01/04/2025
ঐ যে লাল ছকে ছোট্ট বিন্দুটি দেখা যাচ্ছে এটাই হলো পৃথিবী। এটার আবার তিন ভাগ জল আর একভাগ স্থল। ঐ স্থলের বাস করা ছেলেটা প্রেমিকার উপর রাগ করে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে । জমি নিয়ে বিরোধ । মাত্র দশ হাজার টাকার জন্য ছোট ভাই গলা কেটে হত্যা করছে বড় ভাইকে। এখানে পানি নিয়ে অনেক দরবার। সেচ মৌসুমে বাধ আটকে মরুভুমি করা হয় একটা এলাকা। এখানে আমেরিকা নামের একটা দেশ আছে। বিরাট তালেবর। প্রযুক্তির আশির্বাদে চীন দেশ চলে গেছে তাদের দোরগোড়ায়। এখানে রাজা আছে, মহারাজা আছে, স্বৈরাচার আছে।
সূর্য পরিবারের অন্যতম ছোট গ্রহ পৃথিবী। মাত্র ছয় বিলিয়ন কিলোমিটার দুর থেকে যেটা একটা কলমের নিবের থেকেও ছোট। সেখানকার এক কোনে বসে আমাদের কি টাকার গরম। আভিজাত্যের অহংকার। ক্ষমতার দাপট । হিংসা, হানাহানি, ধর্মের বিভেদের রক্তক্ষয়। অথচ কি ক্ষুদ্রই না আমাদের অস্তিত্ব। হয়ত আরেকটু দুরে গেলে নাই হয়ে যাব।
মহাকাশ, আল্লাহু আকবার!