BD News Confidential Information

BD News Confidential Information Confidential Information News

কারফিউ আরও ১৫-৩০ দিন রাখার প্রস্তাবপাভেল হায়দার চৌধুরীপ্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১০:২০ এএম আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১০:৫৭ এএম...
30/07/2024

কারফিউ আরও ১৫-৩০ দিন রাখার প্রস্তাব
পাভেল হায়দার চৌধুরী
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১০:২০ এএম আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১০:৫৭ এএম।

:- দেশের চলমান পরিস্থিতিতে বলবৎ থাকা কারফিউর মেয়াদ আরও ১৫ থেকে ৩০ দিন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বৈঠকে এ প্রস্তাব করা হয়।

বৈঠকে জোট নেতারা বলেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও এখনো জামায়াত-শিবির ও বিএনপি ঘরে ফিরে যায়নি। তাই মাঠ থেকে এখনই সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তুলে নেওয়া ঠিক হবে না।

বৈঠকে জোটের প্রায় সব নেতাই চলমান পরিস্থিতি স্বাভাবিক করে জনগণের মধ্যে কীভাবে স্বস্তি ফেরানো যায় সে বিষয়ে কথা বলেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ যেন বাড়াবাড়ি না করে সেদিকে বিশেষ নজর রাখতে বলেন তারা। কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য সঠিক তথ্য নিয়ে গ্রেপ্তারের দাবি জানানো হয়।একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ১৪-দলীয় জোটের নেতারা। তারা বলেন, ধারাবাহিকভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

একই বৈঠকে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বৈঠকের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উপস্থিত সব নেতা। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ‘সন্ত্রাস’ এবং ‘জঙ্গিবাদের’ সঙ্গে যুক্ত উল্লেখ করে সংগঠন দুটিকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন আগামী দুই-তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হবে বলে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক ব্যক্তি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

গতকাল বিকেল ৫টায় শুরু হওয়া রুদ্ধদ্বার এ বৈঠক রাত ৯টা পর্যন্ত চলে। বৈঠক শেষে গণভবনের ফটকে দাঁড়িয়ে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের অবগত করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১৪ দলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে জামায়াত-শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জোটের নেতৃবৃন্দ মনে করেন, বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবির ও তাদের দোসর উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত।’এদিকে জোটের গতকালের বৈঠকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে বলে জানা গেছে। একাধিক নেতা বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য-বিবৃতি পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে।

একইসঙ্গে ডিবি হেফাজতে নিয়ে সমন্বয়কদের সঙ্গে পুলিশ কর্মকর্তা হারুনের ব্যবহার (এক টেবিলে বসে খাবার খাওয়ার ছবি) নিয়ে হাইকোর্টের মন্তব্য সরকারের বিপক্ষে গেছে বলেও বৈঠকে একাধিক নেতা অভিমত প্রকাশ করেন। এ বিষয়ে জোটের একটি দলের নেতা বলেন, ‘সমন্বয়কদের ধরলওবা কেন? আবার ধরে ওদের খাইয়ে মিডিয়ার প্রচার জাতির সঙ্গে মশকরা।’ জবাবে বৈঠকে আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘হারুন সবসময় উল্টাপাল্টা কাজ করে। ওরে দ্রুতই বদলি করার জন্যও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া দরকার।’ এ সময় ডিবির এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল রাতেই কথা বলবেন বলে জানান প্রধানমন্ত্রী।

বিষয়:
কোটা আন্দোলন

কোটা আন্দোলন ঘিরে চট্টগ্রাম আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে!১০ টা ০ মিনিট, ৩০ জুলাই ২০২৪,;- কোটা সংস্কার আন্দোল...
30/07/2024

কোটা আন্দোলন ঘিরে চট্টগ্রাম আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে!
১০ টা ০ মিনিট, ৩০ জুলাই ২০২৪,
;- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রামে ক্ষমতাসীন আওয়ামীলীগের সাংগঠনিক দুর্বলতা এখন অনেকটাই প্রকাশ্যে। একইসঙ্গে ১৬টি সংসদীয় আসনের কোথাও হেভিওয়েট সংসদ সদস্য ও তাদের নেতাকর্মীদের দেখা যায়নি। তবে সংসদ সদস্যদের মধ্যে অনেকের অবস্থান দেশের বাইরে ছিল। এছাড়া ৭ জন এমপি পারিবারিক সূত্রে দলে স্থান পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

