Mega It Farm

Mega It Farm Digital marketing & IT Service provider. We provide E-commerce website & Software Development Services.
(1)

🥰 সেভ করে রাখুন কাজে লাগবে 🥰পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থের তালিকাখুবই গুরুত্বপূর্ণ বিষয়:পুরাতন দলিলে ব্যবহৃত অ...
25/05/2025

🥰 সেভ করে রাখুন কাজে লাগবে 🥰
পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থের তালিকা
খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

শেষ কথা:
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।

#দলিল #জমি #জানা_দরকার ゚viralシfypシ゚

ওর স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।আজকে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১...
24/05/2025

ওর স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।

আজকে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পরশুদিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা, মাংস ব্যথা, মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।

জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!

কী করতে হবে ?

স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।

চেম্বারে এমনও মায়েরা আসে বাচ্চা এক প্যাকেট খাওয়াতে পারবে না বলে অল্প অল্প করে স্যালাইন অল্প অল্প পানিতে বারবার বানায়। এটাও কিন্তু ক্ষতিকর, প্যাকেটের গায়ে যেভাবে বানানোর নিয়ম ঠিক সেভাবে বানাতে হবে।

দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো:✅ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য : নামজ...
23/05/2025

দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো:

✅ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য : নামজারি প্রক্রিয়া ও খরচ :

নামজারি বা মিউটেশন হলো জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে এটি অপরিহার্য।

✅ নামজারি করতে যা যা প্রয়োজন:

নামজারি আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে :

1. জমির দলিলের সার্টিফাইড কপি/মূল কপি।

2. এস এ/আর এস খতিয়ানের কপি।

3. ওয়ারিশান সনদের কপি (যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হয়)।

4. ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)।

5. বায়া দলিলের কপি (যদি প্রয়োজন হয়)।

6. মোবাইল নম্বর।

7. জাতীয় পরিচয়পত্র (NID)।

8. কর/খাজনার রশিদ।

✅ নামজারি প্রক্রিয়া:

১ম ধাপ:
mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করুন। আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন, যা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২য় ধাপ:
আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তের পর সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে।

৩য় ধাপ:
এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।

✅ সময় ও খরচ:
নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।

মোট খরচ: ১১৭০ টাকা।

✅ তথ্য ও সহায়তা :
নামজারি আবেদন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল সেন্টার 16122-এ যোগাযোগ করুন।

#

🔥 Ultimate Hacker & Pentesting Setup – Wi-Fi, Bluetooth & RF Exploitation Arsenal! 🚀This is an epic hacker and pentestin...
22/05/2025

🔥 Ultimate Hacker & Pentesting Setup – Wi-Fi, Bluetooth & RF Exploitation Arsenal! 🚀

This is an epic hacker and pentesting setup! Let’s break it down piece by piece:

🔹 Flipper Zero 🦈 – The Swiss Army knife of hacking! Perfect for RF, NFC, and infrared hacking.
🔹 ESP32 Marauder 📡 – A powerful Wi-Fi and Bluetooth pentesting tool. Looks like there are multiple versions here, including a touchscreen model!
🔹 Hack Cat 🐱📶 – Two heavily modded Wi-Fi auditing tools with multiple antennas for ultimate network testing.
🔹 M5Stack Card Computer 💻 – A pocket-sized microcontroller with a keyboard, great for portable scripting and automation.
🔹 USB Flash Drive & Debugging Tools 🔌 – Some USB-based gadgets, likely for data exfiltration, firmware flashing, or HID attacks.
🔹 OLED Display Module 📺 – A small screen for displaying live data, possibly a network sniffer or debugging interface.
🔹 ESP-based Boards 📡 – Likely used for Wi-Fi deauth, packet capture, or IoT exploitation.

