
08/07/2025
প্রিয় বাবা নামক ছায়াটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। সৃষ্টিকর্তার দেওয়া সবথেকে বড় উপহার হচ্ছে বাবা। যার জীবনে বাবা নেই সেই জানে যে বাবা না থাকার কতটা যন্ত্রনা।
বাবাকে হারালে বুঝতে পারা যায় জীবনে কত বড় অবলম্বন টা হারিয়ে ফেলেছি।
বাবার হাতটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত হাত।
নিজেকে শত কষ্টের মধ্যে রেখেও যে নিরন্তন সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যায়, সেই অভিনেতার নাম হলো বাবা।
বাবা মনে হাজার বিকেল আমার ছোটবেলা,
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা।
বাবা হল সংসারের বটগাছ,
থাকলে বোঝা যায় না,
না থাকলে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন।
বাবা পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টির অনন্য এক উদাহরণ
আমাদের জন্মের পর থেকেই নিঃস্বার্থভাবে যিনি আমাদের সকল চাহিদা পূরণ করতে থাকেন। সেই নিঃস্বার্থ বাবাকে নিয়ে বলার মতো কোন উদাহরণই পৃথিবীতে নেই।
বাবা মায়ের জন্য দোয়া “রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা”।
“মা, বাবার এস্থান টা সব সময় আমাদের মনে মসজিদ ঘরে রওয়ে যায়”!
বাবা মাত্র দুটি শব্দ কিন্তু এর বিশালতা অনেক বড়।
সুস্থ থাকুক পৃথিবীর সকল মা-বাবা।
তেমন কিছু চাই নাহ, মা- বাবাকে নিয়ে সুখে থাকতে চাই।
কখনো বলা হয়নি তোমাকে বাবা খুব ভালোবাসি তোমায়।
বাবা তুমি পৃথিবীর ইতিহাসে এক শ্রেষ্ঠ মহানায়ক।
জীবনে বাবার গুরুত্ব অপরিসীম বাবা মাত্র দুটি শব্দ হলেও এর বিশালতা অনেক বড়।
বাবা হারানো সন্তানরাই বোঝে বাস্তবতা কতটা কঠিন।
বাবাদের জামা কাপড় সর্বদা মায়ের থেকে কমদামি হয়, বাবাদের আলমারি ভর্তি জামাকাপড় থাকে না, বাবারা একটা ঘড়ি বৃদ্ধ না হওয়া পর্যন্ত হাতেই থাকে, বাবারা একজোড়া জুতা চালায় বছরে পর বছর, বাবার হাতের কম দামি মোবাইলটা একেবারে নষ্ট না হলে ফেলে দেয় না, বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে, বাবারা সবচেয়ে সস্তা হোটেলে খাই, নিজের জন্য সবচেয়ে কৃপণ বাবাটা নিজের স্ত্রী সন্তানের জন্য সবচেয়ে বেহিসাবি। বাবা মানে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা অংশ।
বাবারা ভালবাসি কথাটা বলতে জানে না কিন্তু কাজে করে দেখায়।
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা...
Love you Baba💓💓💓