Al Mahmud TV

Al Mahmud TV সুস্থ সংস্কৃতির বিশুদ্ধ আয়োজন।
(9)

আল মাহমুদ আইডিয়াল মাদরাসা।
প্রতিষ্ঠা সনঃ ২০১৮ সালের ১৬ ডিসেম্বর।
অবস্থানঃ নরসিংদী জেলার মনোহরদী উপজেলা,
মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন, মনোহরদী পৌরসভা।

প্রতিষ্ঠাতাঃ-
জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত হাফেজ, মাদরাসা বাইতুল ঢালকানগর ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুরের ফারেগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র,
হাফেজ মাওলানা মুহাম্মাদ আনোয়ার শাহ।

মাদরাসার নামকরণঃ-
স্বনামধন্য বিশ্ববিদ্যাপীঠ,

ভারতের দারুল উলূম দেওবন্দ মাদরাসার সর্বপ্রথম ছাত্র, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রহিমাহুল্লাহ'র নামের ফুয়ুজ ও বারাকাতের দিকে লক্ষ্য রেখে শায়খ রহিমাহুল্লাহ'র নামানুসারেই প্রতিষ্ঠানটির নাম "আল মাহমুদ" রাখা হয়।

সিলেবাস ও পাঠদানঃ-

★মাদরাসা শাখাঃ
দারুল উলূম দেওবন্দ ও কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের নীতি অনুসারে, নুরানী, নাজেরা, হিফজ ও হিফজ রিভিশন বিভাগে পাঠদান চলছে।
★স্কুল শাখাঃ
ন্যাশনাল কারিকুলাম তথা বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত মাদরাসা শিক্ষা বোর্ডের নীতি অনুসারে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে আলহামদুলিল্লাহ।

সফলতা ও অর্জনঃ-
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মহোদয়ের অক্লান্ত পরিশ্রমের ফল ও আল্লাহর মেহেরবানীতে ২০১৮ সনে হুজুরের ছাত্র হাফেজ আবু সুফিয়ান জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারাদেশে ১ম স্থান অর্জন করে পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ সফর করেন। একই বছর নরসিংদী জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায়, হুজুরের প্রিয় ও মেধাবী ছাত্র হাফেজ জুনায়েদ হাসান স্বর্ণপদক অর্জন করেন, ইফার বিভাগীয় প্রতিযোগিতায় ১ম স্থান, ইফার জাতীয় প্রতিযোগিতায় গ্রান্ড ফিনালে যাওয়ার সৌভাগ্যসহ অসংখ্য অর্জন রয়েছে আল মাহমুদ আইডিয়াল মাদরাসার ছাত্রদের।

ছাত্র, উস্তাদ ও স্টাফ সংখ্যাঃ-

★ছাত্র সংখ্যা- ১৫০+জন
★ উস্তাদুল মুহতারাম- ০৯ জন
★স্টাফ সংখ্যা- ০৩ জন

আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আল মাহমুদের জন্য ২৪ শতাংশ জায়গা নির্ধারণ করা হয়েছে, শীঘই পরিপূর্ণ একটি জামিয়ার কাজ হতে চলছে ইনশাআল্লাহ, পৃথক দরসগাহ, আবাসিক ছাত্রাবাস ও ডাইনিংসহ অত্যাধুনিক প্রযুক্তির ভবন নির্মাণের নকশা ইতোমধ্যে কমপ্লিট হওয়ার পথে, থাকবে ইবাদাতের জন্য দৃষ্টি নন্দন মসজিদ ও বৃহৎ এক্সারসাইজ মাঠ।
২০২৩ নাগাদ কাজ সম্পন্ন হয়ে যার পূর্ণ রুপ দেখা যাবে ইনশাআল্লাহ।

14/12/2025

নতুন গজল | তোমার প্রেমে হয়েছি ব্যাকুল হে প্রিয় রাসুল

13/12/2025

মাটি আসল বিছানা । ফারহান মাহমুদ

13/12/2025

আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও । জিহাদুল ইসলাম মাহমুদ

13/12/2025

Khuda Ke Deen Ke Liye By Mushfiq Bin Jamal

13/12/2025

একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ সঃ | ‪আজমীর মাহমুদ

13/12/2025

Hum Ashab Ke Khadim By Mushfiq Bin Jamal

12/12/2025

Surah Rehman Parke Karlo Aapni Dilko Nurani

12/12/2025

মাটি হবে বিছানা । ফারহান মাহমুদ

12/12/2025

Khuda Ka Noor Hai Ghalib By Saynan Sayeem

12/12/2025

নতুন গজল । পেয়ারা মুস্তফা নবী

Address

মনোহরদী
Narsingdi
1650

Alerts

Be the first to know and let us send you an email when Al Mahmud TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Mahmud TV:

Share

Category