🔥 This is a dream setup for cybersecurity enthusiasts, red teamers, and wireless hackers! 🚀

Follow CyberKid for more cybersecurity insights! ✨


১. সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করুন 📱উপযুক্ত কন্টেন্ট: আপনার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য Instagram, Facebook ...
12/04/2025

১. সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করুন 📱
উপযুক্ত কন্টেন্ট: আপনার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য Instagram, Facebook এবং TikTok এর মতো প্ল্যাটফর্মে আকর্ষণীয় এবং সৃজনশীল কন্টেন্ট পোস্ট করুন। 🎥

প্রভাবশালী অংশীদারিত্ব 🤝: আপনার নাগাল প্রসারিত করতে এবং নতুন অনুসারী অর্জন করতে আপনার নিশের প্রভাবশালীদের সাথে সহযোগিতা করুন। 🌟

প্রদত্ত বিজ্ঞাপন 💰: ফেসবুক এবং গুগলের মতো প্ল্যাটফর্মে আপনার আদর্শ গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য লক্ষ্যযুক্ত বিজ্ঞাপনগুলিতে বিনিয়োগ করুন। 🚀

২. একটি সাবস্ক্রিপশন মডেল অফার করুন 📦

সাবস্ক্রিপশন বক্স 🎁: আপনার নিশের সাথে সম্পর্কিত মাসিক পণ্য বাক্স অফার করুন (সৌন্দর্য, খাবার, বই, ইত্যাদি)। 📚🍫

সদস্যতা প্রোগ্রাম 🔑: কন্টেন্ট, ছাড় বা পণ্যগুলিতে একচেটিয়া অ্যাক্সেস সহ একটি সাবস্ক্রিপশন পরিষেবা সেট আপ করুন। 💎

৩. ডিজিটাল পণ্য তৈরি এবং বিক্রয় করুন 💻

অনলাইন কোর্স 📚: আপনার দক্ষতা ভাগ করে নিন এবং মূল্যবান দক্ষতা শেখান এমন কোর্স তৈরি করুন। 💡

ই-বুক 📖: আপনার পছন্দের বিষয়গুলিতে ই-বুক লিখুন এবং বিক্রি করুন! 📚💻

ডিজাইন টেমপ্লেট 🎨: টেমপ্লেট, ফন্ট বা স্টক ফটোর মতো ডিজিটাল ডিজাইন সম্পদ বিক্রি করুন। 🖼️✨

৪. আপনার ওয়েবসাইট অপ্টিমাইজ করুন 🌐

ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করুন 🖥️: নিশ্চিত করুন যে আপনার ওয়েবসাইটটি দ্রুত, নেভিগেট করা সহজ এবং মোবাইল-বান্ধব। 📱

SEO 🚀: আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনের জন্য অপ্টিমাইজ করুন যাতে আপনার লক্ষ্য দর্শকরা আপনাকে খুঁজে পেতে পারে। 🔍

রূপান্তর হার অপ্টিমাইজেশন 🛒: আপনার বিক্রয় ফানেল উন্নত করুন এবং আরও বেশি দর্শককে গ্রাহকে পরিণত করুন! 💥

৫. অ্যাফিলিয়েট মার্কেটিং 💸

একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেট আপ করুন 🔗: কমিশনের জন্য অন্যদের আপনার পণ্য প্রচার করতে দিন! 💼💰

অ্যাফিলিয়েট পণ্য প্রচার করুন 💼: অন্যান্য কোম্পানির পণ্য সুপারিশ করতে এবং কমিশন পেতে আপনার ওয়েবসাইট, ব্লগ বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। 💵

⚡যে প্রোডাক্ট ফুটপাত ৩০০ টাকা সেই একই প্রোডাক্ট বসুন্ধরার মধ্যে ৩০০০ টাকা।💥এটাই ব্র্যান্ডিং।  ব্র্যান্ডিং করতে পারলে ২০০...
11/04/2025

⚡যে প্রোডাক্ট ফুটপাত ৩০০ টাকা সেই একই প্রোডাক্ট বসুন্ধরার মধ্যে ৩০০০ টাকা।

💥এটাই ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং করতে পারলে ২০০ টাকার প্রোডাক্ট ২০০০ টাকাও বিক্রি করতে পারবেন। মানুষ দামাদামিও করবেনা। আর যদি ব্র্যান্ডিং করতে না পারেন তাহলে সারাজীবন কান্নাকাটি করতে হবে, মানুষ প্রোডাক্ট এর দাম কম বলে, বিক্রি হয়না নানান সমস্যা‼️

