Farhad Reja

Farhad Reja Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Farhad Reja, Digital creator, Bhola Barishal, Narsingdi.

মাশাআল্লাহ আমার আম্মা টা দারানো শিখেছে।
10/12/2023

মাশাআল্লাহ আমার আম্মা টা দারানো শিখেছে।

কলিজা দুইটা নিয়া একটু ঘুরতে হলাম।
06/12/2023

কলিজা দুইটা নিয়া একটু ঘুরতে হলাম।

15/10/2023

Congratulations time Afghanistan

কস্টে চোঁখের পানি যিনি বুকে জমিয়ে রেখে বরফ তৈরী করেন , উনি Tamim Iqbal | যার কাছে সততা বড় | মিথ্যার আশ্রয় নেই | লোভ যাকে...
27/09/2023

কস্টে চোঁখের পানি যিনি বুকে জমিয়ে রেখে বরফ তৈরী করেন , উনি Tamim Iqbal | যার কাছে সততা বড় | মিথ্যার আশ্রয় নেই | লোভ যাকে স্পর্শ করে না | যার MP হওয়ার শখ নেই | যার কষ্টে তিনি নিজে হাসেন অথচ দেশ কাঁদে | সালাম আপনাকে | দেশ এবং আল্লাহ আপনাকে সময়মত অনেক উচ্চ সম্মানীত স্থানে বসাবে ইনশাআল্লাহ ❤️

নিন্দুকদের কথায় কান দিচ্ছেন না সাকিব
19/09/2023

নিন্দুকদের কথায় কান দিচ্ছেন না সাকিব

একজন  স্ত্রী  ১৭  বৎসর ঘর-সংসার  করার  পর  স্বামীর  সম্পর্কে মন্তব্য  করতে  গিয়ে  বলেন,  "পুরুষগণ আল্লাহ তায়ালার প্রদত্...
17/09/2023

একজন স্ত্রী ১৭ বৎসর ঘর-সংসার করার পর স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, "পুরুষগণ আল্লাহ তায়ালার প্রদত্ত এক অশেষ অতিথি ।
কেননা,
তারা স্বীয় যৌবনকে নিজ স্ত্রী-সন্তানদের জন্য বলিদান করে দেয়। তাদের উপর ভর করেই আমরা জীবনের সুখ-শান্তি ও অপার সৌন্দর্য উপভোগ করে থাকি।
পুরুষ জাতি তো এমন এক স্বত্বা, যারা স্বীয় সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎের জন্য সর্বাত্মক পরিশ্রম করে থাকেন।
কিন্তু এমন কঠোর পরিশ্রম আর বলিদানের সত্যেও আমরা তাদের জীবনকে বিষিয়ে তুলি একরাশ হতাশা আর দুঃখ-কষ্ট দিয়ে।
যদি তারা একটু ফ্রেশ ও স্বাচ্ছন্দ্যের জন্য বাহিরে যায় তাহলে বলি, 'বে-পরওয়াহ'
যদি ঘরে বসে থাকে তাহলে বলি, অলস ও অকর্মণ্য!
যদি সন্তানদের ভুলের জন্য শাসন করে তাহলে বলি, নির্দয় ও হিংস্র!
যদি স্ত্রীকে চাকরী করা থেকে বারণ করে তাহলে বলি, সেকেলে বা অনাধুনিক!
যদি মায়ের সাথে সুসম্পর্ক রাখে তাহলে বলি, 'মা পাগল'
যদি স্ত্রীর সাথে প্রেমময় আচরণ করে তাহলে বলি, বৌ পাগল!
এতদসত্যেও একজন পুরুষ পৃথিবীর এমন বীর, যে তার সন্তানদেরকে সর্বক্ষেত্রে নিজের চেয়েও সুখি দেখতে চায়।
একজন পিতা এমন এক রোবট, যিনি তার সন্তানদের থেকে সর্বদিক থেকে নৈরাশ হওয়ার পরেও তাদের মনপ্রাণ উজাড় করে ভালোবাসে এবং সর্বদা তাদের মঙ্গলের জন্য দোয়া করে।
একজন সেই বাবা? এমন এক মহাপুরুষ , যিনি স্বীয় সন্তানদের সকল কষ্ট সহ্য করেনেন। তখনও, যখন সন্তান বাবার পায়ের উপর পা রেখে চলতে শিখে এবং তখনও, যখন বড় হয়ে বাবার বুকের উপর পা রেখে চলে যায়।

একজন বাবা পৃথিবীর এক মহাপুরুষ , যিনি সারাজীবনের কষ্টার্জিত মহামূল্যবান সম্পদগুলো অকাতরে সন্তানদেরকে দিয়ে দেন।
যদি মা সন্তানদেরকে ৯ মাস পেটে ধারণ করে থাকেন; তবে বাবা সারাজীবন স্বীয় ব্রেইনের মধ্যে ধারণ করে চলতে থাকেন।

পৃথিবীটা ততক্ষণই সু্ন্দর ও উপভোগ্য মনে হয় যতক্ষণ 'বাবা' নামক সত্বার ছায়া মাথার উপর বিরাজমান থাকে।

তাই বেঁচে থাকলে বাবাদের কদর করুন। চলে গেলে তাঁদের জন্য দু'হাত তুলে প্রর্থনা করুন। আল্লাহ সকলের মা-বাবাকে সুখে-শান্তিতে রাখুন।

আমার দুইটা কলিজা।
13/09/2023

আমার দুইটা কলিজা।

তিনটা কিউট কলিজা আমার,একটা ভাগ্নি
10/09/2023

তিনটা কিউট কলিজা আমার,একটা ভাগ্নি

ইন্না - লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।প্রখ্যাত আলেমে দীন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর ইন্তেকাল করেছেন।
14/08/2023

ইন্না - লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রখ্যাত আলেমে দীন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর ইন্তেকাল করেছেন।

27/07/2023
My Hart, my jan@my mother 😌😌😌
10/07/2023

My Hart, my jan@my mother 😌😌😌

আমি আর আমার মা।
02/07/2023

আমি আর আমার মা।

একটু খসি থাকার চেষ্টা,
30/06/2023

একটু খসি থাকার চেষ্টা,

Address

Bhola Barishal
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhad Reja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share