
08/08/2025
সাংবাদিক তুহিনকে হত্যা ও সৌরভ আহতের ঘটনার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নিন্দা
প্রেস বিজ্ঞপ্তিঃ দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় একই দিনে গাজীপুর মহানগরীর সাহাপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন সৌরভকে পুলিশের সামনেই পিটিয়ে গুরুত্ব আহতের ঘটনায় শোক ও নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বলেন,নিহত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।
আহত সাংবাদিকের সুচিকিৎসার দাবী জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।