07/07/2024
স্ত্রীর ভাগ প্রথা চালু করুন, দেখবেন বেশিরভাগ স্বামীই সোজা হয়ে গেছে।
স্বামীর ভাগ... 💔
ভাবতে পারেন? হঠাৎ কোন একদিন আপনার স্বামী, আপনাকে ফোন করে বললো, "আমি বিয়ে করেছি"! আপনাকে, তার নতুন বিয়ের রেজিস্ট্রির ছবি পাঠালো!
না, কোনো ক্যামেরা নেই। কোনো প্রাংক চলছে না।
যে কথাটা ভাবতেই, একটা মেয়ের বুক ছ্যাত করে ওঠে। কিছু পুরুষ কি অনায়াসে এই কাজটা করে বসে!
আর, আরো অবাক লাগে বেশিরভাগ মেয়ের ঘর ভাঙে আরেকটি মেয়ের জন্যই।
বেশিরভাগ পরকীয়ায় লিপ্ত পুরুষ ই তার সাথে তার স্ত্রী এর মনোমালিন্যের গল্প দিয়ে, মাছদের ছিপে তোলে। আর কিছু ব্যক্তিত্বহীন মহিলা, কি সুন্দর, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, একটা অলরেডি সেটেল্ড ছেলের লোভে, দুই বাচ্চার বাবার গলায় ঝুলে পড়তে দুবার ভাবে না।
কোনোদিনও উল্টো দিকের মানুষটির কথা ভেবেছেন?
তার অবস্থা কি হয়। খুব যন্ত্রনাদায়ক মৃ`ত্যু`তে`ও বোধ হয় এর থেকে কম কষ্ট হয়। সমাজও চোখে আঙুল দিয়ে বলে, দোষ তো তোমার। তুমিই স্বামীকে ধরে রাখতে পারোনি।
একটা পয়ত্রিশ-চল্লিশের মহিলা, বাচ্চা সামলায়, তার স্কুল, টিফিন, রোগ ভোগ সবটা সামলায়, যাতে তার স্বামীর প্রফেশনাল জার্নিটা একটু সহজ হয়। গরমে তেতে পুড়ে রান্না করে, কাপড় কাচে, বাসন মাজে, যাতে কাজ থেকে ফিরেই স্বামী মুখের সামনে খাবার পান, পরিষ্কার জামা পান। কেউ কেউ সংসার সামলে চাকরিও করেন, যাতে মাসের শেষে স্বামীর উপর চাপ কিছুটা কমে।
মেয়েরা আজীবন নিজের আগে তার স্বামী, সন্তান, পরিবারকে রেখে এসেছে, তাই তো এই পরিণতি।
চাকচিক্যহীন মুখ, ঝুলে পড়া চামড়া, তখন আর স্বামীগুলোর খুব বেশি আকর্ষণীয় লাগে না। তখন, সুন্দরী সুঠাম দেহের, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো মামনিদের বেশি এট্রাক্টিভ লাগে।
কেউ জোর করে ডিভোর্স দেওয়ায়, আবার কেউ সমাজের চোখে বিবাহিত সেজে পিছনে পিছনে পরকীয়া চালায়। আবার কিছু মহান ব্যক্তি দুটো বউ নিয়ে একসাথে ঘর করে।
যারা প্রথম, তারা সব জেনে বুঝে চুপ করে থেকে যায় সংসারের আর সন্তানের দোহাই দেখিয়ে। আসলে সে জানে, তার যাবার কোনো জায়গা নেই।
বাবার বাড়িতে সে পরিত্যক্ত, আর স্বামীর বাড়িতে আগাছা।
"মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করে নে মা"- উপদেশ মাথায় নিয়ে কেউ কেউ স্বামীর পরকীয়া দেখেও চোখে কাপড় বেঁধে নেয়। আবার কেউ ট্রেন থেকে ঝাঁ`প দেয়।
দুজনেই যে মৃ`ত, দুজনেই যে প্র`তা`রি`ত।
আজকের দিনে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ জরুরী হয়ে পরেছে। সম্পর্কের সমীকরণ ঠিক কখন, কোথায় গিয়ে দাঁড় করাবে তা কারোর জানা নেই।
নিজের একটা অস্তিত্ব তৈরী করুন। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও আপনার কাজ আপনাকে কোনো দিন ছেড়ে যাবে না।
একটা পরিচয়, যে পরিচয়টা আপনাকে শক্তি দেবে। লড়াই করার অনেকখানি সাহস দেবে।
পরকীয়ার কোনো ক্ষমা হয় না, ক্ষমা নেই।
আর পরকীয়া ধরা পড়লে এই ধরণের পুরুষ, মহিলা, দুটোর ই - "ঘটি বেঁকিয়ে দিন"।
কি স্বাচ্ছন্দ্যের সাথে একটা ন্যাশনাল টেলিভিশন দেখিয়ে যাচ্ছে, একসাথে দুটো বউ রাখাটা বেশ বীরত্বের একটা কাজ!
একবার এক বউ এর গালে চুমু খাওয়া আর তার সামনে অন্য একটি বউ এর গালে চুমু খাওয়াটা ভীষণ জাস্টিফাইয়েড একটা ব্যাপার!
না, এটা লজ্জার। এটা অসম্মানের।
[বি: দ্র:- এই তিনজনের একজনের প্রতিও সহানুভূতি নেই। একটি সামাজিক অবক্ষয়ের দিকে আঙুল তুলেছি। এরা উদাহরণ মাত্র]
সংগৃহীত
Collected
#দুই_স্ত্রী_এক_স্বামী