09/05/2025
তোমাকে আর বোঝাবো না
আমার কিসে আঘাত লাগে আর
কিসে কষ্ট হয়-
বহুবার বলেছি, বহুবার বুঝিয়েছি
কিন্তু তুমি সেই একই কাজ বারবার
করেছো, খুব নিঁখুতভাবে!
তুমি বুঝলে প্রথম দিনেই বুঝতে
আমার বুকের বাম পাশের ক্ষতটা দেখলে
প্রথম আঘাতেই দেখতে!
কিছু কিছু কথা আছে, যা এসে বুকে লাগে। ©️
আলহামদুলিল্লাহ