30/11/2024
ইউটিউব এর মতো ফেসবুকে ও মনিটাইজেশনের জন্য কিছু শর্ত রয়েছে। ফেসবুক পেজ মনিটাইজেশন করে আয় করতে হলে আপনাকে অবশ্যই উক্ত শর্ত গুলো পূরন করতে হবে।
ইউটিউবে যেমন চ্যানেল মনিটাইজেশনের জন্য ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় ঠিক তেমনি ফেসবুকেও এমন শর্ত রয়েছে। ফেসবুকে শেষ ৬০ ডিনের ভিতর ৬০০ লক্ষ মিনিট ওয়াচটাইম প্রয়োজন হবে (১০ হাজার ঘন্টা), ১০ হাজার ফলোয়ার এবং পেইজে মিনিমাম ৫ টি নিজের তৈরি করা ভিডিও থাকতে হবে সকল নিয়ম মেনে। তবে সুবিধা এটাই যে উক্ত শর্ত সমুহ ইউটিউবের মতো এত কঠিন নয়।
ফেসবুকে কয়েক ধরনের মনিটাইজেশন সুবিধা রয়েছে –
In-stream ads
Fan subscriptions
Stars
Brand Collabs Manager
In-stream ads for Live
তবে এই মূহুর্তে In-stream ads এবং In-stream ads for Live এই দুটি মনিটাইজেশন সুবিধা বেশি। ৬০ দিনের ভিতর আপনার সকল ক্রাইটেরিয়া পুরন হয়ে গেলে আপনি মনিটাইজেশন এর জন্য এপ্লায় করতে পারবেন।