Attention Plz

Attention Plz It's page is given information in new movies and update . so plz like my page.

04/09/2024

Hard Day


দক্ষিণ কোরিয়ার থ্রিলার মানেই আলাদা কিছু। মুভিকে থ্রিলার বানানোর জন্য যেকোনো পর্যায়ে যেতে পারে এর নির্মাতারা। 'A Hard Day' তেমনই একটি অ্যাকশন এবং সাসপেন্সে ভরা মুভি। মুভিতে একজন পুলিশ দুর্ঘটনাক্রমে রাতে গাড়ি চালানোর সময় একজন পথচারীকে আঘাত করে এবং সেই স্থানেই লোকটির মৃত্যু ঘটে। তার এই অপরাধ যাতে কেউ জানতে না পারে সেজন্য সে ঘটনাটি ধামাচাপা দিতে চায়। এখনো কিছু বলিনি আপনাদের। মুভিতে অনেক টুইস্ট রয়েছে যা অস্থির ছিলো। মুভির গল্প প্রায় দুই ঘন্টার। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো শ্বাসরুদ্ধকর মুহুর্ত ছিলো। সিনেমাটোগ্রাফি অসাধারন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এক একটি দৃশ্যকে দারুন উপভোগ্য করে তুলছিল। মুভির প্রথমে থেকেই আপনাকে টেনশনে রাখবে যে কি থেকে কি হতে যাচ্ছে! একটি থ্রিলার মুভিতে যা থাকা দরকার সবকিছুই এই মুভিতে রয়েছে। বিশেষ করে এর ক্লাইমেক্স দারুন ছিলো যা প্রায় মাথা নষ্ট করে দিচ্ছিলো। যারা মিস করেছেন দেখে নিতে পারেন।

📺Movie: Carrie (1976)🎬Genre: Horror/Thriller®️IMDb Rating: 7.4/10®️Personal Rating: 10/10বি:দ্র: ছবিটি " R "rated🔞Story📖...
03/09/2024

📺Movie: Carrie (1976)
🎬Genre: Horror/Thriller
®️IMDb Rating: 7.4/10
®️Personal Rating: 10/10
বি:দ্র: ছবিটি " R "rated🔞
Story📖 : ছবিটি High School এ পড়া Carrie White নামে এক মেয়েকে নিয়ে, যে কিনা লাজুক প্রকৃতির ও Introverted। তার মা ছাড়া তার আর কোন বন্ধু নেই এই পৃথিবীতে ।তার এমন পরিস্থিতি হওয়ার পিছনে কারণ হলো তার মা। যে কিনা খুবই Extreme level এর অন্ধ ধর্মাবিলমবী। স্কুলে Carrie সাবার কাছে সবসময় বাজেভাবে Bullying এর শিকাড় হয়। কিন্তু তাপরও সে আশা রাখে যে একদিন হয়তো সবাই তাকে পছন্দ করবে ও সে সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারবে। হটাৎ একদিন Carrie এর মধ্যে একটা Mirracle প্রকাশ পায়।ফলে বদলে যেতে থাকে তার জিবন।কিন্তু সে জানে না তার জন্য সামনে কি ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে।
Director Brian De Palma এর "Carrie 1976" ছবিটি, Horro King খ্যাত Stephen King এর 1974 সালের প্রথম উপন্যাস "Carrie" অবলম্বনে নির্মিত।
ছবিটি আপনাকে সম্পূর্ণ একটি মন্ত্রমুগ্ধকর Horror Experience দিবে ও যার শেষের দিকে অনেক সুন্দর ও Shocking একটা Climax scene আছে,যেটা দেখলে শরীরের পশম দাঁড়িয়ে যাবে। এই ছবিটি একটি Cult Classic ছবি হিসেবে সমগ্র বিবেচিত হয় আর এটার পেছনে যথেষ্ট কারন আছে।
ছবিটি Stepen King এর Horror উপন্যাস "Carrie" এর "Faithful Adaptation "
এই ছবির Main Role এ থাকা Sissy Specek ও Supporting রোলে থাকা Piper Laurie দুইজনই 1976 সালে Oscar এর জন্য নমিনেশন পেয়েছিলো। ছবি দেখলেই বুঝতে পারবেন তাদের performance কোন লেভেলের ছিলো।
ছবিটিতে বেশ কিছু Iconic দৃশ্য রয়েছে যা Pop Culture জগতে এ স্থায়ী জায়গা করে নিয়েছে , বিশেষত ছবির Prom এর দৃশ্য। বিশেষ করে Horror Genre ও Pop Culture এ এই ছবির খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। Cult Classic horror ছবির কথা উঠলেই এই ছবির recommendation আগে আসে।
ছবিটি Cinema ইতিহাস প্রেমি, pop Culture, কিংবা Classic & Horror লাভারদের জন্য Must Watch★★★★★
ছবিটিতে Jumpscare নাই তবে বাস্তবিক Horror Element রয়েছে এর সাথে কিছু Humour ও পাবেন।
অনেকে শত শত ছবি দেখে ফেলার পর কোন ছবি দেখবেন খুজে পান না। কেননা সময় সবার কাছেই গুরুত্বপূর্ণ। আমি গ্যারানটি সহকারে বলতে পারি এই ছবিটা দেখলে আপনার সময় মোটেও নষ্ট হবে না, বরং বলবেন এতো সুন্দর একটা ছবি আগে দেখি নাই কেনো।
ছবিটি দেখে আমি Sissy Specek এর Fan হয়ে গেছি💓