:- এই আন্দোলন সহিংসতায় রূপ নেয়ার পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, নতুন ব্রিজ এলাকায় হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে আন্দোলনকারীদের মোকাবিলার ঘোষণা দেয়া হলেও নেতাকর্মীদের খুব একটা মাঠে দেখা যায়নি।


চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে উত্তরাধিকার সূত্রে এমপি হয়েছেন ৭ জন। এছাড়া অন্যান্য অনেক আসনে প্রভাবশালী সংসদ সদস্য থাকলেও মাঠে কারো উপস্থিতি ছিল না। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাংগঠনিক দুর্বলতার বিষয়টি ব্যাপকভাবে সামনে আসে। অনেক এমপি নিজ এলাকায় না থেকে দেশের বাইরে ছিলেন বলেও জানা গেছে।

এছাড়া মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদ ছিল চোখে পড়ার মতো। সাংগঠনিক ব্যর্থতা, সংসদ সদস্যদের নিজ এলাকায় না থেকে বিদেশ যাওয়ার প্রবণতা, আন্দোলনের গতি-প্রকৃতি বুঝতে ব্যর্থ হওয়ার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান চট্টগ্রাম মহানগরের ১৪ দলের সমন্বয়ক।

সমন্বয়ক খোরশেদ আলম সুজন বলেন, ‘লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া ও দুবাইয়ে ঘন ঘন যায়, সেখানে তাদের (সংসদ সদস্যরা) কাজটা কী? পুরো আন্দোলন বুঝতেই ভুল ছিল, আর সেখানে দল সংযুক্ত না হওয়ায় পরিণতি খারাপ হয়েছে।’
:- এদিকে সাংগঠনিক ব্যর্থতার কথা অস্বীকার করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, অনেকে এ ধরনের উদ্ভূত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারেননি। আর এটি শিক্ষার্থীদের আন্দোলন, সেখানে ছাত্রদের সংশ্লিষ্টতা প্রাধান্য পেয়েছে। এখানে মূল সংগঠনের সরাসরি সম্পৃক্ত হওয়া বা বিপক্ষে অবস্থান গ্রহণ করার ক্ষেত্রে দলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত ছিল না।

উল্লেখ্য, চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ!জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:৩৫ এএম, ৩০ জুলাই ২০২৪,:- বৈষম্যবি...
30/07/2024

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ!
জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:৩৫ এএম, ৩০ জুলাই ২০২৪,

:- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তবে বিক্ষোভে অংশ নেওয়ার আগে একাধিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

সোমবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল পর্যন্ত গিয়ে পুনরায় মূল ফটকে এসে মিলিত হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্র আন্দোলন চত্বর, ব্লু ওয়াটার পার্ক রোড, কোটবাড়ী বিশ্বরোড, কোটবাড়ী অংশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা প্রতিটি যানবাহন চেক করেন। এসময় আন্দোলনকারী কেউ থাকলে তাদের গালিগালাজ, মারধর করে গাড়িতে তুলে আবার ফিরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতরাও ক্যাম্পাসে এসে নাশকতা সৃষ্টি করতে পারে, এ খবরে আমরা অবস্থান নিয়েছি। আমাদের অবস্থানের ফলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসের দিকে যেতে পারছেন।

কুবি সমন্বয়কদের অন্যতম মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছি। বিক্ষোভে অংশ নিতে আসার সময় আমাদের একাধিক সহকর্মী হামলা ও হেনস্তার শিকার হয়েছেন।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, আজ তেমন কোনো ঝামেলার মুখোমুখি হতে হয়নি শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ, সেহেতু আমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো দলের কর্মসূচি করতে দেবো না।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/

সারা দেশে আরও ৪০৩ জন গ্রেপ্তার।: গত ১৩ দিনে সারা দেশে ১০ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা ও চট্টগ্রামের বাই...
30/07/2024

সারা দেশে আরও ৪০৩ জন গ্রেপ্তার।
: গত ১৩ দিনে সারা দেশে ১০ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামের বাইরে মামলা ও গ্রেপ্তার তুলনামূলক বেশি হচ্ছে রাজশাহী, রংপুর ও বগুড়ায়।
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৮: ৩৩

:- সারা দেশে আরও অন্তত ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার দুপুর থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ–সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় গত ১৩ দিনে সারা দেশে ১০ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রথম আলোর প্রতিনিধিরা ১৭ জুলাই থেকে দেশের মহানগর, জেলা ও থানা-পুলিশ সূত্র থেকে মামলা ও গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করছেন। গতকাল পর্যন্ত সারা দেশে মোট ১০ হাজার ২৮ জন গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।

