আজ ২০ ই শাওয়াল ১৪৪৫ হিজরী।
রসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
“যে ব্যক্তির মৃত্যু এমন অবস্থায় হলো যে, সে আল্লাহ তা’আলা এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে। তাহলে তাকে বলা হবে, তুমি জান্নাতের আট দরজার যেটা দিয়ে খুশি প্রবেশ কর।”
[মুসনাদে আহমদ: ৯৮, উমর (রা:)]

আজ ১৯ই শাওয়াল ১৪৪৫ হিজরি।রসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অল্প রিযিকে তুষ্ট থাকে আল্লাহ...
29/04/2024

আজ ১৯ই শাওয়াল ১৪৪৫ হিজরি।
রসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
“যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অল্প রিযিকে তুষ্ট থাকে আল্লাহ পাক তার অল্প আমলেই তুষ্ট থাকেন।”
---বায়হাকী- শোআবুল ঈমানঃ ৪৪০৯, আলী (রাঃ)।

আজ ১৯ই শাওয়াল ১৪৪৫ হিজরি।পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন, “যালিমদেরকে তুমি তাদের কৃতকর্মের কারণে ভীত-সন্ত্রস্ত দেখতে প...
29/04/2024

আজ ১৯ই শাওয়াল ১৪৪৫ হিজরি।
পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন,
“যালিমদেরকে তুমি তাদের কৃতকর্মের কারণে ভীত-সন্ত্রস্ত দেখতে পাবে। তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের আর সৎকর্ম করেছে তারা জান্নাতের বাগিচায় অবস্থান করবে। তাারা যা ইচ্ছে করবে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট তা-ই আছে। ওটাই অতি বড় অনুগ্রহ। ”
---সূরা আশ শুরা; আয়াতঃ২২।

আজ ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি।“আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সকলের রক্ষণাবেক্ষণকারী। ”---সূরা আল...
28/04/2024

আজ ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি।
“আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সকলের রক্ষণাবেক্ষণকারী। ”
---সূরা আল ইমরান; আয়াতঃ২।

আজ ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরি।আব্দুল্লাহ ইবনু’ আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী করীম (সঃ) কে জিজ্ঞাসা করলেনঃ আম...
28/04/2024

আজ ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরি।
আব্দুল্লাহ ইবনু’ আমর (রাঃ) হতে বর্ণিত।
তিনি বলেন,
এক ব্যক্তি নবী করীম (সঃ) কে জিজ্ঞাসা করলেনঃ আমি কি জিহাদে যাব? তিনি বললেনঃ তোমার কি পিতা-মাতা আছে?
সে বললঃ হাঁ।
তিনি বললেনঃ তাহলে তাদের (সেবা করার মাধ্যমে) জিহাদ কর।[৩০০৪]
(আধুনিক প্রকাশনী-৫৫৩৯, ইসলামি ফাউন্ডেশন-৫৪৩৪)

আজ ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি।পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন, “হে ঈমানদারগন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থ...
27/04/2024

আজ ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি।
পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন,
“হে ঈমানদারগন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ”
---সূরা বাক্বারা; আয়াতঃ১৫৩।

আজ ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি।রসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “কয়েদীদের মুক্ত করো, ক্ষুধার্তকে খানা খাওয়াও এবং রোগীর সেবা করো।”---স...
27/04/2024

আজ ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি।
রসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
“কয়েদীদের মুক্ত করো, ক্ষুধার্তকে খানা খাওয়াও এবং রোগীর সেবা করো।”
---সহীহ বুখারীঃ ৩০৪৬, আবু মুসা (আঃ)।

আজ ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি।পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন, “যে তওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে আম...
26/04/2024

আজ ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি।
পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন,
“যে তওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। ”
---সূরা ত্বো-হা; আয়াতঃ৮২।

আজ ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি।রসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “কেউ যদি কোনো গুনাহ করার পর ওযু করে দুরাকাত নামায পড়ে এবং আল্লাহ তা’আ...
26/04/2024

আজ ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি।
রসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
“কেউ যদি কোনো গুনাহ করার পর ওযু করে দুরাকাত নামায পড়ে এবং আল্লাহ তা’আলার কাছে গুনাহ থেকে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তা’আলা তাকে ক্ষমা করে দেন।”
---তিরমিযীঃ ৪০৬, আবু বকর (রাঃ)।

আজ ১৫ই শাওয়াল ১৪৪৫ হিজরি।পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন, “ভেঙ্গে পড়োনা, নিরাশ হয়ো না, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদ...
25/04/2024

আজ ১৫ই শাওয়াল ১৪৪৫ হিজরি।
পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেন,
“ভেঙ্গে পড়োনা, নিরাশ হয়ো না, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে। ”
---সূরা বাক্বারা; আয়াতঃ২১৪।

Address

Jalkuri
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Dose of Quran & Hadith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share