Shofiqul Islam

Shofiqul Islam I'm an English seeker to boost my English skills and if you need to improve yourself please join here

প্রিয় বাবা নামক ছায়াটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। সৃষ্টিকর্তার দেওয়া সবথেকে বড় উপহার হচ্ছে বাবা। যার জীবনে বাবা নেই স...
08/07/2025

প্রিয় বাবা নামক ছায়াটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। সৃষ্টিকর্তার দেওয়া সবথেকে বড় উপহার হচ্ছে বাবা। যার জীবনে বাবা নেই সেই জানে যে বাবা না থাকার কতটা যন্ত্রনা।

বাবাকে হারালে বুঝতে পারা যায় জীবনে কত বড় অবলম্বন টা হারিয়ে ফেলেছি।
বাবার হাতটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত হাত।

নিজেকে শত কষ্টের মধ্যে রেখেও যে নিরন্তন সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যায়, সেই অভিনেতার নাম হলো বাবা।

বাবা মনে হাজার বিকেল আমার ছোটবেলা,
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা।

বাবা হল সংসারের বটগাছ,
থাকলে বোঝা যায় না,
না থাকলে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন।

বাবা পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টির অনন্য এক উদাহরণ

আমাদের জন্মের পর থেকেই নিঃস্বার্থভাবে যিনি আমাদের সকল চাহিদা পূরণ করতে থাকেন। সেই নিঃস্বার্থ বাবাকে নিয়ে বলার মতো কোন উদাহরণই পৃথিবীতে নেই।

বাবা মায়ের জন্য দোয়া “রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা”।

“মা, বাবার এস্থান টা সব সময় আমাদের মনে মসজিদ ঘরে রওয়ে যায়”!

বাবা মাত্র দুটি শব্দ কিন্তু এর বিশালতা অনেক বড়।

সুস্থ থাকুক পৃথিবীর সকল মা-বাবা।

তেমন কিছু চাই নাহ, মা- বাবাকে নিয়ে সুখে থাকতে চাই।

কখনো বলা হয়নি তোমাকে বাবা খুব ভালোবাসি তোমায়।

বাবা তুমি পৃথিবীর ইতিহাসে এক শ্রেষ্ঠ মহানায়ক।

জীবনে বাবার গুরুত্ব অপরিসীম বাবা মাত্র দুটি শব্দ হলেও এর বিশালতা অনেক বড়।

বাবা হারানো সন্তানরাই বোঝে বাস্তবতা কতটা কঠিন।

বাবাদের জামা কাপড় সর্বদা মায়ের থেকে কমদামি হয়, বাবাদের আলমারি ভর্তি জামাকাপড় থাকে না, বাবারা একটা ঘড়ি বৃদ্ধ না হওয়া পর্যন্ত হাতেই থাকে, বাবারা একজোড়া জুতা চালায় বছরে পর বছর, বাবার হাতের কম দামি মোবাইলটা একেবারে নষ্ট না হলে ফেলে দেয় না, বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে, বাবারা সবচেয়ে সস্তা হোটেলে খাই, নিজের জন্য সবচেয়ে কৃপণ বাবাটা নিজের স্ত্রী সন্তানের জন্য সবচেয়ে বেহিসাবি। বাবা মানে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা অংশ।

বাবারা ভালবাসি কথাটা বলতে জানে না কিন্তু কাজে করে দেখায়।

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা...
Love you Baba💓💓💓

আলহামদুলিল্লাহ আজকে প্রবাসের মাটিতে তিন বছর পূর্ণ হলো। সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমার মনের সকল নেক বাসনাগুলো পু...
03/07/2025

আলহামদুলিল্লাহ আজকে প্রবাসের মাটিতে তিন বছর পূর্ণ হলো।
সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমার মনের সকল নেক বাসনাগুলো পুরন করে দেন ও পাশাপাশি সকলের সুইচ্ছাগুলো পূর্ণ করে দেন ,
আমিন।

এটা কে‌ কে চিনেন ও‌ এটার নাম কী?Day and night view of the royal clock tower 🗼    ゚                            ゚         ...
02/07/2025

এটা কে‌ কে চিনেন ও‌ এটার নাম কী?
Day and night view of the royal clock tower 🗼
゚ ゚

Day and night view of the royal clock tower 🗼 প্রতিটি মুসলমানের স্বপ্ন এইখানে যাওয়ায়, আল্লাহ পাক সবাইকে এই পবিত্র জায়...
01/07/2025

Day and night view of the royal clock tower 🗼
প্রতিটি মুসলমানের স্বপ্ন এইখানে যাওয়ায়, আল্লাহ পাক সবাইকে এই পবিত্র জায়গায় যাওয়ার তৌফিক দান করুক আমীন।

30/06/2025

মসজিদে নববী‌ শরীরের প্রবেশ পথ কে কে এই স্থানে গিয়েছেন আর কারা কারা যেতে চান কমেন্টে লিখে যান।
সারা পৃথিবীর হাওয়া এক রকম আর মদিনা শরীফের হাওয়া আরেক রকম।
এইখানে যাওয়া মাত্রই জান্নাতি খুশবো পাওয়া যায়। আলহামদুলিল্লাহ।
゚ #

কার কার পছন্দ কমেন্টে বলে যাবেন।  ゚
30/06/2025

কার কার পছন্দ কমেন্টে বলে যাবেন।

পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ স্থান মসজিদে নববী শরীফের মধ্যে হঠাৎ আমাদের দেখা হয়ে গেল।কে কে প্রিয় নবীজির শহর মদিনা শরীফে...
29/06/2025

পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ স্থান মসজিদে নববী শরীফের মধ্যে হঠাৎ আমাদের দেখা হয়ে গেল।
কে কে প্রিয় নবীজির শহর মদিনা শরীফে যেতে চান??

আল্লাহ তায়ালা প্রত্যেক নবী প্রেমিদের এই জায়গায় যাওয়ার তৌফিক দান করুক আমিন।

পৃথিবীর ১০ টি ব্যয়বহুল সংসদ ভবনের মধ্যে সৌদি আরবের সংসদটি অন্যতম ।দেখতে অসাধারণ ও ডিজাইন ও চমৎকার।
26/06/2025

পৃথিবীর ১০ টি ব্যয়বহুল সংসদ ভবনের মধ্যে সৌদি আরবের সংসদটি অন্যতম ।
দেখতে অসাধারণ ও ডিজাইন ও চমৎকার।

23/06/2025

কাতার, ইরাক ও আরো কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান | IRAN ATTACK |



যারা জীবনে একবার হলেও দেখেছেন বা ব্যবহার করেছেন তাদের দেখতে চাই।নব্বই দশকের লাইট। ゚
21/06/2025

যারা জীবনে একবার হলেও দেখেছেন বা ব্যবহার করেছেন তাদের দেখতে চাই।
নব্বই দশকের লাইট।

Address

West Bangla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shofiqul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shofiqul Islam:

Share