Muna's Cooking World

Muna's Cooking World Food is my love language ❤️Eating my way through life, one meal at a time 🍽️Sharing my culinary adventures with you 🍒🍒

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
29/04/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

🥀🥀🥀
19/04/2025

🥀🥀🥀

আমি মেসেজের পর মেসেজ পাঠিয়েই যাই,
আমার বির'ক্ত লাগে না, আমার ক্লান্তি আসে না । আমার পাঠানো মেসেজের সংখ্যা পঞ্চাশ পেরিয়ে যায়,
সে দেখে না! কিংবা দেখে এড়িয়ে যায়!

আমি বুঝি তার এখন আর আমাকে ভালোই লাগে না!সে অনলাইনে আসে! আমার বুকের ধুকপুকানি বেড়ে যায়.. 'এই বুঝি মেসেজ সীন করবে', 'এই বুঝি বলে ফেলবে কিছু একটা!
আমি আশায় থাকি, আর সে আমাকে অবহেলা করতে ব্যস্ত থাকে!

আমি তার ইনবক্সে পড়েই থাকি!
মেসেজ পাঠাই,রিফ্রেশ করি ।
তার নামের পাশে সবুজ বাতি জ্বলে
কিন্তু মেসেজ আসে না!
অনেক গুলা মেসেজ পাঠানো হয়ে গেছে । Seen লেখা উঠলো অবশে'ষে! আমার হৃদপন্ড বেড়ে গেলো! অনেকগুলো মেসেজ দেখে এবার বকা দিবে বোধহয়!! তার আর দো'ষ কি? আমি'ই তো তাকে বির'ক্ত করি মেসেজ দিয়ে!

সে কয়েক শব্দের একটা মেসেজ পাঠায় ।
কিংবা বলে বিজি আছে ।
আমি বিশ্বা'স করি, বিশ্বা'স করতে হয় ।
তাকে ছাড়তেও পারিনা, ধরে রাখতেও পারিনা।

অনেকেই বলে "সে ভালোবাসেনা আর!"
এতো এতো লোকের কথায় আমি কান দেই না । আমার তাকেই বিশ্বা'স করতে ভালো লাগে ।

তার কাছে 'বেহায়া' সাজতে ভাল্লাগে । সে আমার একশো টা মেসেজের বিপরীতে দুইটা মেসেজ পাঠায় আজকাল! তা দেখেই স'স্তি পাই।

খুব ব্যস্ত থাকে বোধহয়! আমার কি দো'ষ? "তাকে অনেক বেশি ভালোবাসি" এটাই কি দোষ আমার? নাকি তাকে অ'ন্ধের মতো বিশ্বাস করাটা দোষ?
আইডিটাতে সবুজ বাতি জ্ব'লছে প্রায় এক ঘন্টা ধরে । মেসেজ পাঠিয়েই যাচ্ছি । সীন করেনি এখনো!
ব্যস্ত বোধহয়!
হয়তো আমাকে অ'বহে'লা করতে ব্যস্ত কিংবা
সে এখন অন্য কারো ইনবক্সে ব্যস্ত।

07/04/2025

কিছু মানুষ থাকে, যে নিজেই মেন্টালি ঠিক থাকে না। কিন্তু ঠিকই অন্য মানুষকে মেন্টাল সাপোর্ট দিতে পারে।

কেউ কেউ নিজের মন খারাপ ঠিক করতে না পারলেও; অন্য মানুষের মন খারাপ ভালো করে দিতে পারে।

06/04/2025

বেশি বিশ্বাস করলে কষ্টও বেশি পেতে হয়, কারণ সবাই বিশ্বাসের যোগ্য না।😊😊

মানুষ বদলায়, সময়ের সঙ্গে অনেকেই মুখোশ খুলে ফেলে।🙂🙂

যখন বিশ্বাস ভেঙে যায়, তখন শুধু সম্পর্ক না, নিজের ভেতরটাও ভেঙে পড়ে।💔💔

শুভ দুপুর 😍😍😍
04/12/2024

শুভ দুপুর 😍😍😍

শুভ রাত্রি সবাইকে 🫶🫶🫶
12/11/2024

শুভ রাত্রি সবাইকে 🫶🫶🫶

08/11/2024

ভুনাখিচুড়ি+চিকেন রোস্ট সাথে শুটকির ভর্তার সবচেয়ে সহজ রেসিপি🤗🤗🤗।

শুভ সন্ধ্যা সবাইকে 🥀🥀
25/10/2024

শুভ সন্ধ্যা সবাইকে 🥀🥀

শীতের আগমন হতে চলেছে।পিঠাপুলির উৎসব শুরু হবে😍😍😍।শুভ সকাল সবাইকে 🤗🤗🤗
07/10/2024

শীতের আগমন হতে চলেছে।পিঠাপুলির উৎসব শুরু হবে😍😍😍।
শুভ সকাল সবাইকে 🤗🤗🤗

Address

Gognagar
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muna's Cooking World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muna's Cooking World:

Share