এইচ এম খলীলুর রহমান

এইচ এম খলীলুর রহমান ”আসসালামু আলাইকুম”
Welcome to my page এম খলীলুর রহমান
প্লিজ সবাই ফলো দিয়ে সাথে থাকুন । সবার জন্য শুভকামনা রইল।
(3)

"এইচ এম খলীলুর রহমান" পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার-

🔰- শর্ট ভিডিও ,
🔰- ইসলামিক ভিডিও ,
🔰- ওয়াজ ও মাহফিল,
🔰- পার্সোনাল ব্লগ ভিডিও ,
🔰- হাদিস ভিডিও ,
🔰- স্নেক ভিডিও ,
🔰-রিলস ভিডিও ,
🔰-পোষ্ট করব।

"এইচ এম খলীলুর রহমান" পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
❤ ধন্যবাদ সবাইকে ❤

21/08/2025

দুনিয়া ও আখেরাতে মর্যাদা বৃদ্ধির আমল হলো দুরুদ শরিফ।
~নাসায়ী শরীফ :১২৯৭
আলহামদুলিল্লাহ 🕋সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 💙

🕌🕋জুমু'আর দিনের সুন্নাত সমূহঃ🕋🕌
১. গোসল করা৷ (বুখারীঃ৮৭৭)
২.সূরা কাহফ পাঠ করা (বুখারীঃ৩/২৪৯)
৩. বেশি বেশি দুরুদ পাঠ করা
(আবু দাউদঃ১০৪৭)
৪.ফজরের সালাতে সূরা সাজদা ও ইনসান পড়া৷ (বুখারীঃ৮৯১)
৫. উত্তম পোশাক পরিধান করা ও সুগন্ধি লাগানো (বুখারীঃ৮৮৬)
৬. জুমুআর সালাতের জন্য তারাতাড়ি যাওয়া৷ (বুখারীঃ৮৮১)
৭.মসজিদে প্রবেশ করে ২ রাকাত সালাত আদায় করে বসা (বুখারীঃ১১৬৭)
৮.মুসল্লীদের ইমামের দিকে মুখ করে বসা (তিরমিযীঃ৫০৯)
৯.নীরব থাকা ও খুতবা শোনা (বুখারীঃ৯৩৪)
১০. সূরা আলা ও গাশিয়া দিয়ে জুমুআর সালাত আদায় করা (মুসলিমঃ৮৮৭)
১১.জুমুআর সালাতের পর ২/৪ রাকাত নফল সালাত আদায় করা (মুসলিমঃ৯৩৪)
১২.বেশি বেশি দুয়া করা।বিশেষ করে আসরের শেষ দিকে (বুখারীঃ১০৪৮)🕌🕌🕌 আস্তাগফিরুল্লাহ

🕋আলহামদুলিল্লাহ 🕋
🕋আস্তাগফিরুল্লাহ🕋

সে সমস্ত লোক যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রুযী দিয়েছি তা থেকে ব্যয় করে।তারাই হল সত্যিকার ঈমানদার! তাদের জন্য রয়েছে স্বীয় পরওয়ারদেগারের নিকট মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রুযী। [আনফাল ৩:৪] আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ।

গুনাহ করার সময় মানুষ ডানে তাকায় বামে তাকায় শুধু উপরে তাকায় না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দা...
21/08/2025

গুনাহ করার সময় মানুষ ডানে তাকায় বামে তাকায় শুধু উপরে তাকায় না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।