💥আপনি যখন ব্র্যান্ড এর দোকানগুলোতে যান, তখন কোনো দামাদামি করেন না। প্রোডাক্ট পছন্দ হলে বডি রেট দিয়ে হেঁটে চলে আসেন। এটাই ব্র্যান্ডিং এর সুফল🔥

যদি ব্যবসা ভালো করতে চান তাহলে সময় থাকতে ব্র্যান্ডিং-এ ফোকাস করুন। ব্র্যান্ড বানাতে পারলে আর কান্নাকাটি করতে হবেনা।মানুষও প্রোডাক্ট এর দাম কম বলবেনা🚀

⚡আর ব্র্যান্ডিং করার জন্যে বা ব্র্যান্ড বানানোর জন্যে কনটেন্ট এর কোনো বিকল্প নেই। ভালো ভালো কনটেন্ট তৈরি করুন। কিভাবে কনটেন্ট তৈরি করবেন, কি কনটেন্ট তৈরি করবেন, কিভাবে ব্র্যান্ডিং করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানতে আমার পুরাতন পোস্ট গুলো পড়তে পারেন🔥

সেভ করে রেখে দিন জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য - ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিট...
10/04/2025

সেভ করে রেখে দিন জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য -
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা=৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা =২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা=১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গফুট =৯৯১৬৭২ বর্গমিটার= ১বর্গকিলোমিটার=
২৪৭একর
৭.৪১বিঘা=১৪৮.২কাঠা=১০৬৭০৪ বর্গফুট =৯৯১৩ বর্গমিটার=১ হেক্টর=২.৪৭একর
জেনে নিন খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ =৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ =১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর=২.৪৭একর
১ হেক্টর = ৭.৪১বিঘা
১ হেক্টর = ১৪৮.২কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার =৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

🎉E-𝐂𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 পাচ্ছেন মাত্র ৬০০০ টাকা থেকে শুরু (Special Offer )🔥আপনি কি অনলাইন/ফেইসবুক এ আপনার পণ্য বিক্রি করছেন?  কাস্টম...
15/02/2025

🎉E-𝐂𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 পাচ্ছেন মাত্র ৬০০০ টাকা থেকে শুরু (Special Offer )🔥

আপনি কি অনলাইন/ফেইসবুক এ আপনার পণ্য বিক্রি করছেন? কাস্টমারকে পণ্য দেখার সুযোগ ও সেলস বুস্ট এর জন্য কি একটি ওয়েবসাইট প্রয়োজন?
⭐আপনার স্টার্টআপ এর কথা চিন্তা করে আমরা দিচ্ছি সহজ সল্যুশন। সাশ্রয়ী মূল্যে নিয়ে নিন স্মার্ট ই কমার্স সল্যুশন: E-Commerce ওয়েবসাইট।

আমাদের ডেমো দেখতে, প্রাইস জানতে এবং অর্ডার করতে ইনবক্স করুন📩📩
E -কমার্স প্যাকেজের মধ্যে যা পাচ্ছেনeveryoneয়নামিক PHP লারাভেল F -কমার্স ওয়েবসাইট
✅আনলিমিটেড প্রোডাক্ট আপলোড।
✅সেবা, ডিজিটাল প্রোডাক্ট আপলোড করার সুবিধা।
✅আনলিমিটেড প্রোডাক্ট ক্যাটাগরি।
✅প্রিমিয়াম লুকিং রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। যেকোনো কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন ও ট্যাবে স্মুথলি সাপোর্ট করবে।
✅স্টক ম্যানেজমেন্ট এর সুবিধা-
✅কাস্টমার একাউন্ট, অর্ডার ট্র্যাকিং, লাইভ চ্যাটিং এর ব্যবস্থা।
✅পেমেন্ট গেটওয়ে SSL কমার্স (বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমেক্স কার্ড ) সহ বিভিন্ন পেমেন্ট মেথড অপশন।
✅অর্ডার গ্রহণ, অর্ডার এডিট, অর্ডার হোল্ড, অর্ডার প্রসেসিং, অর্ডার কমপ্লিট অপশন।
✅শিপিং/ডেলিভারী চার্জ সিস্টেম।
✅ফ্লাশ ডিল এবং ক্যাম্পেইন প্রোডাক্ট অপশন।
✅অটোমেটিক ইনভয়েস তৈরী।
✅অটোমেটিক প্যাকিং স্লিপ তৈরী।
✅প্রোডাক্ট গ্যালারি অপশন।
✅ডিজিটাল হিসাব-নিকাশের লাইভ স্ট্যাটাস সুবিধা।
✅সব ধরণের সোশ্যাল নেটওয়ার্ক সাইট, আইকন।
✅ফটো স্লাইডার এবং ডাইন্যামিক ব্যানার।
✅লাইভ চ্যাট অপশন।
✅প্রোডাক্ট সার্চ অপশন।
✅প্রোডাক্ট ফিল্টার অপশন।
✅সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)।

