Reshmi vlog planet

Reshmi vlog planet i am reshmi.owner of 'Reshmi vlog planet' page.this is my personal vlog page.
(59)

রাসূল সাঃ বলেছেন -না জেনে তোমরা কারোর প্রতি খারাপ ধারনা রেখো না। এটা সবচেয়ে বড় গুনাহ।সহীহ্ বুখারী-৫১৪৩
20/11/2023

রাসূল সাঃ বলেছেন -
না জেনে তোমরা কারোর প্রতি খারাপ ধারনা রেখো না। এটা সবচেয়ে বড় গুনাহ।

সহীহ্ বুখারী-৫১৪৩

13/10/2023

Aap ki nazron ne samjha

Lata mangeshkar ❤️

05/09/2023

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।

- রবীন্দ্রনাথ ঠাকুর

রাসূল (সাঃ) বলেন, "দিনসমূহের মধ্যে সর্বোওম হলজুম'আর দিন।এদিন তোমরা আমার উপর বেশি দূরুদ পাঠ করো।কারন তোমাদের দুরূদ আমার ক...
28/07/2023

রাসূল (সাঃ) বলেন,
"দিনসমূহের মধ্যে সর্বোওম হলজুম'আর দিন।এদিন তোমরা আমার উপর বেশি দূরুদ পাঠ করো।কারন তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়।

[সুনানে আবু দাউদ, হাদিস নং- ১০৪৭]

রাসূল (সাঃ) বলেছেন যে ব্যক্তি তার মুমিন ভাইকে বিপদে শান্তনা দিবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সম্মানের পোশাক পরিধান কর...
14/07/2023

রাসূল (সাঃ) বলেছেন
যে ব্যক্তি তার মুমিন ভাইকে বিপদে শান্তনা দিবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সম্মানের পোশাক পরিধান করাবেন।

ইবনে মাজাহ -১৬০১

হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দান করুন। সূরা আল-আরাফঃ১২৬
12/07/2023

হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দান করুন।

সূরা আল-আরাফঃ১২৬

29/06/2023

ইদ মোবারক 🌙
তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম।
সবাইকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা।
❤️🐂

28/06/2023

আমার কলোনির ঈদের প্রস্তুতি।

এক লোক হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, মুনাফিকি কী? তিনি বলেন, মুনাফিকি হলো নিজে আমল না করে অন্যক...
26/06/2023

এক লোক হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন,
মুনাফিকি কী?

তিনি বলেন, মুনাফিকি হলো নিজে আমল না করে অন্যকে নসিহাহ দিয়ে বেড়ানো।

- সিয়ারু আলামিন নুবালা,২/২৬৩

আরাফার দিনের দোয়া 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা কুল্লি শাইয়্যিন ...
25/06/2023

আরাফার দিনের দোয়া

'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বাদির'

(তিরমিজিঃ৩৫৮৫)

মৃত্যুর সময় স্থান নির্ধারিত।কেউ যানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ যানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ...
24/06/2023

মৃত্যুর সময় স্থান নির্ধারিত।

কেউ যানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ যানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।

আল কুরআন সূরা, লোকমান আয়াত -৩৪
আল্লাহ'র পথে ফিরে এসো।

রাসূল (সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ দুনিয়ায় দিন সমূহের মধ্যে জিলহজ্বের প্রথম দশ দিন সর্বোওম দিন।সহীহুল জামে'হ...
20/06/2023

রাসূল (সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ
দুনিয়ায় দিন সমূহের মধ্যে জিলহজ্বের প্রথম দশ দিন সর্বোওম দিন।

সহীহুল জামে'হা/১১৩৩,সহীহুত তারগীব'হা/১১৫০

তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না।সূরা বাকারাহ্, আয়াত ৪২
16/06/2023

তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না।

সূরা বাকারাহ্, আয়াত ৪২

আল্লাহ বলেন, এমন কোনো জিনিস নেই,যার ভান্ডার আমার কাছে নেই। কিন্তুু আমি সেগুলো আমার জ্ঞানের দ্বারা নিদিষ্ট পরিমাণে সরবরাহ...
13/06/2023

আল্লাহ বলেন,
এমন কোনো জিনিস নেই,যার ভান্ডার আমার কাছে নেই। কিন্তুু আমি সেগুলো আমার জ্ঞানের দ্বারা নিদিষ্ট পরিমাণে সরবরাহ করি।

সূরা আল্ হিজর্ (১৫) : ২১

তোমাদের রবের কাছে ক্ষমা চাওনিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীলতিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহ,আয়াত ১০-১১
06/06/2023

তোমাদের রবের কাছে ক্ষমা চাও
নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল
তিনি তোমাদের উপর মুষলধারে
বৃষ্টি বর্ষণ করবেন।

সূরা নূহ,আয়াত ১০-১১

রাসূল (সাঃ) বলেছেন,যখন কোনো জাতি যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। সুনান ইবনু মাজাহ, ৪০১৯
05/06/2023

রাসূল (সাঃ) বলেছেন,
যখন কোনো জাতি যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়।
সুনান ইবনু মাজাহ, ৪০১৯

