গ্রীন বাংলা টিভি-Green Bangla Tv

গ্রীন বাংলা টিভি-Green Bangla Tv Tv,Media,News portal.

26/11/2024

2025  সেশনে ভর্তি চলিতেছে GREEN CARE Kindergarten School, পূর্ব কেওঢালা (শিক্ষা মেলার মাঠ)  ভূঁইয়া মার্কেট,মদনপুর,বন্দর,...
01/11/2024

2025 সেশনে ভর্তি চলিতেছে
GREEN CARE Kindergarten School, পূর্ব কেওঢালা (শিক্ষা মেলার মাঠ) ভূঁইয়া মার্কেট,মদনপুর,বন্দর, নারায়নগঞ্জ,

২০২৫ সেশনে ভর্তি চলিতেছে!!!!GREEN CARE Kindergarten School
28/10/2024

২০২৫ সেশনে ভর্তি চলিতেছে!!!!
GREEN CARE Kindergarten School

১৩ তারিখ রবিবার___আমার শুভ জন্মদিনে- বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন,ছোট ভাই,বড় ভাই,চাচা, ভাতিজা সহ সকলের ভালোবাসায় শিক্ত হলা...
14/10/2024

১৩ তারিখ রবিবার___
আমার শুভ জন্মদিনে- বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন,ছোট ভাই,বড় ভাই,চাচা, ভাতিজা সহ সকলের ভালোবাসায় শিক্ত হলাম।🙏🙏🙏🙏❤️❤️❤️🌺🌺🌺

আমার টাইম লাইনে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে,ফোন কলে, অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছি এবং আপ্লূত হয়েছি।
৯৬ প্রত্যেকটা গ্রুপে অসংখ্য বন্ধু/বান্ধবীরা শুভেচ্ছা জানিয়ে পোষ্ট করেছে,যা অকল্পনীয়🤔
আমি ক্ষুদ্র একজন মানুষ, এত্তো এত্তো ভালোবাসা পেয়ে ধন্য হয়েছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে।

অসংখ্য ধন্যবাদ সহ ভালবাসা রহিলো সকলের প্রতি।
সবাই ভালো থাকো সুস্থ থাকো সবসময়।
Love you everybody. 🙏🙏❤️❤️❤️❤️🌺🌺🌺


গোল্ডেন ৯৬ নারায়ণগঞ্জ Team SSC-96 Bangladesh STYLE 9698 Batch 96 "সারা বাংলাদেশের ব্যাচ ৯৬"

প্রতারক ট্রাভেল এজেন্সি চৌধুরী ট্যুর এন্ড ট্রাভেলস এজেন্সি সংবাদ প্রতিনিধি - গাজিপুর সিটি কর্পোরেশন গাজপুর সদরে ইব্রাহীম...
30/09/2024

প্রতারক ট্রাভেল এজেন্সি চৌধুরী ট্যুর এন্ড ট্রাভেলস এজেন্সি সংবাদ প্রতিনিধি - গাজিপুর সিটি কর্পোরেশন

গাজপুর সদরে ইব্রাহীম নামে এক প্রতারক চৌধুরী ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সি নামে অফিস খুলে প্রতারনা করে আসছে দীর্ঘদিন যাবৎ। বিভিন্ন বাহিরের দেশের চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিদেশে যেতে ইচ্ছুকদের কাছ থেকে সু কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এজেন্সির চেয়ারম্যান ইব্রাহীম।

সপ্তাহ খানেক আগে এই প্রতারক ধুবাই বাইক রাইডার হিসেবে ধুবাই সরকার আলবাত কম্পানিতে প্রায় ৯০০জন ফুড ডেলিভারি লোক নিবে বলে তার @চৌধুরী ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফ্রীতে লোক নিবে বলে বিজ্ঞাপন দেয়।
সে রেজিষ্ট্রেশন বাবাদ প্রত্যেকের কাছ থেকে ১৮৫০ টাকা করে তার নগদ একাউন্ডে 01331407521 নাম্বারে পাঠাতে বলে।
প্রায় বহুলোক তার প্রতারনার ক্ষপ্পরে পরে তাকে টাকা পঠায়।তার কথা মতো সাথে এককপি ছবি ও পাসপোর্টের স্কেন কপি সেন্ড করে।
গতকাল ছিলো জমা দেওয়ার লাস্ট ডেট। কিন্তু এই প্রতারক যারা যারা ১৮৫০ টাকা করে তাকে নগদ করেছে,সবাইকে হোয়্যাটআপ সহ ব্লক করে দেয়।