একমাত্র ছেলের বুকে পাষণ্ডরা গুলি মেরেছে, বুকটা ফুটো হয়ে গেছে’! দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতাপ্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ২০:...
29/07/2024

একমাত্র ছেলের বুকে পাষণ্ডরা গুলি মেরেছে, বুকটা ফুটো হয়ে গেছে’!
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ২০:০৬

:- একমাত্র ছেলের বুকে পাষণ্ডরা গুলি মেরেছে, বুকটা ফুটো হয়ে গেছে’
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ২০:০৬
ঢাকায় গুলিতে নিহত মো. সাগর মিয়া (ডানে), বামে দাদির আহাজারি
ঢাকায় গুলিতে নিহত মো. সাগর মিয়া (ডানে), বামে দাদির আহাজারি
‘আমার একমাত্র ছেলের বুকে পাষণ্ডরা গুলি মেরেছে। বুকটা ফুটো হয়ে গেছে। আমার একটিমাত্র ছেলে, তাকেও আমার কাছ থেকে কেঁড়ে নিলো। আমি অসুস্থ, কখন মারা যাই ঠিক নাই। আমার পুরো সংসারটা শেষ হয়ে গেলো।’

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কিডনি রোগী বাবার চিকিৎসা ও পেটের দায়ে ঢাকার রাস্তায় সবজি বিক্রি করতে গিয়ে গুলিতে নিহত ১৯ বছর বয়সী সাগর মিয়ার বাবা কথাগুলো বলছিলেন আর অঝোরে কাঁদছিলেন। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর পরিবারের সবাই।

মো. হানিফ মিয়ার একমাত্র ছেলে সাগর। বাবা-মা ও দুই বোন নিয়ে মিরপুর ১ নম্বর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। কিডনি রোগী বাবার চিকিৎসা ও পেটের দায়ে সাগর ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে সবজি বিক্রি করতেন। গত ১৯ জুলাই সংঘর্ষ চলাকালে ঢাকার মিরপুর ১০ নম্বরে ভ্যানে করে সবজি বিক্রির সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাগর। পরদিন দুপুরে তার বাবা সাগরের লাশ নিয়ে যান গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামে। জানাজা শেষে বাড়ির একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাগরের বাবা বলেন, শুক্রবার গোলাগুলির দিন আমি বারবার বলছিলাম বাবা তুই আজকে যাইস না। আমার ওষুধ ও ঘরে বাজার নাই, হাতেও টাকা ছিল না, তাই ভ্যান নিয়ে বের হইছিলো। এরপর আমি বিকালে ফোন করছিলাম, সে আমারে জানায়, আমি মিরপুর ১০ নম্বর এলাকায় আছি, তুমি চিন্তা কইরো না। আমি বলছি তুই বাসায় চলে আয়। আমাকে জানায়, বাবা আমি আসতে পারবো না, এখানে অনেক গোলাগুলি হচ্ছে।

‘এরপর সন্ধ্যায় ফোন দিলে তার নম্বর বন্ধ পাই। রাত ৮টার দিকে আমি সাগরকে খুঁজতে বের হই। তখনও বাহিরে টিয়ারসেল ও গোলাগুলি চলছিল। পরে রাত ১০টার পর আমি মিরপুর ১০ নম্বরে এসে সাগরের খোঁজ নিলে কেউ একজন বলেন, আপনার ছেলে কি সবজি বিক্রি করতো। আমি হ্যাঁ বললে, তিনি একটি প্রাইভেট হাসপাতালের নাম বলে বললো- ওখানে গিয়ে খোঁজ নেন, মিরপুরে যারা আহত হইছে এদের প্রায় সবাই ওই হাসপাতালে আছে। আমি দৌড়ে ওই হাসপাতালে গিয়ে খোঁজ করলে রাত ৩টার পর আমার ছেলের লাশ দেখানো হয়। এরপর আমি আর কিছু বলতে পারবো না...।’

আবু হানিফ মিয়া আরও বলেন, আমার একমাত্র ছেলের বুকে পাষন্ডরা গুলি মেরেছে, বুক ফুটো হয়ে গেছে। আমার একটিমাত্র ছেলে, তাকেও আমার কাছ থেকে কেঁড়ে নিলো। আমি অসুস্থ, কখন মারা যাই ঠিক নাই। আমার পুরো সংসারটা শেষ হয়ে গেলো। তার মা ও দুই বোন রয়েছে, তাদের দেখাশুনা কে করবে- বলেই অঝোরে কাঁদছেন আবু হানিফ মিয়া।