👉বিঃদ্রঃ ডোমেইন এবং হোস্টিং নিতে চাইলে ভিজিট করুন: https://megaitfarm.dor-dam..com

আমরা আপনাদের কথা চিন্তা করে বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকি যেমনঃ
⭐সর্বনিন্ম মূল্যে সর্বোচ্চ সেবা ।
⭐ আপনার মনের মত করে ওয়েবসাইট কাস্টোমাইজ ও ডেভেলপ ।
⭐ঠিক সময় কাজের ডেলিভারি করা ।
⭐কাজের শেষে উপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে আমরা কাজ বুঝিয়ে দেয়া ।
⭐যেকোনো সমস্যায় আমরা সরাসরি সেবা প্রদান করি।
⭐ ০৬ মাস ফ্রি টেকনিক্যাল সাপোর্ট।
👉এছাড়া আমাদের রয়েছে অনলাইন পস সফটওয়্যার, ফার্মেসি
সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার। আমাদের যেকোন সার্ভিস নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।
📞হেল্পলাইনঃ 01859066222
🌐ওয়েবসাইট লিংকঃ https://megaitfarm.dor-dam..com/


-commerce
#জানা_দরকার ゚

Front-end road map💻📊🚀           ゚        #জানা_দরকার
14/02/2025

Front-end road map💻📊🚀

゚ #জানা_দরকার

No need to pay for books anymore.List of 30 sites where you can download millions of books for free.1. Planet eBook2. Fr...
04/02/2025

No need to pay for books anymore.
List of 30 sites where you can download millions of books for free.
1. Planet eBook
2. Free-eBooks dot net
3. ManyBooks
4. LibriVox
5. Internet Archive
6. BookBub
7. Open Library
8. BookBoon
9. Feedbooks
10. Smashwords
11. Project Gutenberg
12. Google Books
13. PDFBooksWorld
14. FreeTechBooks
15. Bookyards
16. GetFreeBooks
17. eBookLobby
18. FreeComputerBooks
19. OpenCulture
20. LibGen
21. Good Reads
22. Obooko
23. O'Reilly
24. Pdfdrive
25. Anna's Archive
26. Pdfroom
27. Pdf Coffee
28. Dokumen Pub
29. Z Library
30. Ocean of PDF

আপনি কি চান ❓ আপনার ব্যবসায় পূর্বের থেকে কয়েকগুন সেল বেশি হোক। 😱 তাহলে বুস্টিং নয় এড ক্যাম্পেইন হতে পারে আপনার পারফেক্ট ...
02/02/2025

আপনি কি চান ❓ আপনার ব্যবসায় পূর্বের থেকে কয়েকগুন সেল বেশি হোক। 😱
তাহলে বুস্টিং নয় এড ক্যাম্পেইন হতে পারে আপনার পারফেক্ট সলিউশন। ✅✅🎉🎉
আপনার প্রোডাক্ট এর সঠিক গ্রাহকের কাছে আপনার বিজ্ঞাপনটি পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের 🥰🥰।
আমাদের রয়েছে অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট।
যারা আপনার নিশ অনুযায়ী টার্গেটেড অডিয়েন্স এর কাছে আপনার প্রোডাক্ট পৌছে দিবে। ✅✅
আপনার ব্যবসাকে এগিয়ে নিন আমাদের সেবায় ❤️
ধন্যবাদ

10/01/2025

🎉E-𝐂𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 পাচ্ছেন মাত্র ৬০০০ টাকা থেকে শুরু (Special Offer🔥)

আপনি কি অনলাইন/ফেইসবুক এ আপনার পণ্য বিক্রি করছেন? কাস্টমারকে পণ্য দেখার সুযোগ ও সেলস বুস্ট এর জন্য কি একটি ওয়েবসাইট প্রয়োজন?

