07/11/2025
মানুষের স্বপ্ন মানুষ কিভাবে নিমিষেই ধ্বংস করে দেয় আহ কি মর্মান্তিক মানুষ যখন অমানুষ হয়ে যায় মানুষের মনুষত্ব বিবেক আজ কোথায় হারিয়ে গেছে গরু যে কোডা খায় কুডার মধ্যে এসিডের পানি মিক্সড কইরা দিছে রাতের আঁধারে কিছু মানুষ নামে কুলাঙ্গারের বাচ্চারা তারপর গরু যখন কোডা খাইতে গেছে এসিড মিশানো কোডা খেয়া মারা গেল যারা এই কাজগুলা করছে তাদের উদ্দেশ্যে বলি ভাইরে তুমি চারটা গরু মারো নাই তুমি তার স্বপ্নটা তার ফ্যামিলি টা কে ধ্বংস করে দিছ একটা গরু মানুষ নিজের সন্তানের মত করে লালন পালন করে কিভাবে পারলে ভাই ৪ টা গরুরে এসিডের পানি খাওয়া মেরে ফেলতে দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে নিজ হাতে বিচার করে