সাগরের ফুফু সাহিদা আক্তার বলেন, সাগর আমার একমাত্র ভাতিজা। বাড়িতে আসলে এই ঘরেই থাকতো। সাগরের বাবা অনেকদিন থেকে কেডনি রোগে ভুগছে। তার চিকিৎসার জন্য সাগর লেখাপড়া বন্ধ করে ঢাকায় সিজনালি সবজি বিক্রি করতো। সংসারে একমাত্র রোজগার করতো সাগর। সন্তান হারিয়ে আমার ভাই বার বার বেহুস হয়ে পড়ছে।

ঘরের দরজায় বসে নাতির ছবি হাতে নিয়ে কাঁদছেন ৬০ বছরের বৃদ্ধা রাজিয়া খাতুন। তাকে সান্তনা দিতে এসে কাঁদছেন পাড়া-প্রতিবেশীরাও। ক্ষোভ ও ঘৃণা জানাচ্ছেন সাগরের হত্যাকারীদের প্রতি।

দাদি রাজিয়া খাতুন সাংবাদিকদের বলেন, আমার নাতি বাড়িতে আইলে দুই একদিন থাইক্যা ঢাহা (ঢাকা) যাওয়ার সময় আমার লগে দুষ্টুমি করতো। বলতো দাদি তোমারে পরের বার এসে বিয়ে করমু, তুমি রেডি থাইকো, এই বলে হাসাহাসি করে আমার কাছ থেকে বিদায় নিতো। এলাকায় সকল ছেলেদের সাথে খেলাধুলা করতো। আমার নাতিরে ফিরাই আইন্না দাও, কেডা আমার নাতিরে মারলো, তার তো শত্রু নাই।

‘বাড়িতে আইলে এই ঘরে আর কেডায় থাকবো। আমারে কেডা ফোন করে বলবো, দাদি তোমার লাইগ্যা কি আনমু, তোমার ওষুধ লাগবোনি। ওরে সাগর তুই কইরে...আমার আগে তুই কেমনে মরলি? তরে কেডা গুলি করে মারলো!’

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, এখন পর্যন্ত দেবিদ্বারে তিনটি মরদেহ আসার খবর পেয়েছি। ঢাকায় নিহত সাগরের বাড়ি বড়শালঘর গ্রামে। নিহতের পরিবারগুলোর খোঁজ-খবর রাখছি।

দেবিদ্বারের ইউএনও নিগার সুলতানা বলেন, ঢাকায় নিহত তিন পরিবারের সদস্যদের সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি নিজে তাদের বাড়িতে গিয়ে সরকারিভাবে আর্থিক সহযোগিতা তুলে দিয়েছি। সাগরের পরিবারকেও সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে।

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, আটক ১,প্রকাশ: ২৯ জুলাই, ২০২৪ ২০:৩৩ :- কোটা বৈষম্যবিরোধী আন্দোলনের দেশব্যাপী কর্মসূচ...
29/07/2024

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, আটক ১,
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৪ ২০:৩৩
:- কোটা বৈষম্যবিরোধী আন্দোলনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় নাফিস আহমেদ ইকরাম নামের এক কলেজছাত্রকে আটক করা হয়। আটক ইকরাম লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সোমবার (২৯ জুলাই) বিকেল ৪টা থেকে জেলা শহরের মাদাম ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়।

পরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আট দফা দাবি নিয়ে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন কোটা বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই লক্ষ্যে বিকেল ৩টা থেকে লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় ঝড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ৪টা থেকে ৫টা পর্যন্ত তারা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ মাদাম ব্রিজ এলাকায় বিক্ষোভ করেনে।

এ সময় তারা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে দুই পাশে যানজট সৃষ্টি হয়। একই সঙ্গে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিলেন শিক্ষার্থীরা।
নাশকতাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।


অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, কোটা আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। ইকরাম নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ববিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৫,প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১৮:১৫:-  বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন...
29/07/2024

ববিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৫,
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১৮:১৫

:- বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ব্যানারে রাজনীতি করেন এমন শিক্ষার্থীরা লাঠি, রড, পাইপ নিয়ে এ হামলা চালিয়েছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর অনুসরণ করুন
আজ সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচে এই ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের মধ্যে নয় জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখার সমন্বয়ক সুজয় শুভ বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে গত শনিবার সংবাদ সম্মেলন করেন তারা। কিন্তু কিছু পত্রিকায় উল্টো সংবাদ আসে। এ বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এ কে আরাফাতের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা বেধড়ক পিটিয়ে অন্তত ১৫ জনকে আহত করে।