রাসূল (সাঃ) বলেন যে ব্যাক্তি আমার উপর একবার দুরুদ পড়ে আল্লাহ তার উপর দশবার রহমত নাযিল করেন।সহিহ মুসলিম - ৭৯৮
04/06/2023

রাসূল (সাঃ) বলেন
যে ব্যাক্তি আমার উপর একবার দুরুদ পড়ে আল্লাহ তার উপর দশবার রহমত নাযিল করেন।
সহিহ মুসলিম - ৭৯৮

যে ব্যাক্তি ভালো কাজের পথ দেখাবে সে তার প্রতিটি আমলের সমান নেকি পাবে। - হযরত মোহাম্মদ (সাঃ)সহীহ মুসলিম ১৮৯৩,জামে আত তিরম...
03/06/2023

যে ব্যাক্তি ভালো কাজের পথ দেখাবে সে তার প্রতিটি আমলের সমান নেকি পাবে।

- হযরত মোহাম্মদ (সাঃ)
সহীহ মুসলিম ১৮৯৩,জামে আত তিরমিজি ২৬৭১

তোমরা তোমাদের ঈমানকে ঠিক করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে।সহীহ্ মুসলিম - ২৬০৪
02/06/2023

তোমরা তোমাদের ঈমানকে ঠিক করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে।
সহীহ্ মুসলিম - ২৬০৪

রাসূল (সাঃ) বলেছেন যখন গরমের প্রচন্ডতা বৃদ্ধি পায়, তখন গরম কমলে সালাত আদায় করবে। কেননা গরমের প্রচন্ডতা জাহান্নামের অংশ। ...
01/06/2023

রাসূল (সাঃ) বলেছেন
যখন গরমের প্রচন্ডতা বৃদ্ধি পায়, তখন গরম কমলে সালাত আদায় করবে। কেননা গরমের প্রচন্ডতা জাহান্নামের অংশ।
সহীহ্ বুখারী, হাদিস নং- ৫৩৩

রাসূল সাঃ বলেছেন, মুমিন ব্যক্তি সরল ও ভদ্র প্রকৃতির হয়ে থাকে,কিন্তুু পাপীষ্ঠ ব্যক্তি ধোঁকাবাজ ও নির্লজ্জ হয়।আবু দাউদ : ৪...
30/05/2023

রাসূল সাঃ বলেছেন,
মুমিন ব্যক্তি সরল ও ভদ্র প্রকৃতির হয়ে থাকে,কিন্তুু পাপীষ্ঠ ব্যক্তি ধোঁকাবাজ ও নির্লজ্জ হয়।
আবু দাউদ : ৪৭৯০

ইমাম ইবনে তাইমিয়াহ বলেন,দু'আ কবুলের আগে,মাঝে ও শেষে রাসূলুল্লাহু'র প্রতি দরূদ পাঠ করা এতোটাই শক্তিশালী যে এর মাধ্যমে দু'...
29/05/2023

ইমাম ইবনে তাইমিয়াহ বলেন,
দু'আ কবুলের আগে,মাঝে ও শেষে রাসূলুল্লাহু'র প্রতি দরূদ পাঠ করা এতোটাই শক্তিশালী যে এর মাধ্যমে দু'আ কবুল হওয়ার আশা করা যায়।

ইকতিযাউস সিরাতিল মুস্তাকিম ২/২৪৭

হাদিস মুখস্থ করা এবং প্রচার করার ফজিলত। রাসূল (সাঃ) বলেন আল্লাহ ওই ব্যক্তিকে মর্যাদা মন্ডিত করেন,যে আমার কথা শুনেছে,তা ম...
28/05/2023

হাদিস মুখস্থ করা এবং প্রচার করার ফজিলত।
রাসূল (সাঃ) বলেন
আল্লাহ ওই ব্যক্তিকে মর্যাদা মন্ডিত করেন,যে আমার কথা শুনেছে,তা মুখস্থ করেছে,সংরক্ষণ করেছে এবং অন্যের কাছে তা পৌঁছে দিয়েছে।

কৃষ্ণচূড়ার রঙে রঙিন হয়ে আছে নরসিংদী পৌর পার্ক। 🛝🛤️
26/05/2023

কৃষ্ণচূড়ার রঙে রঙিন হয়ে আছে নরসিংদী পৌর পার্ক।
🛝🛤️

26/05/2023

রাসূল (সাঃ) বলেন
তোমরা অসুস্থতার আগেই সুস্থতার মূল্যায়ন করো। আর তোমরা জীবিত অবস্থায় তোমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নাও।
সহীহ্ বুখারী, ৬৪১৬

24/05/2023

ধৈর্য
রাসূল (সাঃ) বলেছেন-

আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন।

23/05/2023

মহানবী (সাঃ) ইরশাদ করেছেন

তোমাদের মাঝে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো।
বুখারী,হাদিস নম্বর - ২৩০৫

Address

Polash
Narsingdi
1610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reshmi vlog planet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reshmi vlog planet:

Videos

Share

Category