দেশ ও দশের কথা

দেশ ও দশের কথা সকল নিউজ,সবার আগে,সঠিক পথে,,,,,ঠিক সময়ে�

বিদেশি পিস্তল ও রাইফেল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী সহ ৬ জ...
25/07/2025

বিদেশি পিস্তল ও রাইফেল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার মুখপাত্র তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী সহ ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী

আমরা যেমন বলেছি, জঙ্গিরা ছাত্রদের মধ্যে অনুপ্রবেশ করে এবং বেসামরিক নাগরিক ও পুলিশকে গুলি করে হত্যা করে। গত জুলাইয়ের দাঙ্গা শান্তিপূর্ণ আন্দোলন ছিল না। এ কারণেই পুলিশ আত্মরক্ষা করতে বাধ্য হয়েছিল

Joint forces have arrested 6 people, including Milan Sabyasachi, father of Tushar Sabyasachi, spokesperson of the Madaripur district anti-discrimination student movement, with foreign pistols and rifles.

As we have said, militants infiltrated the students and shot and killed civilians and police. Last July's riots were not a peaceful movement. That is why police were forced to defend themselves.

এই নিষ্ঠুর ঘটনা দেখার পরেও আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে,তাহলে তার দোষ বিএনপির না, দোষ এই দেশের জনগণের।
11/07/2025

এই নিষ্ঠুর ঘটনা দেখার পরেও আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে,তাহলে তার দোষ বিএনপির না, দোষ এই দেশের জনগণের।

29/06/2025

বিএনপি এখন বিএনপিকেই কামড়ে খাচ্ছে 😅😅😅

নারায়ণগঞ্জ জেলাস্থ বন্দরের সাবেক ২বারের উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান মুকুলের উপর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলা।
উলঙ্গ করে ভিডিও ধারন😪😪

#ভাইরাল

সম্মানিত সেনাপ্রধান,আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই। আমরা জানি, পর্দার আড়ালে কি হচ্ছে। দেশের সার্বভৌম...
10/05/2025

সম্মানিত সেনাপ্রধান,
আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই। আমরা জানি, পর্দার আড়ালে কি হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে রয়েছেন আপনি।

৫ই আগস্টের আগে-পরে নির্মম নির্যাতনের স্বীকার হয়েছি আমরা। এখনো হচ্ছি। সরাসরি রাজাকারদের সহযোগী হিসেবে ভূমিকা পালনের পরও আমরা আপনার বাহিনীকে ছোট করে কথা বলিনি। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে।

অথচ একটি পক্ষ সরাসরি আপনার এবং আপনার বাহিনীর বিপক্ষে কথা বলে যাচ্ছে। দেশটাকে মগেরমুল্লুক বানিয়ে রেখেছে। যা-চাচ্ছে তাই হয়ে যাচ্ছে।

শুধু এতটুকু মনে রাখবেন, ইতোমধ্যে আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। দেশটা আমাদের পূর্বপুরুষেরা স্বাধীন করেছে। এদেশের এক ইঞ্চি মাটিও যদি আমাদের হারাতে হয় এবং এদেশে যদি রাজাকারতন্ত্র কায়েম হয়েই যায় তাহলে এর জবাব একদিন আপনাকেও দিতে হবে।

একই রাস্তার এপিঠ ওপিঠ...আহত'রা রাস্তায় ঘুরে,😰আর সমন্বয়কেরা বাসরঘরে।😃
17/03/2025

একই রাস্তার এপিঠ ওপিঠ...
আহত'রা রাস্তায় ঘুরে,😰
আর সমন্বয়কেরা বাসরঘরে।😃

     @
05/03/2025

@

05/02/2025

প্রতিক্রিয়া।।
---------------
ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল বিক্ষুদ্ধ ছাত্র। ‘আজকে যারা যারা এই কাজটা করেছে, যারা যারা এই কাজের উসকানি দিয়েছে, যেই হোক না কেন সে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বর্তমান সরকারের কর্তব্য।’ ‘বৈধ হিসেবে মনে করেন, এমন একটা সরকারের অস্তিত্ব থাকলে কোনও ভবনে বুলডোজার চালানো কিংবা আগুন দেওয়া কিংবা ভাঙচুর সন্দেহাতীতভাবেই ফৌজদারি অপরাধ।’, ‘অন্তর্বর্তী সরকার হিসেবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা—এদের বিচার করা। বাংলাদেশ ভূখণ্ডে যেকোনও সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা যায়, তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না।’

