05/06/2025
ZTV Online LIVE পরপর দুইটা লাইভ করায় প্রথম লাইভে ২১ হাজার + দ্বিতীয় লাইভে ৬ হাজার + ভিউ হওয়ায় এবং এলাকাবাসীর সহযোগিতায় আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়েছে ... ♥️
এনায়েতনগর-কাশীপুর কল্যানী খালের (মরা খাল নামে পরিচিত) আশেপাশের মুসলিমনগরসহ অন্যান্য এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর এর নির্দেশনায় এনায়েতনগর ইউনিয়ন পরিষদ থেকে পাম্প মেশিনের ব্যবস্থা করেও পানি নিষ্কাশন করা সম্ভব না হওয়ায় এবার ঈদ পূর্ববর্তী সময়ে জরুরিভিত্তিতে ভেকু দিয়ে কল্যানী খালের মুখগুলো পরিষ্কার করে খুলে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। না হলে অত্র এলাকার হাজার হাজার পানিবন্দী মানুষ ঈদ করতে পারবেন না।
এই বিষয়টি মাথায় রেখে গতকাল ৪ জুন উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর এর উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় নিম্নোক্ত এলাকায় পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়া হয়েছে।
১. কাশীপুর ইউনিয়নের অংশ:
কল্যানী/কাইল্লানী/মরা খাল নামে পরিচিত এই খালের মিষ্টির দোকান থেকে দেওয়ানবাড়ি পর্যন্ত এই খালের উভয় দিকের মুখগুলো খুলে দিয়ে পানি নামার ব্যবস্থা করা, যাতে মুসলিমনগরের জলাবদ্ধতা নিরসন হয়।
২. এনায়েতনগর ইউনিয়নের অংশ:
কল্যানী/কাইল্লানী/মরা খাল নামে পরিচিত এই খালের শাহী মসজিদ এর পিছনে খালের মুখ খুলে দিলে নয়াবাজার এলাকার পানি নেমে যাবে।
পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ দ্রুততম সময়ে সাড়া দেয়ার জন্য।
এনায়েতনগর-কাশীপুর কল্যানী খালের (মরা খাল নামে পরিচিত) আশেপাশের মুসলিমনগরসহ অন্যান্য এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর এর নির্দেশনায় এনায়েতনগর ইউনিয়ন পরিষদ থেকে পাম্প মেশিনের ব্যবস্থা করেও পানি নিষ্কাশন করা সম্ভব না হওয়ায় এবার ঈদ পূর্ববর্তী সময়ে জরুরিভিত্তিতে ভেকু দিয়ে কল্যানী খালের মুখগুলো পরিষ্কার করে খুলে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। না হলে অত্র এলাকার হাজার হাজার পানিবন্দী মানুষ ঈদ করতে পারবেন না।