Sakib Hasan Tonmoy

Sakib Hasan Tonmoy Sakib Hasan Tonmoy is ready to give you full computer skill and freelancing service

02/01/2024

#আমরা_এমন_কিছু_যদি_শিখতে_পারি_যা_করোনা_আসুক_আর_যাই_আসুক_না_কেন।_করে_দিতে_পারে_আমাদের_কাজের_ব্যবস্থা।👨‍💻

💁‍♂️ আর ভেঙে দিতে পারে আমাদের চাকরি হারানোর ভয়।🕺 করে দিতে পারে আমাদের কিছু অতিরিক্ত আয়ের উৎস।
তাহলে কেমন হয়?🤔

💁‍♂️ আমি কি শিখতে পারবো?🙄 কাজগুলো কি অনেক কঠিন?😴
আমিতো ইংরেজি জানিনা,এতো টাকা দিয়ে কিভাবে শিখবো,একটু কম খরচে শিখতে পারলে ভালো হতো।
আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারবো?
আমাকে কাজের ব্যবস্থা করে দেয়া হবে?
আপনি নতুন হিসেবে এরকম অনেক প্রশ্ন থাকতেই পারে।

💁‍♂️ আর আপনিও যদি ফ্রিল্যান্সিং শিখতে চান কিন্তু সঠিক গাইডলাইন এর অভাবে এখনো শুরু করতে পারতেছেন না।💯
তারা ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করবো।
নতুন বছরটা শুরু হোক নতুন পরিকল্পনার মাধ্যমে।🤟



18/12/2023

إِنَّ ٱللَّهَ لَا يَخْفَىٰ عَلَيْهِ شَىْءٌ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ

ইন্নাল্লা-হা লা-ইয়াখফা-‘আলাইহি শাইউন ফিল আরদিওয়ালা-ফিছ ছামাই।

আল্লাহর নিকট আসমান ও যমীনের কোন বিষয়ই গোপন নেই।

From Allah, verily nothing is hidden on earth or in the heavens.

-সূরাঃ আল-ইমরান [3:5]

04/12/2023

#আপনার_যোগ্যতা_অনুযায়ী_চাকরি_আছে_তো?🤔
তাহলে উপায় কি আছে?😀 👇

💁‍♂️ পড়ালেখার পাশাপাশি নিজের স্কিল বাড়িয়ে আপনিও হয়ে উঠতে পারেন "ফ্রিলান্সার"

💁‍♂️ যেই সময়টা অবসর বসে না থেকে, আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না দিয়ে Facebook,Youtube, Free_Fire, PUBG খেলায় সময় না দিয়ে।
ফেসবুক এবং ইউটিউব কে কাজে লাগিয়ে আয় করতে পারেন।

💁‍♂️ বিস্তারিত জানতে ইনবক্স করতে পারেন। ১০০% সহযোগিতা করবো ইনশাআল্লাহ্।
চাকরি খোঁজে নয়
👉 উদ্দোক্তা হয়ে নিজের স্কিল গড়ুন💪
তাই উক্ত ফ্রি সেমিনারটি করতে এখুনি ইনবক্স করুন...!💯

كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ"কুল্লুনাফছিন যাইকাতুল মাওতি ছু ম্মা ইলাইনা-তুরজা‘ঊন।"জীবমা...
28/11/2023

كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ

"কুল্লুনাফছিন যাইকাতুল মাওতি ছু ম্মা ইলাইনা-তুরজা‘ঊন।"

জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে।

Every soul shall have a taste of death in the end to Us shall ye be brought back.

সূরাঃ আল-আনকাবু [29:57]

"পথিকের দীর্ঘ সফরটা কিন্তুু দুনিয়ার জীবন নয়। সেই সময়টা আরও বহু মাএায় প্রলম্বিত। কেবল গাছের ছায়ার নিচে সে যে সময়টুকু ব্যয়...
23/11/2023

"পথিকের দীর্ঘ সফরটা কিন্তুু দুনিয়ার জীবন নয়। সেই সময়টা আরও বহু মাএায় প্রলম্বিত। কেবল গাছের ছায়ার নিচে সে যে সময়টুকু ব্যয় করেছে, ওইটুকুই হলো দুনিয়ার জীবন! মানে, একটা সুদীর্ঘ সময়ের যাএায়কেবল খুব অল্প কিছু সময়ের বিশ্রামের নামই হলো দুনিয়া।"