ঘটনার সত্যতা যাচাই করতে তার ব্যাক্তিগত মোবাইল নাম্বার 01782030028 ফোন দিলে সে হুমকি দেয়।তাকে আইনী ব্যবস্থার কথা বলা হলে সে উত্তরে বলে আর্মি,সেনাবাহিনী, পুলিশ তার পকেটে থাকে বলে সে লাইন কেটে দেয়।

উপরোক্ত লেখা প্রশাসনিক কারো নজরে এলে এই প্রতারকের আইনের আওতায় নিয়ে সাধারন মানুষক তার প্রতারনার হাত থেকে রক্ষা করার বিনীত অনুরোধ করছি।

তার কর্মকান্ডের বিস্তারিত কমেন্ট বক্সে।

Gazipur Metropolitan Police-GMP Gazipur, Dhaka, Bangladesh BOF, Gazipur Cantonment

🌺🌺শুভ জন্মদিন বন্ধু Rokanuddin Sumon  🌺🌺জন্মদিনে অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো 🌸🌸🎉🎉🎁🎁🎂🎂💥💥🌸🌸🌸
01/08/2024

🌺🌺শুভ জন্মদিন বন্ধু Rokanuddin Sumon 🌺🌺
জন্মদিনে অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো 🌸🌸🎉🎉🎁🎁🎂🎂💥💥🌸🌸🌸

আগষ্ট মাস,শোকাবহ মাস😪😪😪আগষ্টে হারিয়েছি বঙ্গবন্ধু সহ অসংখ্য উজ্জ্বল নক্ষত্র।
01/08/2024

আগষ্ট মাস,শোকাবহ মাস😪😪😪
আগষ্টে হারিয়েছি বঙ্গবন্ধু সহ অসংখ্য উজ্জ্বল নক্ষত্র।

সদা হাস্যজ্বল সোনারগাঁওয়ের ৯৬ বন্ধু Abu Hanif  এর জন্মদিনে অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভ কামনা রইলো।যুগ যুগ বেঁচে থাকো ...
26/06/2024

সদা হাস্যজ্বল সোনারগাঁওয়ের ৯৬ বন্ধু Abu Hanif এর জন্মদিনে অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভ কামনা রইলো।
যুগ যুগ বেঁচে থাকো প্রিয় দোস্ত আমার🎉🎉🎉❤️❤️🌺🌺🌺💐💐🎂🎂

আগামী কাল ২১ তারিখ সোনারগাঁ উপজেলা নির্বাচন।আমাকে সোনারগাঁও বাসী যারা ভালোবাসেন,তাদের অনুরোধ করবো কালাম ভাইকে  ঘোড়া মার্...
20/05/2024

