13/07/2025
নরসিংদীর ১৫ ব্যক্তি পেলেন শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা
বাংলাদেশ সরকারের স্থানীয় পর্যায়ের রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান করা হয়ে থাকে। জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর পাঁচজন ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়।
এরই অংশ হিসেবে নরসিংদীতে ২০২২, ২০২৩ ও ২০২৪ এই তিন বছরে মোট ১৫ জন ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক্ষে ভূষিত করা হয়।
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ১১ জুলাই ( শুক্রবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।
নরসিংদী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান এর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের মাঝে সম্মাননা স্বরুপ মেডেল, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিচ রিকাবদার (কালা মিয়া), নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও নরসিংদী জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লা।
জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন, ২০২২ সালে কণ্ঠ সংগীতে দুলাল সাহা, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় ইমদাদুল ইসলাম খোকন, লোকসংস্কৃতিতে মো: ফজল মিয়া, যাত্রাশিল্পে মোঃ মোস্তফা ভূইয়া এবং নাট্যকলায় মোহাম্মদ আলী আকন্দ। ২০২৩ সালে কন্ঠ সংগীতে কাজল গোস্বামী, নাট্যকলায় আনিসুর রহমান শিপলু, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় মো: নুরুল ইসলাম নুরচান, যাত্রা শিল্পে মোঃ হাসান এবং লোক সংস্কৃতিতে মোঃ ইসমাইল সরকার। ২০২৪ সালে কন্ঠ সংগীতে লিটন চন্দ্র শর্মা চারুকলায় মোহাম্মদ মেহেদী হাসান, যাত্রাশিল্পী শিউলি বেগম, লোকসংস্কৃতিতে ঝর্না রানী বর্মন এবং ফটোগ্রাফিতে মোহাম্মদ শরীফ ইকবাল রাসেল।