বেলা ফুরাবার আগে-
আরিফ আজাদ

আলহামদুলিল্লাহ Skills test পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি এবং     এর সাথে স্থায়ীভাবে কাজ করার সুযোগ পেয়েছি।✅সাকসেস বিজ ফ...
18/10/2023

আলহামদুলিল্লাহ Skills test পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি এবং এর সাথে স্থায়ীভাবে কাজ করার সুযোগ পেয়েছি।✅

সাকসেস বিজ ফেমিলির সাথে লোকাল মার্কেট প্লেসে কাজ করার মধ্য দিয়ে আরও অনেক কিছু অর্জন করব ইনশাআল্লাহ। 😌

Thank you so much Ripa Akter Apo Freelancer Yasir Vai And Rubayet Ul Karim Sir ☺️❤️🥀


আলহামদুলিল্লাহ Skill Test সম্পুর্ন করে আজকে Orientation ক্লাসের মাধ্যমে Freelancing Project Super 20 এর সকল Rules regula...
17/10/2023

আলহামদুলিল্লাহ Skill Test সম্পুর্ন করে আজকে Orientation ক্লাসের মাধ্যমে Freelancing Project Super 20 এর সকল Rules regulation বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ Rubayet Ul Karim স্যারকে এবং ধন্যবাদ জানাই সকল লিডারদের কে বিশেষ করে ধন্যবাদ জানাই Ripa Akter আপু আর Freelancer Yasir ভাইকে আমায় সব সময় সকল প্রকার সহযোগিতা করার জন্য।। ✅❤️

সকলে দোয়া করবেন যেন আমি এই প্রজেক্টের মাধ্যমে সুন্দর করে আমার ক্যারিয়ার গঠন করতে পারি।🤲☺️



01/10/2023

আসসালামু আলাইকুম,
আমি সাকসেস বিজ ফ্যামিলিতে
এতদিন স্টুডেন্ট হিসেবে ছিলাম।

বর্তমানে আমাদের স্কিল টেস্ট চলতেছে।
স্কিল টেস্টে পাস করতে পারলে আমি প্রজেক্ট মেম্বার হিসেবে কাজ করার সুযোগ পাবো।

সবাই দোয়া করবেন আমি যেনো স্কিল টেস্টে পাস করতে পারি এবং প্রজেক্ট মেম্বার হিসেবে কাজ করার পাশাপাশি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারি।

01/10/2023

আসসালামু আলাইকুম,
আমার পেজে আপনাকে স্বাগতম।
আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি।

ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত যে কোন তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ইনশাআল্লাহ সাহায্য করবো।
ধন্যবাদ

❝ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে,         কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে            সহজ করে তোলে।❞🖤🥀
04/07/2023

❝ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে,
কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে
সহজ করে তোলে।❞🖤🥀

21/06/2023

* কন্টেন্ট রাইটিং-
কন্টেন্ট রাইটিং হলো পেশাদার মার্কেটিং এর জন্য তৈরি একধরনের কাজ,
👉 যা নির্দিষ্ট অনলাইন অথবা অফলাইন পাঠকদের জন্য তৈরি করা হয়।👈

* কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায় তৈরী হওয়ার পর থেকে।💵💵💵
মানুষের এ বিষয়ে জানার আগ্রহ ক্রমশ প্রকাশ পাচ্ছে।

* কন্টেন্ট রাইটিং শব্দটা শুনলে,
আমাদের মাথায় যে বিষয়টা আগে আসে 🤔🤔🤔
সেটা হলো,

ফেসবুকে কোন বিষয়ের উপর লিখিত পোস্ট। ✒️
কিন্তু নিম্নলিখিত বিষয়গুলোও কন্টেন্ট রাইটিং এর অর্ন্তভুক্ত-