সুজয় শুভ বলেন, আহতদের মধ্যে মাহামুদুল হাসান, সুজন মাহামুদ, শর্মিলা জাহান ও সিরাজুল ইসলামের আঘাত কিছুটা গুরুতর।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই : শিক্ষামন্ত্রী।প্রকাশ: ২৯ জুলাই, ২০২৪ ১৭:৩৭:- শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জা...
29/07/2024

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই : শিক্ষামন্ত্রী।
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৪ ১৭:৩৭

:- শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই। আজকেও (২৯ জুলাই) কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী এ কথা জানান।

এ সময় তিনি বলেন, ‘এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই ‍মুহূর্তে সেই পরিস্থিতি (শিক্ষাপ্রতিষ্ঠান খোলা) তো নেই।

আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে, কয়জন নেমেছে বা কী হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব।’
সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফৌজদারি অপরাধ করা হয়েছে মানুষের সঙ্গে, বিচার হওয়া উচিত।নিজস্ব প্রতিবেদকঢাকাআপডেট: ২৯ জুলাই ২০২৪, ১৯: ০৫।:- সরকারি চাকরিত...
29/07/2024

ফৌজদারি অপরাধ করা হয়েছে মানুষের সঙ্গে, বিচার হওয়া উচিত।
নিজস্ব প্রতিবেদকঢাকা

আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১৯: ০৫।

:- সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে যত ছাত্র-জনতার মৃত্যু হয়েছে, দেশের ইতিহাসে কোনো অরাজনৈতিক দাবির কারণে এত মানুষের মৃত্যু হয়নি। সংবিধানে সভা-সমাবেশের অধিকার দেওয়া হয়েছে। তবে প্রতি পদে পদে সংবিধান বরখেলাপ করে যাচ্ছে সরকার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের ঘটনায় গুলি চালিয়ে ফৌজদারি অপরাধ করা হয়েছে। এর বিচার হওয়া উচিত।

আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক মানববন্ধনে আইনজীবীরা এসব কথা বলেন। ‘গণহত্যার বিচার চাই, গায়েবী মামলা-গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ কর’ শিরোনামে এই মানববন্ধনের আয়োজন করে আইনজীবী সমাজ।

সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের ‘দুষ্কৃতকারী’ হিসেবে তুলে ধরা হচ্ছে বলে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তিনি বলেন, ‘১৯৭১ সালে ছাত্ররাই কিন্তু দেশের স্বাধীনতার পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলেছিল। ছাত্ররাই ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুরু করেছিল বটতলা থেকে। পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত দেখিনি যে একটি সম্পূর্ণ অরাজনৈতিক দাবির কারণে এতগুলো ছাত্রকে হত্যা করা হয়।’

বাসার নিচে নেমে বুকে গুলি লেগে মারা যান রাকিবুলনিজস্ব প্রতিবেদকঝিনাইদহপ্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৮: ৪৯:- প্রকৌশলী হিসেবে এক...
29/07/2024

বাসার নিচে নেমে বুকে গুলি লেগে মারা যান রাকিবুল
নিজস্ব প্রতিবেদকঝিনাইদহ
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৮: ৪৯

:- প্রকৌশলী হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন ­ (২৭)। থাকতেন ঢাকার মিরপুরের কালশী রোড এলাকায়। কদিন আগে ঝিনাইদহে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় রাকিবুল জানিয়েছিলেন যে কোটা সংস্কার আন্দোলনের কারণে ঢাকার পরিস্থিতি ভালো নয়। পরিবারের সদস্যরা তখন তাঁকে সাবধান থাকতে বলেছিলেন। এর দুই দিন পর রাকিবুলের গুলিবিদ্ধ লাশ পেয়েছে পরিবার।

রাকিবুল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক ও হাফিজা বেগমের সন্তান। ১৯ জুলাই ঢাকার মিরপুরে বাসা থেকে বের হলে তাঁর গায়ে গুলি লাগে। ২০ জুলাই দুপুরে শহরের সার্কিট হাউস পাড়ার বাড়িতে তাঁর মৃতদেহ এসে পৌঁছায়। পরে হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

Address

Narayanganj
8033

Alerts

Be the first to know and let us send you an email when BD News Confidential Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share