Preity's Blog

Preity's Blog Assalamualaikum. This page is for those who like to be happy all the time. I am Rangila Banu (Sonia Dewan Preity). I like to be happy all the time.

Let's enjoy life with a smile on our faces.

27/06/2025

লজ্জাবতি 😁

জীবন একটা বহমান নদীর মত। না চাইলেও যেখানে জোয়ার এবং ভাটা দু'টোই আপনাকে ভোগ করতে হবে।
06/06/2025

জীবন একটা বহমান নদীর মত। না চাইলেও যেখানে জোয়ার এবং ভাটা দু'টোই আপনাকে ভোগ করতে হবে।

05/06/2025

ঈদের ছুটি লাগব ১০ দিন 😁

05/06/2025

Musibatt 😞

প্রেমিক হিসেবে দেবদাস হওয়া সহজ , পার্বতীর জন্য মদ খেয়ে নর্তকী পাড়ায় শুয়ে চুনি লালের সাথে গল্প করা সহজ । কারন পৃথিবীর বে...
14/05/2025

প্রেমিক হিসেবে দেবদাস হওয়া সহজ , পার্বতীর জন্য মদ খেয়ে নর্তকী পাড়ায় শুয়ে চুনি লালের সাথে গল্প করা সহজ । কারন পৃথিবীর বেশির ভাগ ব্যার্থ প্রেমিকরা তাই করে । পরিবার ও সমাজের চাপে পার্বতীকে বিসর্জন দিয়ে একটা স্বস্তা ইমোশনের সেক্রিফাইজের ইতিহাস করে ।

কিন্তু প্রেমিক হিসেবে বাদশা জাহাঙ্গীর হওয়া সহজ না । নিজের প্রেমিকা নুরজাহানকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ক্ষমতায় আসার পরও এক বাচ্চার মাকে বাই হূক অথবা বাই কুক বিয়ে করে নিজের পাশে প্রায়োরিটি দিয়ে রানীর সর্বোচ্চো মর্যাদা দেওয়া সহজ নয় ।জীবনের শেষ দিন পযর্ন্ত তার ভালোবাসাকে সে পাশে রেখে ছিলো । ভালোবাসায় নিময় নেই নিয়ম তো মানুষের জন্য বানানো হয় ।যে ভালোবাসায় সেক্রিফাইজ থাকে তুমি খালাতো কিংবা মামাতো ভাইয়ের প্রেম ভাবতে পারো ।সে পরিবারের অযুহাত দেখিয়ে সফল কিংবা ব্যার্থতার গল্প লিখে যায়।

ভালোবাসলে তাকে আগলে রাখা শিখতে হয় ।
অথচ আমাদের এই সমাজে হাজারো দেবদাস আছে , জাহাঙ্গীরের বড্ড অভাব 😭😭💔
সংগৃহীত ♥️🙏

13/04/2025

Best friend কে বিয়ে করলে যা হয়

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের...
29/03/2025

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন।

হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে বললেন, আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দুএকটি কথায় ব্যাখ্যা করতে পারি?

ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল।

ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছ। তো সেখানে গিয়ে এক অসামান্য সুন্দরী মেয়ের দেখা পেলে।

তুমি তার কাছে গিয়ে বললে, "আমি উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি আমায় বিয়ে করবে?" এটাকে বলে সরাসরি বিপণন (ডাইরেক্ট মার্কেটিং)।

তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল, "ও উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি ওকে বিয়ে করবে?" এটাকে বলে বিজ্ঞাপন।

মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বলল, 'আপনি উচ্চশিক্ষিত এবং ধনী। আপনি কি আমায় বিয়ে করবেন?' এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।

তুমি বিয়ের প্রস্তাব দেবার পর মেয়েটি জানাল যে, সে বিবাহিতা। এটাকে বলে চাহিদা ও জোগানের ফারাক (ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ)।

তুমি মেয়েটির কাছে গিয়ে কিছু বলার আগেই আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং মেয়েটি সম্মত হয়ে তার সাথে চলে গেল। এটাকে বলে প্রতিযোগিতা (কম্পিটিশন)।

মেয়েটি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করল এবং বছর ঘুরতেই তোমাদের একটি সন্তান হলো। একে বলে প্রোডাকশন (উৎপাদন)।

তুমি মেয়েটিকে বিয়ের অফার দেবার সাথে সাথে সে তোমার গালে ঠাস করে একটা চড় মারল। এটাকে বলে উপভোক্তার প্রতিক্রিয়া (কাস্টমার্স ফিডব্যাক)।

তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সেই সময় তোমার স্ত্রী এসে উপস্থিত হল। এটাকে বলে নতুন ব্যবসাক্ষেত্রে প্রবেশ করার ঝুঁকি (রিস্ক অফ এন্টারিং নিউ মার্কেট)।"

ছাত্রদের আক্কেলগুড়ুম!

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Preity's Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category