15/09/2025
শৈশব মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়। এ সময়ে দুঃখ-কষ্ট বা দায়িত্বের বোঝা খুব একটা থাকে না। ছোট ছোট খেলাধুলা, বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দ আর নির্ভেজাল সুখই হলো শৈশবের মূল রূপ। মাটির মাঠে দৌড়ঝাঁপ, কাগজের নৌকা ভাসানো কিংবা বৃষ্টির পানিতে ভিজে আনন্দ করার স্মৃতিগুলো চিরকাল হৃদয়ে রয়ে যায়। শৈশব আমাদের শেখায় সরলতা আর মমতা। এ সময়ে পরিবার ও শিক্ষকের স্নেহ-মমতা আমাদের জীবন গঠনের ভিত তৈরি করে। তাই শৈশব হলো জীবনের এক অমূল্য সম্পদ, যা বড় হওয়ার পরেও হৃদয়ে চির অমলিন থেকে যায়।