
13/07/2025
আহা, সন্তান!
মেহরীন নিজ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যতটা নিউজে শুনলাম তেমন কোন অভিযোগ লিখিত আকারে দিতে পারেনি যেটার জন্য বলা যেতে পারে বাবা-মা সত্যি ই তার উপর মানসিক/শারীরিক নির্যাতন চালিয়েছে। মেহরীন অভিযোগ করেন-- সে তার বাবা-মায়ের পাপেট নয়, তার সুরক্ষার জন্য ব্যবস্থা করা হোক।
মেহরীন যখন বাবা-মায়ের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলো বলছিলো তার মা জান্নাতুল ফেরদৌস কাঠগড়ায় দাড়িয়ে মাথা নিচু করে শুনতে থাকেন। অন্যদিকে বাবা নাসির উদ্দীন অপলক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকেন।
হতে পারে সামাজিক অবক্ষয় ও অতী আধুনিকায়ন ই আজকের এই মেহরীন।
আমাদের সকল সন্তানদের আল্লাহ হেফাজত করুন।
゚viralfbreelsfypシ゚viral