20/08/2025

রাতে যাদের ঘুমাতে দেরি হয় তাদের জন্য গল্পটি।
তাহলে গল্পটি পড়ুন''
যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ
একটি কথা।
এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক করছিলো যে- 'বরকত' বলতে কিছুই নেই।
তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো?
লোকটি বলল,
জি দেখেছি।
শায়খ লোকটিকে জিজ্ঞাসা করলেন- বলতো কুকুর আর
ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়?
লোকটি বললো, কুকুর।
শায়খ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি
দেখতে পাও, কুকুর না ছাগল?
লোকটি বললো, ছাগল।
শায়খ ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) বললেন,
"ছাগলকে মানুষ খায়, কোরবানির সময় কত ছাগল
কোরবানী করা হয়, এরপর ও ছাগলের সংখ্যায় বেশি দেখা
যায়, কমে না। এর রহস্য কি মনে হয় তোমার?
লোকটি জিজ্ঞাসা করলো- কি রহস্য শায়খ?
শায়খ বললেন- একবার ভেবে দেখো,
এটা কি বরকত নয়?
লোকটি বললো, তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয়,
আর কুকুরের মধ্যে বরকত হয় না?
শায়খ বললেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে
যায়, আর ভোরে জাগ্রত হয়, এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত।
ফলে তার মধ্যে বরকত হয়।
আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায়।
তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে।
একটু চিন্তার বিষয়, নবীজি (সঃ) এর সুন্নাত হলো-এশার
নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া।
শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া,
কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে
প্রথম আসমানে নেমে এসে বান্দাদের কে দোয়া করার জন্য,
ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন।
আর আমরা?
সাড়া রাত মোবাইলে, ইন্টারনেটে হা'রা'ম
কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি।
আর ফজরের তো খবরই নেই।
আমাদের মধ্যে এমন অনেকেই
আছেন যারা যখন শুনেন মসজিদের ফজরের আজান হচ্ছে,
ঠিক তখনই তারা ঘুমাতে যান।
তাদের মনে হয় হায়রে,
ঘুমের সময় হয়ে গেছে।
কিন্তু তাদের এটা মনে হয় না,
আজানটা যখন হয়েই গেছে,
নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি।
অথচ রাসুলুল্লাহ (সঃ) বলেন,
ফজরের কেবল দুই রাকাত
সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর চাইতে উত্তম,
সুবহানআল্লাহ।
তাহলে দুই রাকাত ফরজের
কতটা মর্যাদা হতে পারে?
এমন অতি মূল্যবান সময় আমরা
ঘুমিয়েই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ
বরকত দিবেন কিভাবে?
আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি -
আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন?
কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা
এমন ছিল না। আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর
সাত আটটার দিকে ঘুমিয়ে যেত। স্বামী স্ত্রী রাতে ঘুমানোর
আগে অনেক গল্প করতেন। অনেক লম্বা একটা সময়
ঘুমানোর পরে তাদের ভোর পাঁচটার দিকে উঠতে কোন
সমস্যা হতো না। ভোর বেলায় তারা খেতে খামারে কাজ
করতে চলে যেত। দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি
ফিরত। তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাটাতে পারতো।
কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না। ঘুমের সময় ছাড়া আমারা
আর কেউ বাসায় থাকি না। শুধু কাজ আর কাজ।
আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে। নারীরা
তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন, পুরুষেরাও
তাদের নারীর কাছে। কিন্তু কেউ কাউকে সময় দিতে
পারছেন না।
তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি,
আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন
করি। তাহলে আশা করা যায়, তিনি আমাদের দোয়া কবুল
করবেন এবং কাজকর্মে বরকত দিবেন, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান
করুন, আল্লাহুম্মা আমিন।

20/08/2025

স্ত্রী হিসাবে মহিলা মাদরাসা আর জেনারেল (স্কুল কলেজ)বলতে কিছু নেই। যার মধ্যে দ্বীন ও তাকওয়া আছে সেই স্ত্রী হিসেবে উত্তম।

Big shout out to my newest top fans! 💎 Md Abdullah, Sabiha Jannat Taifa, Zaif Ahmed Zayan, H M Khalilur Rahman, Amatulla...
20/08/2025

Big shout out to my newest top fans! 💎 Md Abdullah, Sabiha Jannat Taifa, Zaif Ahmed Zayan, H M Khalilur Rahman, Amatullah Amatullah, MD Ashraful Hosen Jibon, Md Abe Akkas, Aliullah Islam, Saiful Islam, Abi Yasa, MD Abu Ubiyada, Hm Naimul Islam

Drop a comment to welcome them to our community, fans

19/08/2025

রাসূল (সাঃ) বলেছেন "যে যুবক -যুবতী যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে আল্লাহ তাকে আরশের ছায়া তলে আশ্রয় দান করবেন। "

19/08/2025

কালোজিরা "সাম" ছাড়া যাবতীয় রোগের ঔষধ। ( 'সাম, অর্থ হল মৃত্যু)


সহিহ বুখারী- ৫৬৮৮

17/08/2025

‎আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
🔴 নবী (সাঃ) বলেছেন,
সত্য নেকীর দিকে পরিচালিত করে আর নেকী জান্নাতে পৌঁছায়। আর মানুষ সত্যের উপর কায়িম থেকে অবশেষে সিদ্দীক এর দরজা লাভ করে।

আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহ্‌র কাছে মহামিথ্যাচারী প্রতিপন্ন হয়ে যায়।

সহিহ বুখারী, হাদিস নং ৬০৯৪

16/08/2025

আল্লাহ তাআলা বলেন
"তুমি ঐদিনকে ভয় কর যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে। আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দিবে ।

16/08/2025

নবীজি ﷺ বলেছেন:
"চোখের যি'না হলো তাকানো।"

(বুখারি, হাদিস: ৬২৪৩)

15/08/2025

নবীজী( সাঃ) বলেছেন
"জুমার দিনে আমার প্রতি
বেশি বেশি দুরুদ পাঠ করো,
কারণ এ দিনে তোমাদের দুরুদ
আমার কাছে পৌঁছানো হয়।
(আবু দাউদ)

Address

সোনারগাঁ, নারায়ণগন্জ
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when এইচ এম খলীলুর রহমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share