20/05/2024
আগামী কাল ২১ তারিখ সোনারগাঁ উপজেলা নির্বাচন।আমাকে সোনারগাঁও বাসী যারা ভালোবাসেন,তাদের অনুরোধ করবো কালাম ভাইকে ঘোড়া মার্কা এবং মুকুল ভাইকে মাইক মার্কায় ১টি করে ভোট দিবেন।
কেনো ভোট দিবেন??
৯৬ সনে যখন এসএসসি পাশ করে সোনারগাঁ ডিগ্রি কলেজে ভর্তি হলাম।এই কালাম ভাই,মুকুল ভাই,জাকির চাচা,মাসুম ভাইদের সাথেই প্রতিদিন কলেজ চত্বরে জয় বাংলা শ্লোগান দিয়েছি।তাদের হাত ধরেই ছাত্রলীগের পথ ধরেছি।আমার মতো অনেকেই তাদের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেছে।তারা অনেকে ভুলে গেলেও আমরা কখনো তাদের সাথে বেইমানি করতে পারবো না। দোষে গুনে মানুষ।যেখানে মানুষ, সেখানেই কথা,,,
এখন নেতার অভাব নাই সোনারগাঁ উপজেলা, বন্দর উপজেলায়।তখন শ্লোগান ধরার মতো কাউকে পাওয়া খুব কঠিন ছিলো।তখন এতো মানুষও ছিলো না,ধান্ধাবাজী,ঠকবাজি ছিলো কম।সিনিয়র, জুনিয়রদের সুন্দর একটা ভারসাম্য ছিলো। এখন কে কাকে টপকাবে সেই চিন্তা।
সুতরাং কারো টাকার কাছে বিক্রি না হয়ে আপনার মুল্যবান ভোট গুলি ত্যাগী আওয়ামী লীগের কর্মীদের দিন।যারা সারাজীবন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে আছে।
Mohammad Aziz Mukul, মাহফুজুর রহমান কালাম, Mostafijur Rahman Masum. Abu Taher Dewan, Salauddin Masum, Rasel Mahamud, Obaydullah Badal,