Noor a alam siddique

Noor a alam siddique Noor A Alam Siddique, Village:Fordabad,Post Office: Fordabad,Upazila:Bancharampur,District:Brahmanba

19/09/2025
19/09/2025

বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব হয় না: মির্জা ফখরুল

#বিএনপি

Shout out to my newest followers! Excited to have you onboard!Mahamudul Hasan, Anarul Islam, Annafir Cox, Mohammad Ali, ...
19/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Mahamudul Hasan, Anarul Islam, Annafir Cox, Mohammad Ali, MD Farid Uddin, Abdul Mojed, Shoriful Alom

ব‍্যাপক শোরগোল শুনে ভাবলাম যে রীতিমত ১৮+ কোন ভিডিও বা নিদেন পক্ষে জনসমক্ষে দেখার মত না এমন কিছু রিলিজ হবে জাহেদ ভাই আর র...
19/09/2025

ব‍্যাপক শোরগোল শুনে ভাবলাম যে রীতিমত ১৮+ কোন ভিডিও বা নিদেন পক্ষে জনসমক্ষে দেখার মত না এমন কিছু রিলিজ হবে জাহেদ ভাই আর রুমিন ফারহানাকে নিয়ে! তা না এমন একটা ছবি বের হলো সেটা বরং ওজু অবস্থাতেও দেখা যায়! এইডা কিছু হইলো?

হাসিনা বাঙ্গাল জাতীর মোরাল এমনভাবে নস্ট করে দিয়ে গেছে - জাতীর জ্ঞান, বুদ্ধি, শ্রদ্ধাবোধ, বিবেকবোধের যে শুন্যতা তৈরী হয়েছে সেটা ঠিক কতদিনে রিকভার হবে আল্লাহু আলম!

জাস্ট চিন্তা করেন দুজন লোক রেস্টুরেন্টে বসে খাচ্ছে, আপনি গোপনে সেই ছবি তুলে (ছবিটা যদি আসল হয়) রসালো ক্যাপশন দিয়ে তাদের চরিত্র হনন করতেছেন - এইটা তো ধর্মীয় ও রাষ্ট্রীয় সব আইনেই নিষিদ্ধ।

অনেকে এই ছবিটা ব্যাপক উৎসাহে রসালো ক্যাপশন দিয়ে আপলোড দিচ্ছে। এই ছবিটা তোলা ও শেয়ার করা যে অনৈতিক এইটা তাদের মাথায় ডুকতেসে না।

বিগত ১৫ বছরে শুধু হাসিনার সমর্থকরা না, অনেক এণ্টাই হাসিনা সাবকও যে পচে গেছে, সেসব এখন উন্মোচিত হচ্ছে।

___________________________________
ছবিটা এবং লেখার কনসেপ্টের কৃতজ্ঞতা Ekjon Ghunpoka

শিশি মনিরের উদ্দেশ্য প্রেরিত"যেহেতু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারেন না, এবং যেহেতু ১০৬ অনুচ্ছ...
19/09/2025

শিশি মনিরের উদ্দেশ্য প্রেরিত

"যেহেতু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারেন না, এবং

যেহেতু ১০৬ অনুচ্ছেদের রেফারেন্স অনুযায়ী প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ বিধিসম্মত হয় নাই, এবং

যেহেতু ২৮ আগস্ট তারিখে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে পাওয়া যায়নি,

অতএব জামায়াতে ইসলামি এবং উহার ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের গেজেট অবৈধ।

সুতরাং উহারা নিষিদ্ধ সংগঠন। উহাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কোনো সুযোগ নাই।"

__________________________________
প্রশ্নটি উত্থাপন করেছেন Habibur Rahman

18/09/2025

চাদপূরের রাজা ইলিশ

18/09/2025

ভিপি নূরের বাসায় আমির খসরু মাহমুদ চৌধুরী

জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় শহীদ হন আহাদ ও সুমন। সেই হত্যা মামলার আসামী ছবির সোহেল মিয়া। এখন এই সোহেল মিয়ার জন্য সুপারিশ...
18/09/2025

জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় শহীদ হন আহাদ ও সুমন। সেই হত্যা মামলার আসামী ছবির সোহেল মিয়া।

এখন এই সোহেল মিয়ার জন্য সুপারিশ করেছেন মাগুরা জেলা জামায়াতের আমির বাকের।

প্রত্যয়ন পত্রে বাকের লেখেন "সোহেল মিয়া আমাদের সাংগঠনিক পরিবারের একজন সদস্য"।

বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের  দুজন কেন্দ্রীয় কারাগারে আছে।একজন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ স...
18/09/2025

বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের দুজন কেন্দ্রীয় কারাগারে আছে।একজন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল মানব পাচার মামলায় গ্রেফতার হয় ৪ তারিখ কেরানীগঞ্জ কারাগারে যায়, শাপলার ২য় তলায় ওয়ার্ল্ড এ আছে। আরেকজন গ্রেফতার হয় ফরদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়।
সে রাজবন্দী হিসেবে বনফুল এর ২/১ সেল এ আছে।

 #শিল্পপতি_রিপন_মুন্সি: একজন সফল উদ্যোক্তার পথচলা ও সম্প্রতিক বিতর্ক১৭ সেপ্টেম্বর:স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (...
18/09/2025

