
10/08/2025
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই—
জুলাই গণঅভ্যুত্থানে সিংহের মতো হুংকার দিয়ে বলেছিলেন, “ঐ নর*পি*শাচ! তুই আমার সন্তানদের বুকে গু**/লি চালালি কেন?” হে সহযোদ্ধা, স্বৈরাচাররা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে-আমাদের থাকতে হবে সজাগ ও ঐক্যবদ্ধ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।