১/ অডিও কন্টেন্ট। 📷🎧🎵
২/ ভিডিও কনটেন্ট। 💻🖥📀
৩/ ইমেজ কনটেন্ট। 👨‍⚖️👨‍⚕👩‍🔬

* কন্টেন্ট রাইটিং এর দুইটি উদ্দেশ্যে থাকে।
১/প্রতিভা বিকাশের জন্য।📚
২/আয় করার জন্য। 💰

* তবে বর্তমানে বেশীরভাগ মানুষ আয় করার জন্যই কন্টেন্ট রাইটিং করে থাকে।💰💵💸

* বর্তমানে বিশ্বে একজন কন্টেন্ট রাইটার এর ডিমান্ড কতটুকু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে চোখ রাখলে বুঝা যায়। 🌏🌏🌏

* কন্টেন্ট রাইটিং করতে হলে আপনাকে ধৈর্যশীল এবং আগ্রহী হতে হবে।💯💯💯
ধৈর্য ও আগ্রহ ছাড়া আপনি এ সেক্টরে কাজ করতে পারবেন না।

* কন্টেন্ট রাইটার এর মূল কাজ হচ্ছে লেখালেখি করা। 🖋🖋🖋
কন্টেন্টের ভিন্নতার উপর নির্ভর করে কন্টেন্ট রাইটার এর লেখাগুলোও বিভিন্নরকম হয়ে থাকে।

* কন্টেন্ট লেখার নিয়ম কন্টেন্ট টাইপের উপর নির্ভর করে।
তবে অল্পলিখার মধ্যেই মূলবিষয়বস্তু প্রকাশ করার চেষ্টা করতে হবে। 🖋

* বর্তমানে মানুষ যেহেতু অনলাইন নির্ভর হচ্ছে 🖥📲প্রতিনিয়ত।
👉সেহেতু কন্টেন্ট রাইটিং এর প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।👈

* নতুন নতুন জ্ঞান আহরণ 📚📙📗
এবং তা অন্যদের সাথে শেয়ার করার আগ্রহ যদি আপনার মধ্যে থাকে।
তাহলে কন্টেন্ট রাইটিং✏️✒️✏️
আপনার জন্য সফলতা বয়ে আনবে।🤲🤲🤲

Content writing allows to be active in your field and present your business ideas in various forms and on multiple platforms. Posting regular content lets people know what your business is about. It informs them about what you do and how you can help them.
Success biz family
Freelancer
Happy Life

আলহামদুলিল্লাহ আজকে কন্টেন্ট রাইটিং এর বেসিক ক্লাস শেষ করলাম। ধন্যবাদ  prova sushil আপুকে এতো সুন্দর করে ক্লাস টা বুঝানো...
20/06/2023

আলহামদুলিল্লাহ আজকে কন্টেন্ট রাইটিং এর বেসিক ক্লাস শেষ করলাম।
ধন্যবাদ prova sushil আপুকে এতো সুন্দর করে ক্লাস টা বুঝানোর জন্য 💯😊
Success biz family
Freelancer

স্বপ্ন বড় দেখো,সব সময় ভালো চিন্তা কর,পরিশ্রম কর এবং যাত্রাপথকে উপভোগ করোপ্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ...
20/06/2023

স্বপ্ন বড় দেখো,সব সময় ভালো চিন্তা কর,
পরিশ্রম কর এবং যাত্রাপথকে উপভোগ করো

প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিবেদিতপ্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়

এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক
আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক

একটি লক্ষ্য ঠিক করো। সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ্ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশী, রক্তনালী – পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ।।💯🖤
Success biz family Freelancer

ফ্রিল্যান্সিং কী??? কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ কর...
19/06/2023

ফ্রিল্যান্সিং কী???
কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ করেন তাদের বলা হয় "মুক্তপেশাজীবী" বা ফ্রিলেন্সার।

সংবাদ সম্পাদনার কাজে ব্যস্ত সময় পার করছেন মুক্তপেশার সংবাদকর্মীরা
আধুনিক যুগে বেশিরভাগ মুক্তপেশার কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন। এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন, তবে তা আপেক্ষিক। ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে।
Success biz family

Address

Chhutabond, Shibpur
Narsingdi
1630

Telephone

+8801882199073

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakib Hasan Tonmoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakib Hasan Tonmoy:

Videos

Share