03/09/2024
📺Movie: Carrie (1976)
🎬Genre: Horror/Thriller
®️IMDb Rating: 7.4/10
®️Personal Rating: 10/10
বি:দ্র: ছবিটি " R "rated🔞
Story📖 : ছবিটি High School এ পড়া Carrie White নামে এক মেয়েকে নিয়ে, যে কিনা লাজুক প্রকৃতির ও Introverted। তার মা ছাড়া তার আর কোন বন্ধু নেই এই পৃথিবীতে ।তার এমন পরিস্থিতি হওয়ার পিছনে কারণ হলো তার মা। যে কিনা খুবই Extreme level এর অন্ধ ধর্মাবিলমবী। স্কুলে Carrie সাবার কাছে সবসময় বাজেভাবে Bullying এর শিকাড় হয়। কিন্তু তাপরও সে আশা রাখে যে একদিন হয়তো সবাই তাকে পছন্দ করবে ও সে সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারবে। হটাৎ একদিন Carrie এর মধ্যে একটা Mirracle প্রকাশ পায়।ফলে বদলে যেতে থাকে তার জিবন।কিন্তু সে জানে না তার জন্য সামনে কি ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে।
Director Brian De Palma এর "Carrie 1976" ছবিটি, Horro King খ্যাত Stephen King এর 1974 সালের প্রথম উপন্যাস "Carrie" অবলম্বনে নির্মিত।
ছবিটি আপনাকে সম্পূর্ণ একটি মন্ত্রমুগ্ধকর Horror Experience দিবে ও যার শেষের দিকে অনেক সুন্দর ও Shocking একটা Climax scene আছে,যেটা দেখলে শরীরের পশম দাঁড়িয়ে যাবে। এই ছবিটি একটি Cult Classic ছবি হিসেবে সমগ্র বিবেচিত হয় আর এটার পেছনে যথেষ্ট কারন আছে।
ছবিটি Stepen King এর Horror উপন্যাস "Carrie" এর "Faithful Adaptation "
এই ছবির Main Role এ থাকা Sissy Specek ও Supporting রোলে থাকা Piper Laurie দুইজনই 1976 সালে Oscar এর জন্য নমিনেশন পেয়েছিলো। ছবি দেখলেই বুঝতে পারবেন তাদের performance কোন লেভেলের ছিলো।
ছবিটিতে বেশ কিছু Iconic দৃশ্য রয়েছে যা Pop Culture জগতে এ স্থায়ী জায়গা করে নিয়েছে , বিশেষত ছবির Prom এর দৃশ্য। বিশেষ করে Horror Genre ও Pop Culture এ এই ছবির খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। Cult Classic horror ছবির কথা উঠলেই এই ছবির recommendation আগে আসে।
ছবিটি Cinema ইতিহাস প্রেমি, pop Culture, কিংবা Classic & Horror লাভারদের জন্য Must Watch★★★★★
ছবিটিতে Jumpscare নাই তবে বাস্তবিক Horror Element রয়েছে এর সাথে কিছু Humour ও পাবেন।
অনেকে শত শত ছবি দেখে ফেলার পর কোন ছবি দেখবেন খুজে পান না। কেননা সময় সবার কাছেই গুরুত্বপূর্ণ। আমি গ্যারানটি সহকারে বলতে পারি এই ছবিটা দেখলে আপনার সময় মোটেও নষ্ট হবে না, বরং বলবেন এতো সুন্দর একটা ছবি আগে দেখি নাই কেনো।
ছবিটি দেখে আমি Sissy Specek এর Fan হয়ে গেছি💓