একটা ট্রেন। ট্রেনের ভিতর একই কামরায় তিন-চারটা নব্য বিবাহিত দম্পতি। প্রত্যেক বধূর পরনে একই রকম শাড়ি। প্রত্যেকের মাথাতেই এ...
05/05/2024

একটা ট্রেন। ট্রেনের ভিতর একই কামরায় তিন-চারটা নব্য বিবাহিত দম্পতি। প্রত্যেক বধূর পরনে একই রকম শাড়ি। প্রত্যেকের মাথাতেই একহাত লম্বা ঘোমটা। মাঝরাতে ট্রেন স্টেশন পৌঁছালে আধো ঘুমে নিজের স্ত্রীর পরিবর্তে অন্যের স্ত্রীকে নিয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নেমে পড়ে গল্পের নায়ক দীপক কুমার। বাড়ি গিয়ে যখন বৌয়ের ঘোমটা খোলা হয় তখন বুঝতে পারে নিজের ভুল। ততক্ষণে ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে বহুদূর। লাপাত্তা লেডিজের গল্পের শুরু এখান থেকেই। early 2000 এর ভারতের এক অজপাঁড়াগা। যোগাযোগ ব্যবস্থাও তত উন্নত নয়। কি করে নিজের স্ত্রী ফুল কুমারীকে খুঁজে বের করবে দীপক কুমার? ফুল কুমারীই কোথায় গিয়ে পৌছায়? দীপকের সাথে চলে আসে সেই অজানা বৌ-টিই বা কে? সে কেন তার পরিচয় ভুল দিয়ে বেড়াচ্ছে? এমন অবস্থায় গল্পে হাজির হবে লোকাল থানার দারোগা মনোহর। সে কি সাহায্য করবে দীপককে নাকি সো কলড অসৎ পুলিশ অফিসারের ভূমিকা পালন করবে?
মনোহর চরিত্রে রবি কিশাণ তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স সম্ভবত এই সিনেমাতেই দিলেন। এই চরিত্রের জন্য সিনেমার প্রোডিউসার স্বয়ং আমির খান অডিশন দিয়েছিলেন। তার পরেও তাকে বাদ দিয়ে রবি কিশাণকে নেওয়ায় পরিচালক কিরণ রাওকে ধন্যবাদ। বলিউডের এই গার্বেজ সিনেমার যুগে একটা পিউর সিনেমা পেলাম। রাজনীতি, সমাজিক সমস্যা, নারী-পুরুষ বৈষ্যম্য, যৌতুক প্রথা সকল কিছুকেই কমেডির মোড়কে সিনেমার পরতে পরতে খোঁচা দিয়ে গেছেন পরিচালক। সিনেমাটা শেষ হতে হতে একইসাথে আপনার চোখে জল আর ঠোঁটে হাসি থেকে যাবে। প্রধান চরিত্রে অভিনয় করা এক রবি কিশাণ বাদে বেশিরভাগই আনকোরা। তবুও নিজ নিজ জায়গায় নিজেদের সেরা কাজ করে গেছে প্রত্যেকে। সবশেষে অরিজিতের গলায় sajni গানটা আপনাকে ইমোশনাল হতে বাধ্য করবেই।
🎞️* Lapaata Ladies
Dir.: Kiran Rao
PR: 9/10

Movie -> Neymar👌জীবনে অনেক মুভিই দেখেছি। কিন্তু কিছু কিছু মুভি হৃদয়ে দাগ কেটে যায় 💘  এমন একটা মুভিই -Neymar` এই মুভিটা স...
05/05/2024

