18/08/2023
যানজট একটি ভয়াবহ সমস্যা ''বিশ্বরোডের উপর কাঁচামালের হাট। বারৈচা বাজার, বেলাব,নরসিংদী।
1.রাস্তার উপর বিভিন্ন দোকান ও বাজার স্থাপন : দেশের প্রায় সকল শহরেই দেখা যায়, রাস্তার উপর ছোটো ছোটো বাজার এবং দোকানপাট গড়ে উঠছে, যার ফলে লোকজনের চলাচলের সমস্যা হয়। রাস্তার পাশের ফুটপাতগুলো বিভিন্ন হকারদের দখলে, তাই লোকজনের রাস্তা দিয়ে হেঁটে যায়, ফলে সৃষ্টি হয় যানজট।
2.রাস্তাঘাটে অতিরিক্ত যানবাহন চলাচল : জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহনের সংখ্যাও বিপুলহারে বৃদ্ধি পাচ্ছে, ফলে মানুষ চলাচল ও যান চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে এবং যানজট বৃদ্ধি পাচ্ছে
3. ট্রাফিক ব্যবস্থার মধ্যে ত্রুটি : বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা বেশ ত্রুটিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক পুরনো সময় থেকে এই ট্রাফিক ব্যবস্থা একইভাবে চলছে আজও, তাই বেশ কিছু ট্রাফিক সিগন্যালে এখন বাতি পর্যন্ত জ্বলে না। অন্যদিকে ট্রাফিক পুলিশ নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে উদাসীন এবং কিছু ক্ষেত্রে তারা দুর্নীতিমূলক কাজের সাথেও যুক্ত, এসব কারণে ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা।
4. রাস্তাঘাটে অদক্ষ চালকের পরিমাণ বেশি : বাংলাদেশের বেশ কিছু গাড়ি চালক আছে যাদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান কম। তাছাড়া অনেক গাড়ি চালকদের কোনো প্রশিক্ষণ বা লাইসেন্স নেই। এই অজ্ঞতা ও অদক্ষতার কারণেও যানজটের সৃষ্টি হয়।
5. ভিন্ন রকম যানবাহনের একসাথে চলাচল করায় যানজট হয় : শহরের রাস্তাঘাটে বিভিন্নরকম যানবাহন একসাথে চলাচল করে। কোনোটা বড়ো গাড়ি, কোনোটা আবার ছোটো, কোনোটা দুই চাকার, আবার কোনোটা হয় চার চাকা বা তিন চাকার। তাই এদের গতিবেগও হয় ভিন্ন ধরনের, যেমন বাস-ট্রাক সহ অন্যান্য যান্ত্রিক সব যানের পাশেই চলছে মনুষ্যচালিত রিকশা।
ধীরগতির এই যান এলোপাথাড়ি চলাচল করলে অনেক সময় যন্ত্রচালিত যানবাহন রাস্তার মাঝে আটকা পড়ে যায়, এর ফলে সৃষ্টি হয় যানজট। অন্যদিকে প্রত্যেক গাড়ির চালকের মধ্যে যেন প্রতিযোগিতা চলতে থাকে একজন আরেকজনের আগে যাওয়ার, ফলে বিশৃঙ্খলভাবে চলতে শুরু করে গাড়িগুলো, এভাবেও যানজটের সৃষ্টি হয়