#শিল্পপতি_রিপন_মুন্সি: একজন সফল উদ্যোক্তার পথচলা ও সম্প্রতিক বিতর্ক

১৭ সেপ্টেম্বর:
স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিপন মুন্সির গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় যে আলোচনার ঝড় উঠেছে, তার পাশাপাশি অনেকেই মনে করছেন – একজন স্বনামধন্য শিল্পপতির জীবনের সার্বিক অবদানও আলোচনায় আনা প্রয়োজন।

সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটি মামলায় রিপন মুন্সিকে গ্রেফতার করে।ভিকটিম আজিজুলকে নিয়ে একাধিক পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।নরসিংদির ঘটনায় মামলা করা হয় বাড্ডা থানায়।
আর এই মামলায় আসামি করা হয় বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সিকে,শুধুমাত্র হয়রানি আর অর্থ হাতানোর জন্য একটি চক্র এই কাজটি করে। ভিকটিম আজিজুল এর স্বীকার। প্রথমে একটি চক্র অর্থ হাতানোর চেষ্টা করে।অর্থ হাতাতে ব্যর্থ হয়ে চক্রটি শিল্পপতি রিপন মুন্সিকে এই মামলায় গ্রেফতার দেখায়।

ভিকটিম আজিজুল কে সামনে রেখে একটি চক্র এই কাজটি করেছে।

#রিপন_মুন্সি শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন ধরে দেশের শিল্পখাতে অবদান রেখে চলেছেন। স্পাইডার গ্রুপের মাধ্যমে তিনি দেশের তরুণদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। তার প্রতিষ্ঠান দেশের তথ্যপ্রযুক্তি, নির্মাণ এবং খুচরা বিপণন খাতে একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।

ব্যবসার পাশাপাশি রিপন মুন্সি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের স্বার্থে একাধিক #মসজিদ নির্মাণ পাঁচ ওয়াক্ত নামাজীদেরকে নিয়মিত নামাজে উৎসাহিত করার জন্য সাইকেল উপহার দেওয়া অসহায় গরিব লোকের বিবাহ অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান। অগণিত বেকার যুবককে কর্মসংস্থানের জন্য সিএনজি কিনে দেওয়া , শিক্ষার্থীদের জন্য পাঠাগার নির্মাণ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট নির্মাণে তার সহযোগিতার হাত ছিল সুদূরপ্রসারী, প্রবাসীদের প্রবাসে যাওয়ার ক্ষেত্রে আর্থিক সহায়তা, এলাকাবাসীর অনেকেই স্মরণ করছেন, কভিড-১৯ মহামারির সময় তার পক্ষ থেকে বিতরণ করা হয়েছিল খাদ্য ও চিকিৎসা সামগ্রী। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি প্রদানসহ স্থানীয় রাস্তাঘাট উন্নয়নে তার সহযোগিতা ছিল দৃশ্যমান। শিল্পপতি রিপন মুন্সি স্থানীয় বা জাতিয় রাজনীতিতে কোন দলের সাথেই সরাসরি সম্পৃক্ত ছিল না। কোন দলেই নেই শিল্পপতি রিপন মুন্সির কোন পদ পদবী।

গত ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার, ঢাকার বাড্ডা থানার একটি মামলায় তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এ বিষয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মত প্রকাশ করলেও, নিরপেক্ষ একটি তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন করা উচিত বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

অসংখ্য কর্মচারী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রিপন মুন্সির প্রতি তাদের আস্থা ও সমর্থন জানিয়েছেন। তাদের মতে, “একজন ব্যক্তি যিনি হাজারো মানুষের জীবনে আলো এনেছেন, তার ব্যাপারে যেকোনো অভিযোগ তদন্তসাপেক্ষে প্রমাণিত না হওয়া পর্যন্ত নেতিবাচক সিদ্ধান্তে পৌঁছানো অনুচিত।”

একজন সফল শিল্পপতির বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি অবশ্যই আইনগতভাবে যাচাই হওয়া জরুরি। তবে তার অতীত অর্জন, সমাজে অবদান এবং মানুষের জীবনে প্রভাবও আলোচনার অংশ হওয়া উচিত। রিপন মুন্সির মতো ব্যক্তিত্বদের মূল্যায়নে সমাজ ও প্রশাসনের পক্ষ থেকে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি আশা করছেন সচেতন নাগরিকেরা।

প্রবাদে একটি কথা আছে রাজার বাড়ির হাতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। পিছনে কিছু কুকুর ঘেউ ঘেউ করছে
একজন রাজাকে প্রশ্ন করলো?
কুকুর গুলো অনেক ক্ষুদ্র প্রাণী, হাতি ইচ্ছে করলে নিমিষেই লাথি দিয়ে কুকুর গুলোকে মেরে ফেলতে পারতো, কিন্তু হাতি পিছনে তাকাচ্ছে না কেন?
রাজার উত্তর : হাতির স্বভাব কুকুরকে লাথি দেওয়া নয়।
পিছনের দিকে কুকুরকে লাথি দিলে হাতি যে রাজার হাতি, সেই সম্মানটা রইল কই। কুকুরের স্বভাব ঘেউ ঘেউ করা , কুকুর গুলু ঘেউ ঘেউ করবেই, এতে হাতির কিছু আসে যায় না।

18/09/2025

Address

Narayanganj
3420

Alerts

Be the first to know and let us send you an email when Noor a alam siddique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noor a alam siddique:

Share