Farju's Leisure Time

Farju's Leisure Time The best intelligence test is what we do with our leisure. ""Leisure is the Mother of Philosophy""

"ইদানিং মনটা  মুক্তবিহঙ্গের মতো হয়ে গেছে।সবকিছু ছেড়ে, সব দায়িত্বের বেড়াজাল পেরিয়ে—একটা বিশাল নীল আকাশের দিকে উড়ে য...
20/06/2025

"ইদানিং মনটা মুক্তবিহঙ্গের মতো হয়ে গেছে।
সবকিছু ছেড়ে, সব দায়িত্বের বেড়াজাল পেরিয়ে—
একটা বিশাল নীল আকাশের দিকে উড়ে যেতে ইচ্ছে করে।
মনে হয়, যদি পারতাম সেই দূরের নীল আভায় নিজেকে হারিয়ে ফেলতে,
যেখানে কোনো প্রশ্ন নেই, উত্তর নেই…
শুধু আমি, আমার নিঃশ্বাস আর আকাশের মুক্তি।
এই ইচ্ছে—কেবল উড়ে যাওয়ার, বাঁচার আর একটুখানি হাওয়ায় মিশে যাওয়ার।"🌥️🕊️💙

শুভরাত্রি🌙✨😴 🌌💤

শুভ দুপুর ☘️🍛🍚🍲☘️
19/06/2025

শুভ দুপুর ☘️🍛🍚🍲☘️

19/06/2025

জীবনের পথে চলতে হলে…
চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক রকম কথা কানে আসবে, কখনো কখনো আপনাকে ভিড় ঠেলে এগোতেও হবে। এমন সময় আপনি যা করবেন তা হলো—ইগনোর। কারণ জীবনে কিছু মানুষ থাকবে, যাদের একমাত্র উদ্দেশ্য হলো আবর্জনা ছড়ানো, অন্যের জীবনে বিষ ঢালা।
লাইফ আপনার—চয়েস ও ডিসিশনও আপনার।
নেগেটিভিটি যেখানেই দেখবেন, সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। এটা দুর্বলতা নয়, বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা।
খারাপ লাগলেও এটা সত্যি—আপনি যাদের বন্ধু ভাবেন, তাদের অনেকেই আপনার পতন দেখতে চায়। সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার।
তাদের সেই সুযোগটা দেবেন না। অপ্রয়োজনীয় তর্কে যাবেন না, কারো কিছু বোঝাতে যাবেন না। কেউ যদি আপনাকে মূর্খ বলে, হেসে বেরিয়ে আসুন। এতে আপনি সময়, এনার্জি আর মানসিক শান্তি—সবই বাঁচাবেন।
আপনার রেসপন্সই আপনার শক্তি।
যারা জীবনটা সত্যি বোঝে, তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয়।
সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন—
একটা ভালো বই পড়ুন
প্রিয়জনের সাথে সময় কাটান
ঘর সাজান
রংতুলি দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলুন
সিনেমা দেখুন, গান শুনুন
ছবি তুলুন, ব্যায়াম করুন, গাছ লাগান
কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ গড়ুন
নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে।
আপনার জন্য আসল মানুষগুলোকে চিনে নিন—পরিবার, কাছের কিছু বন্ধুবান্ধব, যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন। তাদের সঙ্গেই আপনার মনের কথাগুলো ভাগ করুন, কারণ তারা আপনার ভালোটা চায়। বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন, এবং দরকার হলে ঝেড়ে ফেলুন।
সবশেষে, মনে রাখবেন—
জীবন অনেক সুন্দর। পৃথিবীও অনেক সুন্দর। পথে চলতে গিয়ে আগাছা আর কাঁটাঝোপ থাকবেই, কিন্তু আপনাকেই বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এগিয়ে যাবেন।
সব কথার উত্তর দিতে নেই, সবকিছুর প্রতিক্রিয়াও দিতে নেই।
নিজেকে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান।

সংগৃহীত

"একটা শান্ত দুপুর হোক তোমার — মনের মতো, ঘ্রাণভরা আর তৃপ্তিতে ভরা। শুভ দুপুর! ☀️🍽️"     #দুপুরেরআলসেমি
18/06/2025

"একটা শান্ত দুপুর হোক তোমার — মনের মতো, ঘ্রাণভরা আর তৃপ্তিতে ভরা। শুভ দুপুর! ☀️🍽️"
#দুপুরেরআলসেমি

🌸 শুভ সকাল 🌸নতুন দিনের আলো হোক আশীর্বাদে ভরা,মনটা হোক শান্ত—প্রাণটা হোক ভালোবাসায় জড়ানো।ভালো থাকো, সুস্থ থাকো, আজকের দিন...
17/06/2025

🌸 শুভ সকাল 🌸
নতুন দিনের আলো হোক আশীর্বাদে ভরা,
মনটা হোক শান্ত—প্রাণটা হোক ভালোবাসায় জড়ানো।
ভালো থাকো, সুস্থ থাকো, আজকের দিনটা হোক তোমার জন্য বিশেষ।☕🌞

#শুভসকাল #নতুনদিন #ভালোবাসা #পজিটিভভাইবস

সকালবেলা স্টার এর  ভালোবাসা দেখে মনটা ভালো হয়ে গেল। ধন্যবাদ ভাই।MD Abul Khayer 🌺
17/06/2025

সকালবেলা স্টার এর ভালোবাসা দেখে মনটা ভালো হয়ে গেল। ধন্যবাদ ভাই।
MD Abul Khayer 🌺

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farju's Leisure Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farju's Leisure Time:

Share