⭐আপনার স্টার্টআপ এর কথা চিন্তা করে আমরা দিচ্ছি সহজ সল্যুশন। সাশ্রয়ী মূল্যে নিয়ে নিন স্মার্ট ই কমার্স সল্যুশন: E-Commerce ওয়েবসাইট.

আমাদের ডেমো দেখতে, প্রাইস জানতে এবং অর্ডার করতে ইনবক্স করুন📩📩

E -কমার্স প্যাকেজের মধ্যে যা পাচ্ছেন -

✅ডায়নামিক PHP লারাভেল F -কমার্স ওয়েবসাইট
✅আনলিমিটেড প্রোডাক্ট আপলোড।
✅সেবা, ডিজিটাল প্রোডাক্ট আপলোড করার সুবিধা।
✅আনলিমিটেড প্রোডাক্ট ক্যাটাগরি।
✅প্রিমিয়াম লুকিং রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। যেকোনো কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন ও ট্যাবে স্মুথলি সাপোর্ট করবে।
✅স্টক ম্যানেজমেন্ট এর সুবিধা-
✅কাস্টমার একাউন্ট, অর্ডার ট্র্যাকিং, লাইভ চ্যাটিং এর ব্যবস্থা।
✅পেমেন্ট গেটওয়ে SSL কমার্স (বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমেক্স কার্ড ) সহ বিভিন্ন পেমেন্ট মেথড অপশন।
✅অর্ডার গ্রহণ, অর্ডার এডিট, অর্ডার হোল্ড, অর্ডার প্রসেসিং, অর্ডার কমপ্লিট অপশন।
✅শিপিং/ডেলিভারী চার্জ সিস্টেম।
✅ফ্লাশ ডিল এবং ক্যাম্পেইন প্রোডাক্ট অপশন।
✅অটোমেটিক ইনভয়েস তৈরী।
✅অটোমেটিক প্যাকিং স্লিপ তৈরী।
✅প্রোডাক্ট গ্যালারি অপশন।
✅ডিজিটাল হিসাব-নিকাশের লাইভ স্ট্যাটাস সুবিধা।
✅সব ধরণের সোশ্যাল নেটওয়ার্ক সাইট, আইকন।
✅ফটো স্লাইডার এবং ডাইন্যামিক ব্যানার।
✅লাইভ চ্যাট অপশন।
✅প্রোডাক্ট সার্চ অপশন।
✅প্রোডাক্ট ফিল্টার অপশন।
✅সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)।

আমরা আপনাদের কথা চিন্তা করে বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকি যেমনঃ
⭐সর্বনিন্ম মূল্যে সর্বোচ্চ সেবা ।
⭐ আপনার মনের মত করে ওয়েবসাইট কাস্টোমাইজ ও ডেভেলপ ।
⭐ঠিক সময় কাজের ডেলিভারি করা ।
⭐কাজের শেষে উপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে আমরা কাজ বুঝিয়ে দেয়া ।
⭐যেকোনো সমস্যায় আমরা সরাসরি সেবা প্রদান করি।
⭐ ০৬ মাস ফ্রি টেকনিক্যাল সাপোর্ট।
👉এছাড়া আমাদের রয়েছে অনলাইন পস সফটওয়্যার, ফার্মেসি
সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার। আমাদের যেকোন সার্ভিস নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।
📞হেল্পলাইনঃ 01613-524365
🌐ওয়েবসাইট লিংকঃ https://megaitfarm.dor-dam..com/


゚ #জানা_দরকার ゚

Address

Narsingdi
1630

Alerts

Be the first to know and let us send you an email when Mega It Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mega It Farm:

Share