আগামী কাল ২১ তারিখ সোনারগাঁ উপজেলা নির্বাচন।আমাকে সোনারগাঁও বাসী যারা ভালোবাসেন,তাদের অনুরোধ করবো কালাম ভাইকে ঘোড়া মার্কা এবং মুকুল ভাইকে মাইক মার্কায় ১টি করে ভোট দিবেন।
কেনো ভোট দিবেন??
৯৬ সনে যখন এসএসসি পাশ করে সোনারগাঁ ডিগ্রি কলেজে ভর্তি হলাম।এই কালাম ভাই,মুকুল ভাই,জাকির চাচা,মাসুম ভাইদের সাথেই প্রতিদিন কলেজ চত্বরে জয় বাংলা শ্লোগান দিয়েছি।তাদের হাত ধরেই ছাত্রলীগের পথ ধরেছি।আমার মতো অনেকেই তাদের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেছে।তারা অনেকে ভুলে গেলেও আমরা কখনো তাদের সাথে বেইমানি করতে পারবো না। দোষে গুনে মানুষ।যেখানে মানুষ, সেখানেই কথা,,,
এখন নেতার অভাব নাই সোনারগাঁ উপজেলা, বন্দর উপজেলায়।তখন শ্লোগান ধরার মতো কাউকে পাওয়া খুব কঠিন ছিলো।তখন এতো মানুষও ছিলো না,ধান্ধাবাজী,ঠকবাজি ছিলো কম।সিনিয়র, জুনিয়রদের সুন্দর একটা ভারসাম্য ছিলো। এখন কে কাকে টপকাবে সেই চিন্তা।
সুতরাং কারো টাকার কাছে বিক্রি না হয়ে আপনার মুল্যবান ভোট গুলি ত্যাগী আওয়ামী লীগের কর্মীদের দিন।যারা সারাজীবন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে আছে।

Mohammad Aziz Mukul, মাহফুজুর রহমান কালাম, Mostafijur Rahman Masum. Abu Taher Dewan, Salauddin Masum, Rasel Mahamud, Obaydullah Badal,

সোনারগাঁওয়ে ঘোড়া প্রতিকের জোয়ার উঠেছে ✌️✌️✌️যারা নেগেটিভ আছেন,দয়া করে পজেটিভ হয়ে যান।গত কয়েকটি নির্বাচন করেছে  মাহফুজুর ...
17/05/2024

সোনারগাঁওয়ে ঘোড়া প্রতিকের জোয়ার উঠেছে ✌️✌️✌️
যারা নেগেটিভ আছেন,দয়া করে পজেটিভ হয়ে যান।গত কয়েকটি নির্বাচন করেছে মাহফুজুর রহমান কালাম ভাই। তিনিকে একবার সুযোগ দেওয়া উচিত। কোন নেতা কি বললো,কার অনুসারী,,, এইসব বাদ দিন ভাই।
আমরা সব নেতাদেরই চিনি।দোষে গুনেই মানুষ।সোনারগাঁওয়ে আওয়ামীলীগের দুঃসময়ে এই কালাম ভাই রাজপথে ছিলো এবং সোনারগাঁও আওয়ামী লীগকে সংগঠিত করেছে।কায়সার ভাইকে এমপি বানিয়েছে এই কালাম ভাই।একথা অনেকেই ভুলে গেলে চলবে না।
একজন উপযুক্ত নেতা হিসেবে সবাই কালাম ভাইকে ভোট দিয়ে সহযোগিতা করুন।নয়তো বন্দর উপজেলার মতো আপনারা ও অস্তিত্বহীন হয়ে পরবেন।
ধন্যবাদ ❤️❤️🙏🙏🙏
Mostafijur Rahman Masum. মাহফুজুর রহমান কালাম সমর্থক ডাঃ বীরু সমর্থক গোষ্ঠি

সোনারগাঁ উপজেলা নির্বাচনে যারা অংশ নিয়েছেন।তাদের জন্য মেসেজ,,লেকচার,মিটিং মিছিল,জনপ্রীয়তা,আত্মীয়স্বজন,নেতাখেতা,ওয়াদার কো...
10/05/2024

সোনারগাঁ উপজেলা নির্বাচনে যারা অংশ নিয়েছেন।তাদের জন্য মেসেজ,,
লেকচার,মিটিং মিছিল,জনপ্রীয়তা,আত্মীয়স্বজন,নেতাখেতা,ওয়াদার কোনো মুল্য নেই।
এইরকম নোট যারা যতো বেশি ছিটাতে পারবেন।তারাই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হতে পারবেন।নয়তো না।
কার কি অবস্থান,কার চরিত্র,ফ্যামিলি কেমন, এইসব পাবলিক খায় না।পাবলিক খায় নগদ কচকচা বঙ্গবন্ধু নোট।

Address

Porva Keowdhala
Narayanganj
1411

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রীন বাংলা টিভি-Green Bangla Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share