Mahmudabad Helping Team

Mahmudabad Helping Team "মাহমুদাবাদ হেল্পিং টিম" একটি অলাভজনক সামাজিক সংগঠন.

03/01/2025

সিজারিয়ান অপারেশনের জন্য এক বোনের A+ রক্ত দরকার।
স্থান : আবেদীন হাসপাতাল, ভৈরব।
০১৭৩১৪৫৭৫২৮

24/09/2024

রসুলের শানে অপমান সহ্য করব না।

আলহামদুলিল্লাহ, আজ এক বোনের সিজারিয়ান অপারেশনের জন্য টিম সদস্য দের পক্ষ থেকে  নগদ ৯,০০০/ টাকা প্রদান করার হয়েছে। الْحَم...
17/09/2024

আলহামদুলিল্লাহ, আজ এক বোনের সিজারিয়ান অপারেশনের জন্য টিম সদস্য দের পক্ষ থেকে নগদ ৯,০০০/ টাকা প্রদান করার হয়েছে।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكِبَرِ إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ ۚ إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاءِ - رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ - رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُউচ্চারণ : আলহামদুলিল্লা হিল্লাজি ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক্বা। ইন্না রাব্বি লাসামিউদ দুআয়ি। রাব্বিঝআলনি মুক্বিমাস সালাতি ওয়া মিন জুর্রিয়্যাতি রাব্বানা ওয়া তাক্বাব্বাল দুআ। রাব্বানাগ ফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়া লিলমু’মিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।’

অর্থ : ‘সব প্রশংসা আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী। হে আমার রব! আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও, হে আমাদের রব! আমার দোয়া কবুল করুন। হে আল্লাহ! যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দেবেন।’ (সুরা ইবরাহিম : আয়াত ৩৯-৪১)

মাহমুদাবাদ নামাপাড়া থেকে ভৈরব,  ভৈরব থেকে মাহমুদাবাদ নামাপাড়া,  সিএনজি ভাড়া ১০ টাকার দাবিতে আজকে মাহমুদাবাদ নামাপাড়াতে অ...
06/09/2024

মাহমুদাবাদ নামাপাড়া থেকে ভৈরব, ভৈরব থেকে মাহমুদাবাদ নামাপাড়া, সিএনজি ভাড়া ১০ টাকার দাবিতে আজকে মাহমুদাবাদ নামাপাড়াতে অবস্থান কর্মসূচিতে এলাকার তরুণরা ❤️

29/06/2024
29/04/2024

"তারা পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করেন। বস্তুতঃ আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম।" [ আল -আনফালঃ ৩০]
আলহামদুলিল্লাহ💚

28/03/2024

প্রমিনেন্ট প্রকাশনী গার্ডিয়ান এর কর্ণধার নূর মোহাম্মদকে খুঁজে পাচ্ছেনা তাঁর পরিবার।
গতরাত ১১ টার পর থেকে তার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি তাঁর স্বজনরা।

আমার কাছে অনেকেই বিষয়টি অবগত করেছেন।
খবরটি যাচাই সাপেক্ষে, অস্বাভাবিক কিছু ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো সত্বর ব্যবস্থা নিয়ে তাঁর খোঁজ বের করার।

আলহামদুলিল্লাহ, দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত  রোগী চিকিৎসার জন্য ব্যাক্তিগতভাবে  দ্বিতীয়বার  ৫,০০০/= টাকা প্রদা...
25/03/2024

আলহামদুলিল্লাহ,
দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত রোগী চিকিৎসার জন্য ব্যাক্তিগতভাবে দ্বিতীয়বার ৫,০০০/= টাকা প্রদান করা হয়ছে । ওনার চিকিৎসায় আরো টাকার প্রয়োজন। আরোও যারা আর্থিকভাবে সহায়তা করতে চান, তারা দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করছি, মাহমুদাবাদ হেল্পিং টিম ❤️🤲

আলহামদুলিল্লাহ, আজ একজন ছাএ কে তার অনার্স ভর্তি ফি বাবদ ৪,৫০০/= টিম ফান্ড থেকে দেওয়া হয়েছে
24/03/2024

আলহামদুলিল্লাহ,
আজ একজন ছাএ কে তার অনার্স ভর্তি ফি বাবদ ৪,৫০০/= টিম ফান্ড থেকে দেওয়া হয়েছে

র ম জা নে র গা ন 💚ছোট্ট উপহার || নূরুজ্জামান শাহ্ সাধ্যমতো বাজার করারসামর্থ্য নেই যারভাবতে পারো এই রোজাতেকষ্ট কতো তার।।ন...
11/03/2024

র ম জা নে র গা ন 💚

ছোট্ট উপহার || নূরুজ্জামান শাহ্

সাধ্যমতো বাজার করার
সামর্থ্য নেই যার
ভাবতে পারো এই রোজাতে
কষ্ট কতো তার।।

নিজের বাজার করার সময়
পরের কথাও ভাবি
সবাই মিলে থাকবো ভালো
এটাই রোজার দাবি
যায় না বোঝা অনেকেরই
অভাবী সংসার।।

যে যেভাবে পারি বাড়াই
দানের দুটি হাত
নির্ভাবনায় কাটুক সবার
রোজার ইবাদাত!

ইফতারিতে শরিক করি
পাঠাই সবার বাড়ি
সাহরীতেও রয় না যেন
শূন্য কারো হাঁড়ি
বলবো হেসে ভাই এনেছে
ছোট্ট উপহার।।

০৯.০৩.২০২৪

Address

Narsingdi

Telephone

+8801720381994

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmudabad Helping Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category