Mim's Insight

Mim's Insight This page is for handwriting, mehndi design and cooking purpose.

আহা, সন্তান! মেহরীন নিজ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যতটা নিউজে শুনলাম তেমন কোন অভিযোগ লিখিত আকারে দিতে পারেনি...
13/07/2025

আহা, সন্তান!

মেহরীন নিজ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যতটা নিউজে শুনলাম তেমন কোন অভিযোগ লিখিত আকারে দিতে পারেনি যেটার জন্য বলা যেতে পারে বাবা-মা সত্যি ই তার উপর মানসিক/শারীরিক নির্যাতন চালিয়েছে। মেহরীন অভিযোগ করেন-- সে তার বাবা-মায়ের পাপেট নয়, তার সুরক্ষার জন্য ব্যবস্থা করা হোক।

মেহরীন যখন বাবা-মায়ের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলো বলছিলো তার মা জান্নাতুল ফেরদৌস কাঠগড়ায় দাড়িয়ে মাথা নিচু করে শুনতে থাকেন। অন্যদিকে বাবা নাসির উদ্দীন অপলক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকেন।

হতে পারে সামাজিক অবক্ষয় ও অতী আধুনিকায়ন ই আজকের এই মেহরীন।

আমাদের সকল সন্তানদের আল্লাহ হেফাজত করুন।

゚viralfbreelsfypシ゚viral

মানব স্নায়ুতন্ত্র: আমাদের শরীরের নিয়ন্ত্রণ কেন্দ্র! 🧠এই ছবিটি মানবদেহের অত্যাশ্চর্য স্নায়ুতন্ত্রকে দেখাচ্ছে, যেখানে মস্ত...
12/07/2025

মানব স্নায়ুতন্ত্র: আমাদের শরীরের নিয়ন্ত্রণ কেন্দ্র! 🧠
এই ছবিটি মানবদেহের অত্যাশ্চর্য স্নায়ুতন্ত্রকে দেখাচ্ছে, যেখানে মস্তিষ্ক থেকে শুরু করে মেরুদণ্ড এবং তার থেকে বেরিয়ে আসা অসংখ্য স্নায়ু আমাদের পুরো শরীর জুড়ে জালের মতো ছড়িয়ে আছে।
এটিই সেই জটিল নেটওয়ার্ক যা আমাদের চিন্তা, অনুভূতি, গতিবিধি এবং শরীরের প্রতিটি ক্ষুদ্র কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। truly fascinating!

তারিখ: ১০/০৭/২০২৫ সময়: দুপুর ২টা SSC- 2025 এর রেজাল্ট দিবে। সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
10/07/2025

তারিখ: ১০/০৭/২০২৫ সময়: দুপুর ২টা SSC- 2025 এর রেজাল্ট দিবে। সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।

🧠 ব্রেন ধ্বংস হচ্ছে… কিন্তু টেরও পাচ্ছি না!একটা কথা বলি —আমাদের ব্রেন, মানে এই মস্তিষ্কটা আজকাল নিজের হাতে আমরা নিজেরাই ...
08/07/2025

🧠 ব্রেন ধ্বংস হচ্ছে… কিন্তু টেরও পাচ্ছি না!

একটা কথা বলি —
আমাদের ব্রেন, মানে এই মস্তিষ্কটা আজকাল নিজের হাতে আমরা নিজেরাই ধ্বংস করছি।
আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো —
আমরা জানিও না, কিভাবে ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা, স্মৃতিশক্তি, মনসংযোগ… সব শেষ হয়ে যাচ্ছে!

👇 জানো কী কী জিনিস আমাদের ব্রেন শেষ করে দিচ্ছে?

1️⃣ অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়া –
ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে করে আমরা মস্তিষ্কের ফোকাস পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছি।
বুকের ভেতর মরে যাচ্ছে স্বপ্ন…

2️⃣ ঘুম না হওয়া –
রাত জেগে ফোন, গেম, সিরিজ…
এইসবই ব্রেনকে বিষ খাওয়ানোর মতো।
ঘুম ছাড়া ব্রেন "সফটওয়্যার ক্র্যাশ" হয়ে যায়!

3️⃣ একসাথে অনেক কিছু করার চেষ্টা (Multitasking) –
আমরা ভাবি আমরা স্মার্ট…
আসলে আমরা আমাদের ব্রেনকে গাধার মতো ব্যবহার করছি।
ব্রেন একসাথে সব হ্যান্ডেল করতে পারে না, ধীরে ধীরে বিপর্যস্ত হয়।

4️⃣ নেগেটিভ চিন্তা আর স্ট্রেস –
"আমি কিছুই পারি না",
"আমার কিছু হবে না" —
এই কথাগুলো ব্রেনকে ধ্বংস করে, ভেতর থেকে।

5️⃣ অস্বাস্থ্যকর খাবার আর জলের অভাব –
হ্যাঁ, খেয়াল করো —
মগজটা তৈরি হয়েছে ৭০% জল দিয়ে।
জল না খেলে ও ভুল খাবার খেলে ব্রেন শুকিয়ে যেতে থাকে… সত্যি!

---

🙇‍♂️ আর শেষে একটা কথা…
ব্রেন যদি শেষ হয়ে যায়, জীবন আর কিছুই না!
তাই এখনই সাবধান হও।
নিজের মস্তিষ্কটাকে বাঁচাও, না হলে জীবনে কিছুই থাকবে না — শুধু একটা ফাঁকা খোলস… 😔
©

আস্তাগফিরুল্লাহ.......
05/07/2025

আস্তাগফিরুল্লাহ.......

এক নজরে জেনে নেই.....
05/07/2025

এক নজরে জেনে নেই.....

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim's Insight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share