‘বুলডোজার বাহিনীর মাঝেও ফ্যাসিবাদী ঔদ্ধত্যের সব উপসর্গ দেখা যাচ্ছে’, ‘রাজনৈতিকভাবে এরা যদি সফল হয়, বাংলাদেশ কয়লা হয়ে যাবে। আমার আশা, এরা ব্যর্থ হবে। এই লোভী ও বর্বর মানুষগুলো জুলাই-আগস্টের অভ্যুত্থান ভাঙিয়ে বেশিদূর যেতে পারবে না।’, ‘হাসিনার বিচার ও প্রত্যর্পণ যেখানে হওয়ার কথা দাবি, সেখানে তাকে পুনর্বাসন করার কাজটাই করবে এই ঘটনাটা।’, ‘আর মনে রাখবেন, এই ঘটনাগুলোতে সর্বদা শক্তিশালী হয় গোয়েন্দা সংস্থা ও আমলাতন্ত্র। যারা এই ঘটনা ঘটালো, তারা বাংলাদেশের জনগণকে কয়েক ধাপ পিছিয়ে দিলো। জুলাইয়ের অর্জনকে তুলে দিলো অগণতান্ত্রিক শক্তিগুলোর হাতে। প্রতিবেশীরও হাতে।’

বাহ্!!রাষ্ট্র নিয়ে চলছে ইতরামি 😡😡😡ইতারামি করতেও যে যোগ্যতা লাগে ইয়ানুস কাকা🧐🧐এই ড্রেস কোন দিক দিয়ে প্রসাশনের সাথে যায়।  ...
20/01/2025

বাহ্!!রাষ্ট্র নিয়ে চলছে ইতরামি 😡😡😡
ইতারামি করতেও যে যোগ্যতা লাগে ইয়ানুস কাকা🧐🧐

এই ড্রেস কোন দিক দিয়ে প্রসাশনের সাথে যায়।

ছি! ছি!!একজন পাকিস্তানি যদি বলে, 'আমরা ৩ লাখ বাঙালিকে মারসি, ৩০ লাখ নয়, মুজিব মিথ্যাচার করেছে'। আমি মানতে পারবো, কিন্তু ...
07/01/2025

ছি! ছি!!
একজন পাকিস্তানি যদি বলে, 'আমরা ৩ লাখ বাঙালিকে মারসি, ৩০ লাখ নয়, মুজিব মিথ্যাচার করেছে'। আমি মানতে পারবো, কিন্তু তুমিতো বাংলাদেশি। এই দেশ তোমার। এই মুক্তিযুদ্ধ তোমার। এই স্বাধীনতা তোমার। ৩ লাখ মরলেও তোমার মরসে ৩০ লাখ মরলেও তোমার মরসে। তুমি কেন এইটা নিয়ে প্রশ্ন তুলো? কখনো ভেবে দেখেছো? কারণ বাংলাদেশে একটা দল আছে। যারা তখন স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা তোমাদের মাথায় এসব ঢুকায়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিষয়ে এক জায়গায় স্থির থাকতে দেয় না।

পৃথিবীতে এমন কোন রাষ্ট্র পাবে না যেখানে আমাদের মতো স্বাধীনতার ইতিহাস নিয়ে নোংরামি চলে। আর সেটা একটা সিন্ডিকেটেই করে। তাদের থেকে সাবধান

30/12/2024

29/12/2024

সচিবালয় এর অগ্নিকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়ার বিষয় টা ধামাচাপা দেওয়ার জন্য ৩১ এ ডিসেম্বরের নাটক

With Anwar Hossain Shahin – I just got recognized as one of their top fans! 🎉
09/12/2024

With Anwar Hossain Shahin – I just got recognized as one of their top fans! 🎉

Address

Bandar
Narayanganj
1411

Telephone

+8801819919273

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশ ও দশের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share