Movie -> Neymar👌

জীবনে অনেক মুভিই দেখেছি। কিন্তু কিছু কিছু মুভি হৃদয়ে দাগ কেটে যায় 💘 এমন একটা মুভিই -Neymar` এই মুভিটা সত্যিই একটা ইমোশন❤️ যারা প্রাণী কে ভালোবাসেন বিশেষ করে Dog, তারা এটা দেখলে নিমিষেই চোখে পানি চলে আসবে। এই যে যারা কুকুর কে ঘৃণা করে দুরে সরিয়ে দেয়। রাস্তা ঘাটে দেখলে ডিল মারে। তারা কখনোই জানবে না এদের ভালোবাসা কতোটা গভীর।
কি নেই ভাই এই একটা সিনেমায়, বন্ধুত্ব ভালোবাসা, এবং একে অপরের প্রতি সহনাভূতি
নেইমার এবং প্রতিটি কুকুর যেই নিখুত অভিনয় টা করেছে এটা খুব কমই দেখা যায় সিনেমায়।
তবে থমাস এবং নাসলেন এরপর এই সিনেমার আসল হিরো কিন্তু নেইমার ❤ শেষের যেই সিন টা যেটা মানুষ হয়েও এখন আমাদের ভেতর নেই - আমরা প্রত্যেকেই জীবনে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে চাই কার আগে কে যাবে। কিন্তু কেউ কাউকে সহযোগিতা করে একসাথে এগিয়ে যাওয়ার কথাটা ভাবি না। সবশেষে এটাই বলবো একটা কুকুর আর মানুষের ভেতর যেই ভালোবাসা এবং বন্ধুত হয়ে উঠতে পারে। এটা সিনেমা টা না দেখলে কখনো উপলব্ধি করতে পারবেন না। ->> Happy Watching🤗🎈🎉🥳

এই সিরিজের গল্পটি মোটেই কোনো স্বাভাবিক গল্প নয়।ইন্দোনেশিয়া দেশটির অতীতের এক বিতর্কিত সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়ে...
10/09/2023

এই সিরিজের গল্পটি মোটেই কোনো স্বাভাবিক গল্প নয়।
ইন্দোনেশিয়া দেশটির অতীতের এক বিতর্কিত সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিরিজটি।
🎬Web series : Teluh Darah
🔑Genre: Horror
🔵IMDb rating: 7.6
🎥Director: Kimo Stamboel

হালকা স্পয়লার

ইন্দোনেশিয়ায় যতগুলো ক্যাটাগরির মুভি তৈরী হয়, তার মধ্যে দর্শকপ্রিয়তার শীর্ষে থাকে হরর জনরার মুভি গুলো।
তাদের দেশের কালচারের সাথে এই হররের ব্যাপারটা খুব ভালোভাবে মিশে যায় তাই, এইসব মুভির দর্শক থাকে প্রচুর।

এবছরের ফেব্রুয়ারি মাসে কোনো হরর মুভি নয়,একটি সিরিজ মুক্তি পায় এই দেশটি থেকে।
সিরিজটি মুক্তির সাথে সাথেই "টক অফ দা টাউনে" পরীণত হয় দেশটিতে।
এই সিরিজটি মূলত ব্ল্যাকম্যাজিককে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

এই সিরিজের গল্পে রয়েছে,
দুটি পরিবার।এই দুটি পরিবারের রয়েছে ভীষণ রকমের খারাপ এক অতীত।
অতীতে তারা জঘন্যতম পাপ কাজ করে রেখেছিল।পরে সেটা তাদের জন্যই কাল হয়ে দাড়ায়। তাদের উপর ভয়াবহ মাত্রায় ব্ল্যাকম্যাজিক করা হয়।

এইসিরিজের গল্প অনুযায়ী ব্ল্যাকম্যাজিককে বলা হয়েছে রক্ত অভিশাপ।কেনো এই বিষয়টি বলা হয়েছে তা সিরিজটি দেখলেই বুঝতে পারবেন আপনারা।

এই সিরিজে যে অপ্রাকৃতিক ঘটনাগুলো দেখানো হয়েছে,মানে পরিবারগুলোর উপর যা যা করা হয়।
এইসব কালোজাদু কে? লুকিয়ে লুকিয়ে করছে তাদের উপর! এটাই সিরিজের রহস্যের একটি অংশ।

বিশেষ দৃষ্টি আকর্ষণঃ
এই সিরিজে বেশ কিছু ১৮+ সিন রয়েছে।
তবে এই সিনগুলোর ব্যাখা পরিচালক ক্লাইমেক্সে এমন ভাবে দিয়েছে যে আপনারা সবাই চমকে যাবেন।

Address

Dhaka
Narsingdi
1600

Telephone

+8801703147301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Attention Plz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Attention Plz:

Share